Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Thursday, July 2, 2015

আরামবাগে বিপিএল ভবনে সন্ত্রাসী হামলা ॥ ভাড়াটিয়াদের হুমকি

আরামবাগে বিপিএল ভবনে সন্ত্রাসী হামলা ॥ ভাড়াটিয়াদের হুমকি
স্টাফ রিপোর্টার : রাজধানীর আরামবাগে বাংলাদেশ পাবলিকেশন্স লি:-বিপিএল ভবনে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা দফায় দফায় ভবনে প্রবেশ করে ভাড়াটিয়াদের হুমকি দিয়েছে। মারধর করেছে কর্মকর্তা-কর্মচারীদের। এ নিয়ে অফিসের ভাড়াটিয়ারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
৮৯/১, আরামবাগে  বাংলাদেশ পাবলিকেশন্স লি: বিপিএল-এর ৩টি ভবন রয়েছে। দৈনিক সংগ্রাম বিপিএল এরই একটি প্রতিষ্ঠান। আরামবাগে বিপিএল-এর অধীনে আরো একটি পত্রিকা প্রকাশনার কাজ চলছে। সাড়ে ৩ হাজার শেয়ার হোল্ডারের মালিকানাধীন প্রতিষ্ঠান বিপিএল।
জানা যায়, গত ২৫ জুন রাত সাড়ে আটটার দিকে ১০-১২ জন সন্ত্রাসী স্থানীয় কাউন্সিলরের লোক পরিচয় দিয়ে বিপিএল ভবনে আসে। এ সময় তারা সকল ভাড়াটিয়াকে ৩০ জুনের মধ্যে রুম খালি করে দেয়ার হুমকি দেয়। 
গত বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মমিনুল হক সাঈদ-এর লোক পরিচয়ে ১০-১২ জনের একদল সন্ত্রাসী বিপিএল ভবনের ২য় তলায় কোম্পানির অফিস কক্ষে কমান্ডো স্টাইলে প্রবেশ করে এবং এসেই বলে 'অফিসের কর্মচারী কে কে আছো আমাদের সাথে কমিশনার কার্যালয়ে চলো'। 
তারা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে ৩ জন অফিস স্টাফকে জোরপূর্বক কাউন্সিলর কার্যালয়ে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর কাউন্সিলরের লোকজন এসে ৫টি রুমে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা আবারো ভাড়াটিয়াদের হুমকি ধমকি দেয় এবং ৭ তারিখ থেকে সকল ভাড়া কাউন্সিলরের কার্যালয়ে পৌঁছে দিতে বলে যায়।  ২/১ জন ভাড়াটিয়া প্রতিবাদ করলে তাদেরকে চর-থাপ্পর ও কিল-ঘুষি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে একজন অফিস স্টাফকে ছেড়ে দিলেও অন্য ২ জনকে কাউন্সিলরের কার্যালয়ে আটকে রাখে। এ সময় ২ জনকে ব্যাপক হুমকি ধমকি দেয়া হয়। 
এরপর কাউন্সিলর আবারো তার লোকজন বিপিএল অফিসে পাঠায়। তারা সমস্ত ফাইলপত্র তছনছ ও ঘাটাঘাটি করে দলিল, খাজনা খারিজের পরচা, নামজারী, সিটি কর্পোরেশন ট্যাক্সের কাগজপত্রের ফাইলসহ ভাড়া রেজিস্ট্রার, ব্যাংক লেজার, ভাড়াটিয়াদের তালিকা, গ্যাস, বিদ্যুৎ বিল রেজিস্ট্রার ও বিলের কপি এবং বিপিএল ভবনের মূল্যবান নথিপত্র, প্রত্যেক রুমের চাবি নিয়ে নিজেরাই তালা লাগিয়ে দেয় এবং অফিসের স্টাফ ২ জনকে ছেড়ে দেয়। 
এ নিয়ে অফিসের ভাড়াটিয়ারা চরম আতংকের মধ্যে রয়েছে, নিরাপত্তা হীনতায় ভুগছে। এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর মমিনুল হক সাঈদ জানান, এ বিষয়টি আমি জানি না। সারাদিন আমি মোবাইল কোর্ট নিয়ে ব্যস্ত ছিলাম। কেউ হয়তো আমার নাম নিয়ে অপকর্ম করতে পারে। তাই বিষয়টি পুলিশকে জানান।
এ দিকে গতকাল বিকেলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।




__._,_.___

Posted by: Shah Abdul Hannan <shah_abdul_hannan@yahoo.com>

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...