ইন্দোর: হিন্দু ধর্মগ্রন্থ 'শ্রীমদ্ভগবদ্গীতা' এবার সরাসরি সরকারি স্কুলের সিলেবাসে! বিজেপি-চালিত রাজ্য সরকারের কল্যাণে এমনটাই ঘটতে চলেছে মধ্যপ্রদেশে৷ শিক্ষার 'গৈরিকীকরণ' নিয়ে যতই সমালোচনা হোক, সিদ্ধান্তে অনড় থাকারই ইঙ্গিত দিয়েছে মধ্যপ্রদেশে সরকার৷ এই পদক্ষেপের নিন্দায় সরব হয়েছে কংগ্রেস৷
এ মাসের শুরুর দিকে মধ্যপ্রদেশের রাজ্য গেজেটে প্রকাশিত একটি নির্দেশিকা জানাচ্ছে, নবম থেকে একাদশ শ্রেণীর 'বিশেষ হিন্দি'র পাঠ্যতালিকায় গীতা-র বিভিন্ন পর্ব সম্পর্কিত বেশ কয়েকটি অধ্যায় ঢোকানো হবে৷ রাজ্যের মাধ্যমিক শিক্ষা মণ্ডলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ চলতি ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর করা হবে৷ নির্দেশিকায় আরো বলা হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর 'ইংলিশ স্পেশাল' বিষয়ের সিলেবাসের ক্ষেত্রেও মধ্যপ্রদেশ সরকারের একই পরিকল্পনা রয়েছে৷
সূত্রের খবর, প্রবল সমালোচনার মধ্যেও গত তিন বছর ধরে গীতা-র কিছু অংশ সরকারি পাঠ্যতালিকায় নিয়ে আসার ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে মধ্যপ্রদেশের বিজেপি-চালিত সরকার৷ সরকারি প্রচার বলছে, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে 'সনাতন মূল্যবোধ ও নীবিবোধ' জাগানোর উদ্দেশ্যেই সরকার তাদের গীতা সম্বন্ধে জানাতে চায়৷
সরকারি এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক৷ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজার বক্তব্য, 'বিজেপি স্কুলশিক্ষায় গৈরিকীকরণকে প্রশ্রয় দিচ্ছে৷ কারণ তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সুনজরে থাকতে চায়৷ ওরা ভুলে গিয়েছে যে এ রাজ্যে সমস্ত জাতি-ধর্মের মানুষ বসবাস করে৷ এই যুক্তি মেনে স্কুলের সিলেবাসে গীতা-র পাশাপাশি বাইবেল, গুরু গ্রন্থ সাহিব এবং কোরানের অংশবিশেষও অন্তর্ভুক্ত করা দরকার৷'
এ মাসের শুরুর দিকে মধ্যপ্রদেশের রাজ্য গেজেটে প্রকাশিত একটি নির্দেশিকা জানাচ্ছে, নবম থেকে একাদশ শ্রেণীর 'বিশেষ হিন্দি'র পাঠ্যতালিকায় গীতা-র বিভিন্ন পর্ব সম্পর্কিত বেশ কয়েকটি অধ্যায় ঢোকানো হবে৷ রাজ্যের মাধ্যমিক শিক্ষা মণ্ডলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ চলতি ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর করা হবে৷ নির্দেশিকায় আরো বলা হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর 'ইংলিশ স্পেশাল' বিষয়ের সিলেবাসের ক্ষেত্রেও মধ্যপ্রদেশ সরকারের একই পরিকল্পনা রয়েছে৷
সূত্রের খবর, প্রবল সমালোচনার মধ্যেও গত তিন বছর ধরে গীতা-র কিছু অংশ সরকারি পাঠ্যতালিকায় নিয়ে আসার ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে মধ্যপ্রদেশের বিজেপি-চালিত সরকার৷ সরকারি প্রচার বলছে, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে 'সনাতন মূল্যবোধ ও নীবিবোধ' জাগানোর উদ্দেশ্যেই সরকার তাদের গীতা সম্বন্ধে জানাতে চায়৷
সরকারি এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক৷ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজার বক্তব্য, 'বিজেপি স্কুলশিক্ষায় গৈরিকীকরণকে প্রশ্রয় দিচ্ছে৷ কারণ তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সুনজরে থাকতে চায়৷ ওরা ভুলে গিয়েছে যে এ রাজ্যে সমস্ত জাতি-ধর্মের মানুষ বসবাস করে৷ এই যুক্তি মেনে স্কুলের সিলেবাসে গীতা-র পাশাপাশি বাইবেল, গুরু গ্রন্থ সাহিব এবং কোরানের অংশবিশেষও অন্তর্ভুক্ত করা দরকার৷'
No comments:
Post a Comment