১৭টি বন্ধ চা বাগানের ১৪০০ শ্রমিক (আনুমানিক) মারা গেছেন অনাহার আর অপুষ্টিতে!
1400 hundred starving workers of Bengal tea Gardens succumbed!
২০০০ থেকে ২০১৫ – ১৭টি বন্ধ চা বাগানের ১৪০০ শ্রমিক (আনুমানিক) মারা গেছেন অনাহার আর অপুষ্টিতে। আমাদের সহ নাগরিকেরা খেতে না পেয়ে মারা যাচ্ছেন; আরও কত আগুনিত চা-শ্রমিক অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন আর একটু একটু করে এগিয়ে চলেছে্ন এক বেদনাদায়ক নিশ্চিত মৃত্যুর দিকে, আমরা জানি না। কিন্ত আমরা কি শুধুই দেখবো আর চায়ের পেয়ালায় তুফান ছুটিয়ে আলোচনায় মগ্ন থাকবো? নাকি এদের এই ভয়ঙ্কর বিপদের দিনে তাদের পাশে দাঁড়াবো? বন্ধুরা – আমাদের পথ দেখান। আপনাদের নির্দিষ্ট মতামত জানান। আপনাদের দেওয়া উপদেশগুলিকে একত্রিত করেই আমরা আমাদের ভবিষ্যৎ কার্যক্রম ঠিক করবো। আপনাদের উপদেশের অপেক্ষায় "মানুষের সাথে মানুষের পাশে"-র এডমিন টিম।
বিঃদ্রঃ সবাকার কাছে অনুরধ, দয়া করে আপনাদের অভিমত/উপদেশগুলি কমেন্ট করুন। শুধু লাইক করবেন না।
No comments:
Post a Comment