Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Tuesday, September 24, 2013

বাংলার দুর্জয় ঘাটিতে বেদখল বামেরা! গ্রামের পরে শহরেও ছুটল তৃণমুলের বিজয়রথ!

বাংলার দুর্জয় ঘাটিতে বেদখল বামেরা! গ্রামের পরে শহরেও ছুটল তৃণমুলের বিজয়রথ!

পঞ্চায়েতের পর এবার পুরভোট৷ ফের ভরাডুবি বামেদের৷ বামেদের হাত থেকে যে শুধু পাঁচটির মধ্যে চারটি পুরসভার রাশ বেরিয়ে গিয়েছে, তা-ই নয়, যে সব পুরসভায় এতদিন বামেদের একাধিপত্য ছিল তৃণমূল ঝড়ে সেখানে এবার তারা কার্যত অস্তিত্বহীন৷ গ্রামের পর শহরেও ছুটল তৃণমূলের বিজয় রথ। দক্ষিণবঙ্গের আটটা পুরসভাই তৃণমূলের। কংগ্রেস দুটি পুরবোর্ড ধরে রাখল। বামেরা জিতল মেখলিগঞ্জে


২০০৮ সালে ১২টি পুরসভার মধ্যে ৫টি ছিল বামফ্রন্টের দখলে৷ চারটি পুরসভায় জয়ের মুখ দেখেছিল কংগ্রেস৷ ৩টিতে তৃণমূল৷ ২০০৮ সালে বামেদের দখলে ছিল পানিহাটি, বর্ধমান, চাকদা, বালুরঘাট, মেখলিগঞ্জ পুরসভা৷ তার মধ্যে মেখলিগঞ্জ ছাড়া সবক'টিই এবার বিপুল ভোটের ব্যবধানে ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷


১২টির মধ্যে আটটি পুরসভাতেই ফুটল ঘাসফুল। মঙ্গলবার পানিহাটি, বর্ধমান, চাকদা, বালুরঘাট, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, আলিপুরদুয়ার, ডালখোলা, দুবরাজপুর, হাবড়া, গুসকরা ও ডায়মন্ডহারবার পুরসভার ভোটের ফলাফল দেখে স্পষ্ট অব্যাহতই আছে তৃণমূলের জয়যাত্রা। তবে চাকদা ও বর্ধমানে ভোটের দিনই প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিল বামেরা। অতএব এদিন ১০টি পুরসভার ভাগ্যনিধার্রণ হয়।


গতবার ৩টি পেলেও এবার ১২টি পুরসভার মধ্যে ৮টিই তৃণমূলের দখলে৷ বামেদের হাতছাড়া হয়েছে ৪টি, কংগ্রেসের হাত থেকে ১টি পুরসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷


উল্লেখ্য, ২০০৮-এর পুর নির্বাচনে বামেদের দখল থাকা ৫টির মধ্যে ৪টি পুরসভাতেই এবার থাবা বসিয়েছে তৃণমূল৷ ঘাসফুলের দখলে থাকা ৮টি পুরসভা হল চাকদা, গুসকরা, বালুরঘাট, ডায়মন্ডহারবার, দুবরাজপুর, বর্ধমান, হাবড়া, পানিহাটি৷ বামেদের দখলে শুধুমাত্র মেখলিগঞ্জ৷ হলদিবাড়ি, ডালখোলা পুরসভা দখল করেছে কংগ্রেস৷


বামেদের হাত থাকা বর্ধমান পুরসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ মোট ৩৫টি ওয়ার্ডেই ঘাসফুল ফুটেছে৷ গতবার বামেরা জিতেছিল ৩০টিতে৷ তৃণমূল ৫টিতে৷ আবার পানিহাটি পুরসভার ৩৫টি মধ্যে ৩০টি ওয়ার্ডে জয় তৃণমূলের৷ ৩টি কংগ্রেস, ২টি আসন পেয়েছে বামেরা৷ পানিহাটিতে গতবার বামেদের দখলে ছিল ২২টি ওয়ার্ড৷ তৃণমূলের ঝুলিতে ৮টি৷ এমনকী বামেদের হাতে থাকা চাকদা পুরসভাও এবার ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ ২১টির মধ্যে সবকটি ওয়ার্ডেই জয়ী তৃণমূল৷ গতবার বামেরা পেয়েছিল ২০টি, ১টি তৃণমূল৷


