Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Saturday, September 21, 2013

চেন্নাইয়ে আজ শুরু ফব-র পার্টি কংগ্রেস

চেন্নাইয়ে আজ শুরু ফব-র পার্টি কংগ্রেস

চেন্নাইয়ে আজ শুরু ফব-র পার্টি কংগ্রেস
এই সময়: বড় কোনও সাংগঠনিক রদবদলের সম্ভাবনা নেই৷ তেলেঙ্গানা ছাড়া বিতর্কিত প্রসঙ্গও নেই রাজনৈতিক প্রস্তাবে৷ পশ্চিমবঙ্গ-সহ কোথাওই দলের অবস্থা ভালো নয়৷ কোচবিহারের মতো ঘাঁটিতেও যতদিন যাচ্ছে শক্তিহ্রাস হচ্ছে৷ এই অবস্থাতেও কয়েক কোটি টাকা খরচ করে পার্টি কংগ্রেস হচ্ছে ফরওয়ার্ড ব্লকের৷ চেন্নাইয়ে আজ, রবিবার থেকে শুরু হতে চলা ১৭ তম পার্টি কংগ্রেসের বাজেট যে কোটি টাকার উপরে, তা স্বীকার করেছেন ফব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস নিজেই৷ 


পাঁচ দিনের কংগ্রেস শুরু হচ্ছে প্রকাশ্য সমাবেশ দিয়ে৷ সোমবার অন্য বাম দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে রয়েছে বিশেষ আলোচনাসভা৷ বিষয় ভারতে বর্তমান পরিস্থিতিতে বামপন্থা৷ সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সিপিআই-র সুধাকর রেড্ডিরা আলোচনায় অংশ নেবেন৷ কিউবা ও চিন-সহ ১৩টি বিদেশি বামপন্থী ও কমিউনিস্ট দলের প্রতিনিধিরা আসছেন ফব-র পার্টি কংগ্রেসে৷ নেপালের মাওবাদীদের আমন্ত্রণ জানানো হলেও তাঁদের কোনও প্রতিনিধি অবশ্য থাকছেন না৷ মঙ্গলবার থেকে শুরু হবে প্রতিনিধি সম্মেলন৷ প্রায় এক হাজার প্রতিনিধি হাজির থাকবেন বলে দলীয় সূত্রে খবর৷ সাধারণ সম্পাদক পদে দেবব্রত বিশ্বাসই পুনর্নির্বাচিত হতে চলেছেন বলে খবর৷ তবে চেয়ারম্যান পদে বদল আসতে পারে৷ বর্তমানে কেরালার ভেলাপ্পন নায়ার এই পদে রয়েছেন৷ তাঁর জায়গায় তামিলনাড়ুর কোনও নেতা চেয়ারম্যান হতে পারেন৷ কেন্দ্রীয় কমিটি থেকে প্রবীণ কয়েকজন নেতা বাদ পড়তে পারেন৷ পশ্চিমবঙ্গ থেকেও নতুন মুখ কেন্দ্রীয় কমিটিতে আসতে পারেন৷ তবে শীর্ষ নেতৃত্বে বদলের সম্ভবনা ক্ষীণ হওয়ায় পার্টি কংগ্রেস নিয়ে উত্‍সাহ হারিয়েছেন দলের একাধিক নেতা৷ তাঁদের সাফ কথা, 'এত টাকা খরচ করে চেন্নাইয়ে গিয়ে কাজের কাজ শেষ পর্যন্ত কিছুই হবে না৷' এই অংশের বক্তব্য, পার্টি কংগ্রেসের পর পশ্চিমবঙ্গে বিশেষ রাজ্য সম্মেলন হলে বরং নেতৃত্ব বদলের সম্ভবনা রয়েছে৷ বিশেষ রাজ্য সম্মেলনে অশোক ঘোষ রাজ্য সম্পাদকের পদ থেকে সরে গেলে পরবর্তীতে কেন্দ্রীয়স্তরেও বদল আসবে বলে মনে করছেন তাঁরা৷ 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...