Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Tuesday, May 26, 2015

ভূমিকম্পের এক মাস ভয়াবহ সেই মুহূর্তকে স্মরণ করল নেপাল

ভূমিকম্পের এক মাস

ভয়াবহ সেই মুহূর্তকে স্মরণ করল নেপাল


গতকাল ধরাহরার সামনে স্মরণসভার আয়োজন করে নতুন একটি রাজনৈতিক দল বিবেকশীল নেপালি। দলটির কর্মীরা বলেন, ভূমিকম্প কেবল তাদের ঘরবাড়ি ধ্বংস করেই ক্ষান্ত হয়নি, অসংখ্য মানুষকে করেছে কর্মহীন।
৪১ বছর বয়সী দিল মায়া রাই এখনো একটি তাঁবুতে থাকেন। তিনি বললেন, 'কোথাও একটা বাড়ি ভাড়া পাইনি। যে কার্পেট কারখানায় কাজ করতাম তাও ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে। এখন কেমন করে চলব তা জানি না।' 
২৫ এপ্রিলের পর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে আবার ভূমিকম্প আঘাত হানে গত ১২ মে। সরকারি হিসাবে, নেপালে ভূমিকম্পে ক্ষতির পরিমাণ এক হাজার কোটি ডলার। নেপালের বার্ষিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এটি অর্ধেক। ভূমিকম্পে দেশটির আয়ের গুরুত্বপূর্ণ পর্যটন খাত একেবারে পঙ্গু হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই খাত পুনর্গঠন করা দুরূহ একটি বিষয়। 
দুই দফার ভূমিকম্পে প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। খাদ্য, সুপেয় পানি এবং আশ্রয়ের জন্য এখনো হাহাকার করছে হাজার হাজার মানুষ। নেপালে জাতিসংঘের মানবিক সহযোগিতা কর্মসূচির প্রধান জেমি ম্যাকগোল্ডরিক বলছেন, আগামী মাসের বন্যা আসার আগেই এসব মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত খাদ্যের সংস্থান করতে হবে। 
নেপালে ত্রাণ তৎপরতা চালাচ্ছে ২০টির বেশি দেশ। ত্রাণ তৎপরতা চালাতে প্রয়োজনীয় ৪১৫ কোটি ডলারের মধ্যে মাত্র এক-পঞ্চমাংশ পাওয়া গেছে এ যাবৎ। 
নেপালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থনীতিবিদ চন্দন সাপকোতা বলছেন, এ বছর দেশটির প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৮ শতাংশে নামবে।

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...