Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Saturday, June 22, 2013

দুই মেরুর প্রতিবাদে অচল হল দুই প্রান্ত

দুই মেরুর প্রতিবাদে অচল হল দুই প্রান্ত

দুই মেরুর প্রতিবাদে অচল হল দুই প্রান্ত
এই সময় : মধ্য কলকাতায় বুদ্ধিজীবী আর নাগরিকদের লম্বা মিছিল৷ আর ভবানী ভবনে গৌতম দেবের জিজ্ঞাসাবাদ ঘিরে সিপিএম -এসএফআইয়ের অবস্থান কর্মসূচি আলিপুর ও গোপালনগরে৷ শুক্রবার রাজনৈতিক -অরাজনৈতিক দুই ভিন্ন মেরুর কর্মসূচির জোড়া ফলায় বিদ্ধ শহরবাসী৷

উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় তৈরি হয় ব্যাপক যানজট৷ সেই জট ছাড়তে ছা .ডতে বিকেল ছাড়িয়ে প্রায় সন্ধ্যা গড়িয়ে যায়৷ প্রবল গরম আর আর্দ্রতায় যানজটে থমকে থাকা ভিড় বাসে ব্যাপক নাকাল শহরবাসী৷ এ দিন সিআইডি -র জিজ্ঞাসাবাদে হাজির হতে বেলা সাড়ে ১১টা নাগাদ ভবানী ভবনে পৌঁছন সিপিএম নেতা তথা প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেব৷ তার ঘণ্টাখানেক আগে থেকেই ভবানী ভবনের উল্টো দিকের ফুটপাথ ছেয়ে গিয়েছিল সিপিএম ও তার ছাত্র সংগঠন এসএফআইয়ের ভিড়ে৷ গৌতমবাবু পৌঁছনোর আগেই সেই জমায়েত অবস্থান বিক্ষোভে পরিণত হয়৷ আগাম আঁচ করে পুলিশ বেলভেডিয়ার রোড সাড়ে ১০টা থেকেই বন্ধ করে দিয়েছিল৷

১২টা নাগাদ রাস্তার একাংশ খুলে দেওয়া হলেও, তত ক্ষণে বামেদের বেড়ে চলা ভিড়ের চাপে গাড়ির গতি ছিল শামুকের মতো৷ অফিসযাত্রীদের মতো সমস্যায় পড়েন লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার এসপি ও ডিএম অফিসে আসা লোকজন৷ দুপুর ১টা নাগাদ ভবানী ভবন থেকে গৌতমবাবু বেরোতে পারেন আঁচ করে ফের বহর বাড়ে ভিড়ের৷ ফলে ফের বেলভেডিয়ার রোড বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ৷ গৌতমবাবু ১টা ২০ নাগাদ বেরিয়ে যাওয়ার পর ভবানী ভবনের সামনে থেকেই মিছিল শুরু করে গোপালনগর মোড়ে পৌঁছে অবস্থান করে এসএফআই৷ এর জেরে বেলভেডিয়ার রোড তো বটেই , লাগোয়া বেকার রোড , হাজরা রোডের একাংশ , ডিএল খান রোড , আলিপুর রোড এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের একাংশ -সহ আলিপুর ও সংলগ্ন এলাকার বিভিন্ন রাস্তায় প্রবল যানজট তৈরি হয় দুপুরের দিকে৷

পরিস্থিতি স্বাভাবিক হতে বিকেল হয়ে যায়৷ এ দিকে এ দিন বিকেল ৩টে ১৫ নাগাদ কলেজ স্কোয়্যার থেকে শুরু হয় বুদ্ধিজীবীদের মিছিল৷ সেখান থেকে হিন্দ সিনেমা হয়ে ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে যখন ৫টা ৩০ নাগাদ পৌঁছয় মিছিল , তখন তাতে প্রায় আড়াই হাজার লোকের ভিড় বলে দাবি কলকাতা পুলিশের৷ মিছিলের কারণে পুলিশ গাড়ি ঘোরানোর জন্য প্রথমে কলেজ স্ট্রিট , পরে এসএন ব্যানার্জি রোড বন্ধ করলে মধ্য কলকাতা কার্যত অবরুদ্ধ অবরুদ্ধ হয়ে পড়ে৷ প্রবল যানজটের কবলে পড়ে মধ্য ও উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা৷ থমকে যায় কলেজ স্ট্রিট , সেন্ট্রাল অ্যাভিনিউ , লেনিন সরণী , এসএন ব্যানার্জি রোড , চৌরঙ্গি রোড , ব্রেবোর্ন রোড , মহাত্মা গান্ধী রোড , বিবেকানন্দ রোড , আমহার্স্ট স্ট্রিট৷ ট্র্যাফিক জ্যাম ছেড়ে কথা বলেনি মৌলালি -সহ এজেসি বোস রোড ও এপিসি রোডকেও৷ ফিরতি অফিসযাত্রীরা পড়েন প্রবল সমস্যায়৷ সাড়ে পাঁচটায় মিছিল শেষ হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও , মধ্য কলকাতার রাস্তা ছন্দে ফিরতে সন্ধে গড়িয়ে যায়৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...