---------- Forwarded message ----------
From: Desh Bondhu <desh_bondhu@ymail.com>
Date: 2011/12/17
Subject: [bangla-vision] Re.BSF/ হাসিনা আরেক দফা ক্ষমতায় থাকলে ভারতের উদ্দেশ্য পূরণ হবে
Desh-Bondhu,
From: Desh Bondhu <desh_bondhu@ymail.com>
Date: 2011/12/17
Subject: [bangla-vision] Re.BSF/ হাসিনা আরেক দফা ক্ষমতায় থাকলে ভারতের উদ্দেশ্য পূরণ হবে
হাসিনা আরেক দফা ক্ষমতায় থাকলে ভারতের উদ্দেশ্য পূরণ হবে
শনিবার, ১৭ ডিসেম্বর ২০১১ মানবজমিন ডেস্ক: ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) অশোক মেহতা প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি জনগণ এবং সেনাবাহিনীকে নিয়ে আরেক মেয়াদ ক্ষমতায় থাকতে পারবেন? এর মধ্যেই এ অঞ্চলের ভূ-রাজনৈতিক বিষয়টি নির্ভর করছে। এ থেকেই একটি উন্নত কৌশলগত পরিবেশ বেরিয়ে আসবে। শেখ হাসিনা আরেক দফায় ক্ষমতায় আসতে পারলে ভারত যে উদ্দেশ্যে বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছিল তা বাস্তবায়ন হতে পারে। বুধবার রাজধানী নয়াদিল্লিতে '১৯৭১ ওয়ার: ইন্ডিয়া'স গ্রেটেস্ট ভিক্টরি' শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের টু সার্কেল নামের একটি ওয়েবসাইট। বার্তা সংস্থা আইএএনএস'কে উদ্ধৃত করে এতে বলা হয়, ওই সেমিনারে প্রশ্ন তোলা হয়, ৪০ বছর আগে বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রাখার কারণে ভারত কৌশলগতভাবে কি লাভবান হয়েছে? এ সেমিনারের আয়োজক ভারতের সেনাবাহিনীর অর্থায়নে পরিচালিত 'সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ' (সিএলএডব্লিউএস)। এতে ওই প্রশ্নের জবাবে বলা হয়েছে, এ অঞ্চলের ভূ-রাজনীতি থেকেই কৌশলগত পরিবেশ নিঃসৃত হবে। অশোক মেহতা এর আগে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর শেষ হওয়া ভারতীয় বাহিনীর সামরিক অভিযান থেকে শেখা সামরিক অভিজ্ঞতার ব্যাপারে আলোচনা করেন। তিনি বলেন, তখন এক কোটি শরণার্থীকে আশ্রয় দেয়ার বিষয়টি চিন্তা করতে হয়েছিল। ১৯৭১ সালের মার্চে সামরিক অভিযান শুরুর পর এসব শরণার্থী তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) থেকে ভারতে চলে এসেছিল। প্রাথমিকভাবে তখন ওই সব শরণার্থীকে আশ্রয় দেয়ার জন্য সীমান্তবর্তী এলাকাতে সীমিত সামরিক সমাধানের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু এর সঙ্গে অন্য আরও বিষয় একীভূত হওয়ায় আশা করা হচ্ছিল, বাংলাদেশ সৃষ্টি হলে ভারতের পূর্বাংশ উগ্রপন্থিদের অভয়াশ্রমের ঝুঁকি থেকে নিরাপদ থাকবে। বেশ কয়েক বছর এমন কোন নিরাপত্তা পাওয়া যায়নি। বাংলাদেশের স্বাধীনতার প্রবক্তা শেখ মুজিবুর রহমান কয়েক বছর পরই প্রাণ হারান। এরপর সেখানে শাসনের পালাবদল সমস্যাকে আরও জটিল করে তোলে। তিনি বলেন, এখন পরিস্থিতি বদলে গেছে। আমাদের কমান্ডোরা যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। বাংলাদেশের সেনাপ্রধান এনডিএ (ন্যাশনাল ডিফেন্স একাডেমি)-তে এসে পাসিংআউট প্যারেডের অভিবাদন গ্রহণ করছেন। উলফা বিদ্রোহীদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। মেহতা বলেন, শেখ হাসিনা আরেক মেয়াদ জনগণ ও সামরিক বাহিনীকে নিয়ে ক্ষমতায় থাকতে পারলে একদম শুরুতে যে পরিকল্পনা করা হয়েছিল তা বাস্তবায়ন হতে পারে।সর্বশেষ আপডেট শনিবার, ১৭ ডিসেম্বর ২০১১ ০৮:৫৭ |
Desh-Bondhu,
'Desher Kotha Bolay'
Dear All,Anti liberation forces are trying their best to turnish the image of BSF . They never mentioned the utmost sacrifices of BSF in our great liberation war. Read the article below for details.Respectfully,Muhammad Ali Manik, M.D.Adviser , US Awami League.BSF played key role in formation of Bangladesh, says new book
Wednesday, December 02, 2009 1:12:53 AM by IANS ( Leave a comment )New Delhi, Dec 2 (IANS) "Do what you like, but don't get caught." This was then prime minister Indira Gandhi's laconic fiat authorizing the Border Security Force (BSF) to take on Pakistani troops several months before the India-Bangladesh war actually erupted on Dec 3, 1971 - exactly 38 years ago.
