Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Monday, July 8, 2013

কেমন আছে মণিপুর?

কেমন আছে মণিপুর?

কেমন আছে মণিপুর?
১৯৫৮-র সেই 'আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট' কতটা দুর্বিষহ করে তুলেছে সেখানকার মা-মেয়েদের জীবন? ২০০৫-এ মনোরমাকেগণধর্ষণ ওখুনেরপরথেকেইমণিপুরদাবিজানায়সেনাটহলদারিপ্রত্যাহারের৷এরপরগঙ্গা-পদ্মা-মেঘনায়জলবয়েছেঅনেক৷ ইরম শর্মিলাচানু-র মতোঅসমসাহসীমেয়েরাএগিয়ে এসে প্রতিবাদেনেমেছেনরাষ্ট্রযন্ত্রেরলাল-চক্ষুকেপরোয়ানাকরে৷আরবারো বছর ধরে অনশনচালাচ্ছেনচানু৷কিন্ত্তঅবস্থারকিএতটুকুউন্নতিহয়েছেমণিপুরেরমেয়েদের? পুলিশবারাক-এরসামনেনগ্ন হয়ে প্রতিবাদওকরেছেনমায়েরা৷নির্যাতন ওধর্ষণেরবিরুদ্ধেএকজোটহয়ে৷এর উপর ভিত্তি করে সৌমিত্রদস্তিদারেরতৈরি'আ লেটারটু মাই ডটার'ডকুমেন্টারিছবিটিদেখানো হল২০ জুনবিকেলে'চলচ্চিত্রশতবর্ষভবন'-এ৷উদ্যোগটি'বেঙ্গলনেটওয়ার্কঅফউওমেনজার্নালিস্ট'-এর৷নামকরণটিওপ্রতীকিঅবশ্যই৷ এই নামেই জওহরলাল নেহরু আহম্মদনগর জেল থেকে চিঠি লিখেছিলেন মেয়ে ইন্দিরাকে৷ এ যেন তারই প্রতিধ্বনী পরিচালকের বয়ানে, উঠে আসা এক অস্ফুট প্রশ্ন, 'এ কোন ভারত তুমি রেখে গেলে আমার জন্য'! 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...