Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Monday, July 9, 2012

অঘোষিত সফরে আফগানিস্তানে হিলারি

http://khabor.com/2012/07/07/25229986.htm

অঘোষিত সফরে আফগানিস্তানে হিলারি

কাবুল, ৭ জুলাই (বিডিএনএন২৪) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শনিবার এক অঘোষিত সফরে আফগানিস্তান পৌঁছেছেন। শনিবার টোকিওতে অনুষ্ঠেয় একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের প্রাক্কালে হিলারি কাবুল এলেন। ধারণা করা হচ্ছে কাবুল টোকিও সম্মেলনে বেসামরিক খাতে কয়েক বিলিয়ন মার্কিন ডলার সাহায্য চাইবে, হিলারি ক্লিনটনের সফরসঙ্গী পররাষ্ট্র দফতরের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, টোকিও যাওয়ার পথে হিলারি কাবুলে যাত্রা বিরতি করার ইচ্ছা ব্যক্ত করায় তারা এ সফরে এলেন।

হিলারি ক্লিন্টন কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে হামিদ কারজাইয়ের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন। প্রেসিডেন্ট হামিদ কারজাই জাতিসংঘ মহাসচিব বান কি মুনও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে রোববার টোকিও বৈঠকে উপস্থিত থাকবেন। কারজাই আফগানিস্তানের বেসামরিক খাতে বার্ষিক ৪ বিলিয়ন ডলার সাহায়তা চেয়েছেন। বিশ্বব্যাংকের হিসেব মতে আফগানিস্তানের বৈদেশিক সাহায্য নির্ভর অর্থনীতির জন্য প্রতি বছর ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রয়োজন।

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...