So says K.F. Rustamji, a legendary police officer who founded the BSF in 1965 and who was its head when civil war erupted in the then East Pakistan leading to its secession and its birth as independent Bangladesh.In a highly readable book, "The British, The Bandits and The Bordermen" (Wisdom Tree), Rustamji reveals that the Indian Army chief issued orders March 29, 1971, providing limited assistance to Bengali guerrillas pitted against Pakistani troops. After quoting what Indira Gandhi told him, Rustamji says: "Nothing more was spelt out as nothing could be foreseen of the rapid developments that would follow. The direction gave me the liberty to take steps which ultimately produced results."Thus the BSF entered the scene in the midst of a surcharged atmosphere and rising expectations. The Force consisted of a few officers and about 100 men well versed in commando raids, demolition, etc."The Force was organised to carry out tasks in support of the freedom struggle by the people of East Pakistan. The aim was to provide aid to the freedom fighters to carry out their assignment successfully."It was not long before the BSF made contact with the most senior leaders of the Awami League party who had survived the massacres of the Pakistani forces - Tajuddin Ahmad and Amirul Islam. When BSF's Golok Majumdar met them for the first time, they "were barefooted, haggard and disheveled and were wearing a lungi and a singlet. They had walked across from Dacca (Dhaka)".According to the book, edited by P.V. Rajgopal, the BSF played a key role in the formation of the Bangladesh provisional government, in framing its constitution and in selecting a national flag and national anthem. The BSF also contributed to the defection of Pakistan's Deputy High Commissioner in Kolkata - the first instance of its kind as Bengali officers in the diplomatic service gave up their allegiance to Islamabad."According to the plan, all over the (India-Bangladesh) border, the BSF and Mukti Bahini established a compact which made history. What impressed me was the identity of interest."Rustmaji says Indira Gandhi wanted the Indian Army to go into action in East Pakistan in May 1971 but the army chief, General 'Sam' Mankeshaw, refused to oblige."The chief was clear in his mind that he would go into battle only when he was sure of victory and was also confident of having enough men and material on the Sino-Indian border to guard against a thrust from that side."The book says that even after the army got involved in Bangladesh, it leaned on the BSF for coordination with Mukti Bahini and local knowledge."The BSF boys started assisting the Mukti Fauj (later Bahini) in causing subversion and sabotage deep inside East Pakistan and even in district headquarter towns, where cash and weapons were looted and made over to the government of Bangladesh."The book says that at the height of the unrest in East Pakistan, the Soviet and American intelligence agencies tried to infiltrate the ranks of the freedom fighters."The US intelligence agency men were in regular touch with some Awami League leaders and more so with Khondakar Mushtaq Ahmed."In September 1971, Indira Gandhi said she might give the green signal for the Indian military thrust into East Pakistan in the third week of November. The war broke out on Dec 3, 1971, leading within a fortnight to the mass surrender of Pakistani troops and the birth of Bangladesh as an independent nation.
__._,_.___
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/
No comments:
Post a Comment