Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Monday, July 22, 2013

বিদেশি বিনিয়োগে আরও সংস্কার, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগে আরও সংস্কার, ইঙ্গিত প্রধানমন্ত্রীর

বিদেশি বিনিয়োগে আরও সংস্কার, ইঙ্গিত প্রধানমন্ত্রীর
অ্যাসোচ্যামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী৷ শুক্রবার নয়াদিল্লিতে ---মহম্মদ ইলিয়াস৷
নয়াদিল্লি: অর্থনৈতিক বৃদ্ধির বাড়াতে শীঘ্রই আরও সংস্কারের ঘোষণা করবে সরকার৷ বণিকসভা অ্যাসোচ্যামের ৯২ তম বার্ষিক সভায় শিল্পমহলকে আশ্বস্ত করে একথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ তিনি বলেন, 'প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের লগ্নির নিয়ম আরও শিথিল করা হবে৷' মঙ্গলবারই টেলিকম, বিমা সহ ১৩টি ক্ষেত্রে বিদেশি লগ্নির ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিয়েছে সরকার৷ পাশাপাশি, একাধিক ক্ষেত্রে উন্নয়ন পর্ষদের অনুমতি বিনা বিদেশি বিনিয়োগের সীমাও বাড়ানো হয়েছে৷ অর্থমন্ত্রী পি চিদম্বরমও সম্প্রতি বলেছেন আরও আর্থিক সংস্কারের পথে হাঁটবে সরকার৷ প্রধানমন্ত্রী অবশ্য এ দিন স্বীকার করেন, বাজেট লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশে পৌঁছতে পারবে না৷ তিনি জানান, একক ব্র্যান্ডের খুচরো পণ্যে পুরোপুরি বিদেশি লগ্নির অনুমোদন থাকলেও বহু ব্র্যান্ডে খুচরো পণ্য, অসামরিক বিমান পরিবহণ ও বিদ্যুত্‍ ক্ষেত্রে আরও সংস্কারের ঘোষণা হবে শীঘ্রই৷ বিভিন্ন নিয়ামকের কাছে পড়ে থাকা প্রকল্পে দ্রুত অনুমোদন ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান৷

ডলারের তুলনায় টাকার পতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, টাকার দরে পতনই আপাতত সবচেয়ে বড় চিন্তার কারণ৷ টাকার দরে স্থিতিশীলতা আনার সব চেষ্টা চলছে৷ বৈদেশিক বাণিজ্যের চলতি খাতে ঘাটতি রুখতেও সব চেষ্টা করা হবে৷ তবে, মনমোহন সিং বলেন, চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ২০১২ -১৩ অর্থবর্ষের চেয়ে বেশি হবে৷ স্বল্প মেয়াদে টাকার চাহিদা বাড়াতে বন্ড বিক্রির মাধ্যমে বাজার থেকে ১২ হাজার কোটি তোলার কথা ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ কিন্ত্ত বৃহস্পতিবার সরকারি ঋণপত্রের সেই নিলাম সফল হয়নি৷ প্রধানমন্ত্রী ব্যবসায়ী মহলকে আশ্বস্ত করে বলেন, আরবিআইয়ের পদক্ষেপ দীর্ঘ-মেয়াদি সুদের হার বাড়ানোর জন্য নয়৷ ঋণনীতির সঙ্গে এই পদক্ষেপকে গুলিয়ে ফেলা ঠিক হবে না৷ 'আমার বিশ্বাস, টাকার উপর সাময়িক চাপ কাটাতেই আরবিআই এই পদক্ষেপগুলি করেছে৷ টাকার দর স্থিতিশীল হলে আরবিআই সিদ্ধান্তগুলি প্রত্যাহার করবে৷' ডলারের নিরিখে টাকার দর পড়লে দেশের আমদানি খরচ বৃদ্ধি পাবে৷ এর জেরে দেশের বৈদেশিক বাণিজ্যের চলতি খাতের ঘাটতি বাড়বে৷ চলতি খাতে ঘাটতি বাড়লে সুদ কমানোর পথে হাঁটবে না রিজার্ভ ব্যাঙ্ক৷ প্রধানমন্ত্রী বলেন, আগামী কয়েক বছরে চলতি খাতের ঘাটতি নেমে জাতীয় উত্পাদনের ২.৫ শতাংশে নামিয়ে আনা হবে৷ এর জন্য আর্থিক নীতি, ঋণনীতি ও সরবরাহ বাড়নোর মতো সব ব্যবস্থাই নেওয়া হবে৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...