Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Wednesday, April 17, 2013

আতঙ্কের আবহে নিরাপত্তার বর্মে আমেরিকা

আতঙ্কের আবহে নিরাপত্তার বর্মে আমেরিকা

আতঙ্কের আবহে নিরাপত্তার বর্মে আমেরিকা
বস্টন: ম্যারাথনে জোড়া বিস্ফোরণের জেরে নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে ফেলা হল লস অ্যাঞ্জেলস থেকে লন্ডন৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে হোয়াইট হাউস, নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও৷ বুধবার লন্ডনে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টি অনুষ্ঠানেও নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে৷ বস্টনের ওই বিস্ফোরণ স্থলের উপর দিয়ে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে৷

বিস্ফোরণের ধরণ বা এর নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি এফবিআই৷ মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও৷ তবে সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডিয়েনা ফিয়েনস্টেইন এটাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই দেখছেন৷ সরকারি ভাবে এখনও এই বিষয়টি জানানো না হলেও মার্কিন মুলুক থেকে উড়ে যাওয়া প্রতিটি আন্তর্জাতিক বিমানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে৷ এতে পরিষ্কার বিস্ফোরণের সঙ্গে বিদেশি যোগের একটা সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে বারাক ওবামা প্রশাসন৷

সোমবার দুপুরে বস্টন ম্যারাথন চলাকালীন ফিনিশিং লাইনের কাছে দু'টি বিস্ফোরণ ঘটে৷ নিহত হন তিন জন৷ আহত ১৪০-এরও বেশি৷ এর পরই আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা৷ লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি, ডেট্রয়েট, সান দিয়েগো এবং লাস ভেগাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলির পাশাপাশি সরকারি ভবন এবং ট্রানজিট হাবগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা৷ টুইটার এবং ফেসবুকের মাধ্যমে পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ জানাচ্ছে, সন্দেহজনক কিছু ঘটলে যেন সঙ্গে সঙ্গেই তাদের জানানো হয়৷

রবিবার অনুষ্ঠিত হবে লন্ডন ম্যারাথন৷ এর নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিয়েছে লন্ডন পুলিশ৷ লন্ডন ম্যারাথন ছাড়াও এই সন্তাহান্তের ল্যানসিং ম্যারাথন, ২৭ এপ্রিলের ন্যাসভিলের কাউন্ট্রি মিউজিক ম্যারাথনের নিরাপত্তাও জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে হোয়াইট হাউসেরও৷ প্রতিটি প্রবেশ পথে মোতায়েন রয়েছে পুলিশ৷ তবে এখনও পর্যটকদের হোয়াইট হাউসের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়নি৷

নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং, সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল, রাষ্ট্রপুঞ্জের দন্তর এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷ পরিস্থিতির মোকাবিলায় নামানো হয়েছে ক্রিটিক্যাল রেসপন্স টিম এবং অন্তত হাজার খানেক সন্ত্রাস-বিরোধী বাহিনীর জওয়ানকে৷

লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালে অন্ত্যেষ্টি সম্পন্ন হবে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের৷ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রানি দ্বিতীয় এলিজাবেথ-সহ বেশ কিছু আন্তর্জাতিক ব্যক্তিত্বের৷ ওই অনুষ্ঠানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে বেশ কয়েক গুণ৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...