পরিবর্তনের হাওয়া বালুরঘাটেও৷ সেখানেও বামেদের হাতে থাকা পুরসভার দখল নিল তৃণমূল৷ ২৫টির মধ্যে ১৪টি ওয়ার্ডই তৃণমূলের দখলে৷ ১১টি ওয়ার্ডে জয়ী বামেরা৷ গতবার ওয়ার্ড ছিল ২৩টি৷ বামেরা পেয়েছিল ২২, কংগ্রেস ১টি৷


কিন্তু মেখলিগঞ্জ পুরসভা দখলে রাখতে সক্ষম বামেরা৷ ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টিই পেয়েছে ফরওয়ার্ড ব্লক৷ ১টি পেয়েছে কংগ্রেস৷ গতবার ৯টি আসনের মধ্যে সবগুলিই বামেদের দখলে ছিল৷


এদিকে কংগ্রেসের দখলে থাকা চারটি পুরসভার মধ্যে ১টি ছিনিয়ে নিয়েছে তৃণমূল৷ একটিতে ত্রিশঙ্কু৷ দুটি পুরসভাতেই নিজের আধিপত্য কায়েম রাখতে পেরেছে কংগ্রেস।


ডালখোলা পুরসভা ধরে রাখল কংগ্রেস৷ ১৬টি ওয়ার্ডের মধ্যে ৯টি কংগ্রেসের, ২টি তৃণমূল, ৪টি বামেদের৷ একটি ওয়ার্ডে গণনা হয়নি৷ ২০০৮-এ আসন ছিল ১৪টি৷ তার মধ্যে কংগ্রেসের দখলে ছিল ৯টি বামেদের ৫টি৷ হলদিবাড়িতেও ক্ষমতা ধরে রাখল কংগ্রেস৷ ১১টি ওয়ার্ডের মধ্যে ৬টি কংগ্রেসের, ৩টি তৃণমূলের, ২টি বামেদের৷ তবে কংগ্রেসের হাতে থাকা আলিপুরদুয়ার পুরসভা এবার ত্রিশঙ্কু৷ ২০টি ওয়ার্ডের মধ্যে বামেরা ৮টি ও কংগ্রেস ও তৃণমূল ৬টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে৷


দুবরাজপুর পুরসভা কংগ্রেসের হাতছাড়া হয়েছে। ১৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৯, বামেরা ১, কংগ্রেস ৪, বিজেপি ২ ওয়ার্ডে জয়ী৷ ২০০৮-এ আসন ছিল ১৫টি৷ সে সময় কংগ্রেসের দখলে ছিল ৬টি, বামেদের ৫, তৃণমূল ও নির্দল ১টি করে, বিজেপি ২টি৷


২০০৮-এর পুর নির্বাচনে তৃণমূলের দখলে ছিল ৩টি পুরসভা৷ হাবড়া, গুসকরা ও ডায়মন্ডহারবার৷ এবারও এই তিনটি পুরসভা তৃণমূলেরই দখলে৷ হাবড়া পুরসভার ২৪টির মধ্যে ১৫টি ওয়ার্ডে জয় তৃণমূলের, ৮টি ওয়ার্ডে জয় বামেদের, কংগ্রেস একটি৷ গুসকরা পুরসভাও দখলে রাখতে পেরেছে তৃণমূল৷ ১৬টির মধ্যে ১১টি ওয়ার্ডে জয়ী শাসকদল৷ ৫ ওয়ার্ডে জয়ী বামেরা৷


ডায়মন্ডহারবার পুরসভাতেও ক্ষমতা ধরে রাখল তৃণমূলই৷ ১৬টির মধ্যে ১০টি তৃণমূল, ১টি বিজেপি, ৩টি বাম, ১টি নির্দল ও পিডিএস ১টি আসন৷ গত পুরভোটেও ১১টি আসন পেয়েছিল তৃণমূল৷ বাম ১, বিজেপি ২, কংগ্রেস ১, পিডিএস ১৷


এক নজরে দেখে নেওয়া যাক, সেই চারটির মধ্যে কোন পুরসভায় বামেদের কী হাল?

