Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Sunday, September 15, 2013

আশায় বুক বাঁধছে কামদুনি, রানিতলা-খরজুনাও

আশায় বুক বাঁধছে কামদুনি, রানিতলা-খরজুনাও
আশায় বুক বাঁধছে কামদুনি, রানিতলা-খরজুনাও
শীর্ষেন্দু গোস্বামী ও অতনু সাহা


বহরমপুর ও বারাসত: নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় অপরাধীদের ফাঁসির রায়ে আশায় বুক বাঁধছে কামদুনি-রানিতলা-খরজুনা৷ এই রায় যথার্থ বলে মনে করে এই তিন এলাকার বাসিন্দারাও চাইছেন অপরাধীদের মৃত্যুদণ্ড৷ দিনভর তিনটি জায়গারই চোখ ছিল টেলিভিশনের পর্দায়৷

কামদুনির 'অপরাজিতা'র বাবা-মা দু'জনেই শুক্রবার জানিয়েছেন, 'দিল্লির ঘটনায় তো নয় মাসের মধ্যে রায় ঘোষণা হল৷ আমাদের মেয়ের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী বলেছিলেন, এক মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা হবে৷ তিন মাস তো হয়ে গেল৷ দেখি কী হয়! তবে আমরা অপরাধীদের ফাঁসিই চাই৷' কামদুনির প্রতিবাদী আন্দোলনের নেত্রী টুম্পা কয়াল, মৌসুমী কয়ালও জানিয়েছেন, 'কামদুনির ঘটনায় আমরা সকলেই ফাঁসি চাই৷'

এই রায়ের প্রতীক্ষায় ছিল মুর্শিদাবাদের খরজুনাও৷ গত ২৩ জুন ভোরে স্থানীয় এক উপস্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় এক গৃহবধূকে৷ যে ঘটনায় প্রকাশ দাশ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়৷ পুলিশের জেরার মুখে সে খুনের কথা স্বীকারও করে৷ এদিন টেলিভিশনে দিল্লির ঘটনার রায় শুনে মহিলার দুই সন্তানও ঠাকুমার কোলে বসে জানাল, 'আমাদের মাকে যে খুন করেছে, তারও যেন ফাঁসিই হয়৷' ঘটনা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলার স্বামীও৷ এদিন তিনি বলেন, 'ফাঁসি না-হলে, ও তো বেরিয়ে এসে আবার কোনও মহিলার জীবন নষ্ট করবে৷' স্থানীয় স্কুলশিক্ষক জিতেন ঘোষের মতে, একজনের ফাঁসি হলে, এমন ঘৃণ্য অপরাধ করার আগে দু'বার ভাবতে বাধ্য হবে অপরাধীরা৷

সন্ধ্যায় বাথরুম করতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি মুর্শিদাবাদের রানিতলার নবম শ্রেণির ছাত্রীটিও৷ দিন চারেক বাদে দুই কিলোমিটার দূরে পাটখেতে শেয়ালে খাওয়া লাশ মেলে তাঁর৷ পরিবারের তরফে শনাক্তকরণের পরে হকদার শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ পরিবারের তরফে ধর্ষণ ও খুনের অভিযোগ করা হয়৷ সেই ছাত্রীর সহপাঠীরাও দোষীকে উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তায় নামে৷ শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী থেকে দিল্লি পর্যন্ত দরবারও করে রানিতলা৷ এদিন সকাল থেকে সেই বাড়িতেও চলেছে টেলিভিশন৷ মেয়ের মা আর দাদা বলেছেন, 'ওদের যখন ফাঁসির আদেশ হয়েছে, তখন হকদারেরও নিশ্চয়ই ফাঁসি হবে৷ তা হলে আমাদের মেয়েটার আত্মা হয়তো শান্তি পাবে৷'

রানিতলা ও খরজুনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেছেন, অপরাধীরা যাতে কঠোর শাস্তি পায়, সে জন্য চেষ্টা করছে পুলিশ৷ রানিতলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলেও, খরজুনার ঘটনায় ফরেন্সিক রিপোর্ট এখনও না মেলায় চার্জশিট দাখিল করা যায়নি৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...