Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Sunday, September 15, 2013

আইনজীবীর বেফাঁস কথায় ফের বিতর্ক নির্ভয়া মামলায়

আইনজীবীর বেফাঁস কথায় ফের বিতর্ক নির্ভয়া মামলায়
আইনজীবীর বেফাঁস কথায় ফের বিতর্ক নির্ভয়া মামলায়
এই সময়, নয়াদিল্লি ও মুম্বই: নির্ভয়া গণধর্ষণ মামলার রায় কি আদৌ কোনও বদল আনতে পেরেছে দৃষ্টিভঙ্গিতে? প্রশ্নটা তুলে দিল এই মামলার দুই অভিযুক্তের আইনজীবী এপি সিংয়ের একটি মন্তব্য৷ 

শনিবার তিনি দাবি করেন, ১৬ ডিসেম্বর রাতে নির্ভয়ার সঙ্গে যা ঘটেছে তার দায় তাঁর বাবা-মায়ের৷ এ পি সিংয়ের কথায়, 'আমার মেয়ে যদি ওই ভাবে বিয়ের আগে যৌন সম্পর্কে লিপ্ত হত, কিংবা রাতের বেলা প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াত, আমি নিজে হাতে জ্যান্ত পুড়িয়ে মারতাম তাকে৷ সমস্ত বাবা-মায়ের এটাই করা উচিত৷' এর আগে এই রায়কে 'অসত্যমেব জয়তে' আখ্যা দিয়েও বিতর্কে জড়ান তিনি৷ 

এপি সিংয়ের মন্তব্যে এ দিন ক্ষোভ প্রকাশ করেছেন নির্ভয়ার বাবা৷ তাঁর বক্তব্য, এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ভারতীয় বিচারব্যবস্থাকে অপমান করছেন ওই আইনজীবী৷ তাঁর কথায়, 'নিজের মেয়ে বা আত্মীয়ের সঙ্গে এমনটা হলে এ কথা বলতে পারতেন উনি?' এই বিতর্ককে হালকা ভাবে নিচ্ছে না দিল্লি বার কাউন্সিলও৷ কাউন্সিলের সচিব মুরারি তিওয়ারি জানিয়েছেন, বিভিন্ন সংগঠনের তরফ থেকে ওই আইনজীবীর মন্তব্যের বিরুদ্ধে নালিশ এসেছে৷ সিংয়ের ওই মন্তব্য তাঁর পেশাগত ব্যবহারবিধির পরিপন্থী এবং এ ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে বার কাউন্সিল ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন তিনি৷ তবে ফাঁসি নিয়ে এ দিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও রাষ্ট্রপুঞ্জের সমালোচনার মুখে পড়েছে ভারত৷ তাদের বক্তব্য, মৃত্যুদণ্ড দিয়ে শুধু প্রতিশোধস্পৃহা চরিতার্থ করা ছাড়া আর কোনও লাভ হয় না৷ 

এর পাশাপাশিই মুম্বইয়ের পুলিশ কমিশনার সত্যপাল সিং এ দিন জানিয়েছেন, চিত্রসাংবাদিক ধর্ষণের ঘটনার চার্জশিটে অভিযুক্তদের ফাঁসির দাবি করবে পুলিশ৷ তাঁর বক্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে বিরলের মধ্যে বিরলতম অপরাধের চার্জ আনা সম্পূর্ণ যুক্তিযুক্ত৷ তার কারণ, এদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে৷ চিত্রসাংবাদিক ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর পরই এক কল সেন্টার কর্মী ধর্ষণের অভিযোগ আনেন ওই একই দলের বিরুদ্ধে৷ দুই ঘটনাতে এক সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে পুলিশ৷ 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...