Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Saturday, April 13, 2013

এবার বাজার দরেই কিনতে হবে রান্নার গ্যাস, ভর্তুকি যাবে ব্যাঙ্কে

এবার বাজার দরেই কিনতে হবে রান্নার গ্যাস, ভর্তুকি যাবে ব্যাঙ্কে

এবার বাজার দরেই কিনতে হবে রান্নার গ্যাস, ভর্তুকি যাবে ব্যাঙ্কে
নয়াদিল্লি: খুব শীঘ্রই এলপিজি সিলিন্ডারে ভর্তুকির টাকা প্রতিটি গ্রাহক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেবে সরকার৷ বদলে, পরিবারগুলিকে সিলিন্ডার কিনতে হবে বাজার থেকে বাজার দরেই৷ 

এই ব্যবস্থা চালু করার জন্য ব্যাঙ্কগুলিকে প্রস্ত্তত হতে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদম্বরম৷ দেশের প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, 'সারা দেশে এলপিজির ভর্তুকি সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা চালুর জন্য আমি ব্যাঙ্কগুলিকে প্রস্ত্তত হতে বলেছি৷ ব্যাঙ্কগুলি জানিয়েছে, তারাও প্রস্ত্তত৷' 

বছরে ভর্তুকি বাবদ প্রতি গ্রাহক পরিবারকে মোটামুটি ৪,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সরকার৷ এ মাসের গোড়ায় ভর্তুকি ছাড়া প্রতি সিলিন্ডারের দাম কমেছে ৬.৫০ টাকা৷ বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের ভর্তুকি ছাড়া দাম ৯২৬.৫০ টাকা এবং ভর্তুকি সহ দাম ৪১২.৫০ টাকা৷ এলপিজির দাম কমার ফলে ভর্তুকির সিলিন্ডার বিক্রি করে বিপনি সংস্থাগুলোর সিলিন্ডারপ্রতি ক্ষতি ৪৩৯ টাকা থেকে কমে ৪৩৪.৫০ টাকা হয়েছে৷ 

দেশে মোটামুটি ১৪ কোটি গ্রাহক রয়েছেন৷ প্রতি পরিবারকে বছরে ৯টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দিতে সরকারকে মোটামুটি হাজার চারেক টাকা করে দিতে হয়৷ এবার ওই টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সরকার৷ প্রতিটি পরিবারকে এবার বাজার দরেই, অর্থাত্ ৯২৬.৫০ টাকায় সিলিন্ডার কিনতে হবে৷ যার অর্থ, সিলিন্ডার প্রতি অতিরিক্ত ৫১৪ টাকা দিতে হবে৷ বদলে, ভর্তুকি বাবদ সরকারের কাছ থেকে ব্যাঙ্কে আসবে ৪,০০০ টাকা৷ বছরে ৯টি সিলিন্ডার কিনতে হলে, সিলিন্ডার পিছু অতিরিক্ত প্রায় ৮০ টাকা করে দিতে হবে গৃহস্থকে ভর্তুকির টাকা পেলেও৷ অর্থাত্, যে পরিবার বছরে যত কম সিলিন্ডার কিনবেন, তাদের তত কম টাকা পকেট থেকে অতিরিক্ত দিতে হবে৷ 

এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) স্কিম চালু হবে ২০টি জেলায় ১৫ মের মধ্যে৷ দ্বিতীয় দফায় ৭৮টি জেলায় ডিবিটি চালু হবে জুলাই মাস থেকে৷ যে সমস্ত জায়গায় গ্রাহকদের সরাসরি নগদ ভর্তুকি দেওয়া হবে সেখানে গ্রাহকদেরই নিজেদের ব্যাঙ্কে গিয়ে আধার নম্বর জমা দিতে হবে৷ ব্যাঙ্কগুলি তখন ওই আধার নম্বর গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে দেবে৷ 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...