Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Friday, March 15, 2013

গণহত্যার জন্য হাসিনার দিকেই আঙুল খালেদার

গণহত্যার জন্য হাসিনার দিকেই আঙুল খালেদার

গণহত্যার জন্য হাসিনার দিকেই আঙুল খালেদার
ঢাকা: 'বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি' (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি হামলা নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত৷ ১৯৭১-এ মুক্তিযুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত জামাত নেতা দেলাওয়ার হোসাইন সইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন অংশে সংঘটিত হয়েছে একাধিক হিংসার ঘটনা৷ সাম্প্রতিক এই হিংসার ঘটনাকে 'গণহত্যা' আখ্যা দিয়ে বিএনপি সভানেত্রী খালেদা জিয়া তার দায় চাপালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর৷ 

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলের এক সমাবেশে হঠাত্ই পেট্রোল বোমা ফাটে৷ চলে ভাঙচুর৷ এর পরই পুলিশি তল্লাশি চলে বিএনপির কার্যালয়ে৷ গ্রেপ্তার হন বিএনপির শতাধিক নেতা৷ পুলিশের দাবি, কার্যালয় থেকে মিলেছে বেশ কিছু পেট্রোল বোমা৷ সোমবারের পুলিশি হামলার পর বুধবার দলীয় সভানেত্রী খালেদা জিয়া তছনছ হওয়া ওই কার্যালয় ঘুরে দেখেন৷ তার পর নেতা কর্মীদের এক সমাবেশে বিরোধী নেত্রী হুঁশিয়ারি দেন, এই গণহত্যার জন্য বর্তমান সরকারের সব নেতানেত্রীকেই বিচারের সম্মুখীন হতে হবে৷ 

খালেদা জিয়ার দাবি, 'পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করে এ পর্যন্ত কমপক্ষে ১৭০ জনকে হত্যা করেছে৷ এর জন্য দায়ী বর্তমান প্রধানমন্ত্রী৷ তিনি কোনওভাবেই এ দায় এড়াতে পারেন না৷ এই গণহত্যার জন্য আবারও বিচার হবে, ট্রাইব্যুনালও হবে৷' 

বুধবার সন্ধ্যে ৬টা নাগাদ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান খালেদা জিয়া৷ দলের হাজার হাজার নেতা-কর্মী স্লোগান ও করতালিতে তাঁকে স্বাগত জানান৷ বিএনপি সভানেত্রী ঘুরে দেখেন ভাঙচুর হওয়া কার্যালয়৷ এর পর দলীয় সম্মেলনে তিনি অভিযোগ জানান, পুলিশ তল্লাশির নামে তাঁদের আসবাবপত্র তছনছ করেছে, নষ্ট করেছে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র৷ লুঠ হয়েছে কম্পিউটার ও নগদ টাকা-সহ মূল্যবান জিনিসপত্র৷ 

এ দিন শাহবাগের গণজাগরণ মঞ্চের সমালোচনা করে খালেদা সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, 'এই যে মঞ্চ বানাচ্ছেন আর পাহারা দিচ্ছেন, এ সব বন্ধ করুন৷ না হলে যখন সত্যিই জনগণের মঞ্চ তৈরি হবে, তখন আর কেউ আপনাদের বাঁচাতে পারবে না৷' সাম্প্রতিক অশান্ত পরিবেশে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে তিনি বলেন, 'এই সরকারকে আর সময় দেওয়া যায় না৷ সরকার এক দিকে আমাদের মিটিং-মিছিলে গুলি করছে, অন্য দিকে বিধর্মী, নাস্তিকদের লালন করছে৷ নিজেদের অপকর্ম এবং দুর্নীতি চাপা দিয়ে মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরানোর জন্যই তারা এ ধরনের কাজ করছে৷' 

স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেও এ দিন অভিযোগের আঙুল তোলেন বিরোধী নেত্রী৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজাকার বলে দাবি করে তিনি অভিযোগ করেন, আওয়ামি লীগে বহু রাজাকার রয়েছে, তাঁদের আগে ধরতে হবে৷ যুদ্ধোপরাধের বিচারের সমালোচনা করে তিনি বলেন,'আমরাও যুদ্ধোপরাধের বিচার চাই, তবে সে বিচার হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের৷ আমরা ক্ষমতায় এলে সেই বিচার করব৷' 

সংখ্যালঘুদের ওপর সরকারি হামলার অভিযোগ তুলে তিনি জানান, তাঁর দল সংখ্যালঘুদের পাশে রয়েছে৷ বিএনপি কার্যালয় থেকে গ্রেন্তার হওয়া নেতা কর্মীদের বৃহস্পতিবারের মধ্যে মুক্তি দেওয়া না হলে ১৮ ও ১৯ তারিখ দেশজুড়ে হরতালের আহ্বানও জানান তিনি৷ 

অন্য দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দাবি করেন, বিএনপি কার্যালয়ে অভিযান নিয়ে সরকারের তরফে দেওয়া প্রেসনোট সর্বৈব মিথ্যা৷ পুলিশের তরফে দাবি করা হয়েছিল, বিএনপির কার্যালয় থেকে বেশ কিছু পেট্রোল বোমা মিলেছে৷ সেই দাবিকে নস্যাত্ করে তিনি বলেন,' এ ধরনের হামলা অতীতে কখনও ঘটেনি৷ পুলিশ গুলি করতে করতে কার্যালয়ে প্রবেশ করে৷' পুলিশই ওই কার্যালয়ে বোমা রেখেছেন বলেও অভিযোগ করেন তিনি৷ জানান, সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন বিভেদ সৃষ্টির রাজনীতি শুরু করেছে৷ 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...