পানিহাটি পুরসভায় মোট আসন ৩৫টি৷ ২০০৮ সালে তার মধ্যে ২২টি আসন পেয়েছিল বামেরা৷ ৮টি আসন পেয়েছিল তৃণমূল৷ চারটি কংগ্রেস এবং ১টি নির্দল৷

এবারে সেখানে বামেদের আসন সংখ্যা কমে এসে ঠেকেছে মাত্র দু'টিতে৷ অন্যদিকে, তৃণমূল জয়ী ৩০টি আসনে৷ কংগ্রেস পেয়েছে ৩টি আসন৷

বর্ধমান পুরসভায় মোট আসন ৩৫টি৷ ২০০৮ সালে বামফ্রন্ট পেয়েছিল ৩০টি আসন৷ তৃণমূল পেয়েছিল ৫টি আসন৷ এবার সেখানে ৩৫টি আসনই তৃণমূলের দখলে৷

চাকদা পুরসভায় মোট আসন সংখ্যা ২১টি৷ ২০০৮ সালে এই পুরসভায় বামেরা পেয়েছিল ২০টি আসন৷ বাকি ১টিতে জিতেছিল তৃণমূল৷ এখানেও এবার সবক'টি আসনে জয়ী তৃণমূল৷

বালুরঘাট পুরসভায় ২০০৮ সালে আসন সংখ্যা ছিল ২৩টি৷ তার মধ্যে বামেরা পেয়েছিল ২২টি, কংগ্রেস ১টি আসন৷ এবার এই পুরসভায় আসন সংখ্যা ২৫টি৷ তার মধ্যে বামেরা জিতেছে মাত্র ১১টি আসনে৷ বাকি ১৪টিতে তৃণমূল৷


একমাত্র মেখলিগঞ্জ পুরসভা বামেরা ধরে রাখলেও, সেখানে তাদের একক কর্তৃত্ব বজায় রইল না৷২০০৮ সালে মেখলিগঞ্জ পুরসভার ৯টি আসনের মধ্যে ৯টিই পকেটে পুরেছিল বামেরা৷ এবার সেখানে ৮টি আসনে জয়ী ফরওয়ার্ড ব্লক৷ ১টিতে কংগ্রেস৷

এছাড়া হলদিবাড়ি, আলিপুরদুয়ার, ডালখোলা, দুবরাজপুর, হাবড়া পুরসভাতেও বামেদের আসন কমেছে৷ গুসকরায় বামেদের আসন সংখ্যা একই রয়েছে৷ তবে, ডায়মণ্ডহারবারে বামেদের আসন সংখ্যা বেড়েছে৷

এর মধ্যে বর্ধমানে ভোট বয়কটের ডাক দিয়েছে বামেরা৷ চাকদাতেও তারা প্রার্থীপদ প্রত্যাহার করেছে৷ রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বিপর্যয় আঁচ করেই কি অজুহাতের রাস্তা খোলা রাখতে এই সিদ্ধান্ত? যদিও, জেলা নেতৃত্ব সেকথা মানতে নারাজ৷

সম্প্রতি পঞ্চায়েত ভোটেও ১৭টির মধ্যে ১৩টি জেলা পরিষদ দখল করেছে তৃণমূল৷ তবে গ্রামের পর শহরের সমর্থনও যে এখনও তৃণমূলের পাশে, পুরভোটের দাপটেও তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল৷


DISTRICT

MUNICIPALITY

TOTAL SEATS

TMC

LEFT

CONG

BJP

OTHERS

WIN

কোচবিহার

মেখলিগঞ্জ

9

0

8

1

0

0

বামফ্রন্ট

কোচবিহার

হলদিবাড়ি

11

2

2

6

0

1

কংগ্রেস

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

20

6

8

6

0

0

ত্রিশঙ্কু

দক্ষিণ দিনাজপুর

বালুরঘাট

25

14

11

0

0

0

তৃণমূল

দক্ষিণ দিনাজপুর

ডালখোলা

16

2

4

8

0

1

কংগ্রেস

নদিয়া

চাকদহ

21

21

0

0

0

0

তৃণমূল


DISTRICT

MUNICIPALITY

TOTAL SEATS

TMC

LEFT

CONG

BJP

OTHERS

WIN

উত্তর ২৪ পরগনা

পানিহাটি

35

30

2

3

0

0

তৃণমূল

উত্তর ২৪ পরগনা

হাবড়া

24

15

8

1

0

0

তৃণমূল

উত্তর ২৪ পরগনা

ডায়মন্ড হারবার

16

10

3

0

1

2

তৃণমূল

বর্ধমান

বর্ধমান টাউন

35

35

0

0

0

0

তৃণমূল

বর্ধমান

গুসকরা

16

11

5

0

0

0

তৃণমূল

বীরভূম

দুবরাজপুর

16

9

1

4

2

0

তৃণমূল



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...