Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Saturday, June 22, 2013

বিশ্বাস করি, এখন মিছিলের সময় নয়!'কামদুনির যে পাপ সে পাপ থেকে আমরা কবে মুক্ত হব তা জানি না কিন্তু এটুকু জানি যাঁরা কামদুনি নিয়ে নানা প্রহসন-নাটিকা রচনা করছেন তাঁরা বিবেক জাগাবার কাজে মনোযোগী নন৷' লিখছেন শুভাপ্রসন্ন

বিশ্বাস করি, এখন মিছিলের সময় নয়

বিশ্বাস করি, এখন মিছিলের সময় নয়
'কামদুনির যে পাপ সে পাপ থেকে আমরা কবে মুক্ত হব তা জানি না কিন্তু এটুকু জানি যাঁরা কামদুনি নিয়ে নানা প্রহসন-নাটিকা রচনা করছেন তাঁরা বিবেক জাগাবার কাজে মনোযোগী নন৷' লিখছেন শুভাপ্রসন্ন 

যদিও পৃথিবীর শ্রেষ্ঠ দর্শনও কখনও দাবি করে না যে পূর্ণতা বলে কিছু আছে, কলঙ্কহীন বলে কিছু হয়, অত্যাচার, ধ্বংসহীন পৃথিবী হতে পারেকারণ অসুরও থাকবে, দেবতাও থাকবে, এ আমাদের চির বিশ্বাস- তবুও যে সমস্ত মহাজ্ঞানী পৃথিবীকে সুন্দর দেখতে চেয়েছেন, তাঁরা আমাদের মানবিক হতে বলেছেন, তারা সকলেই আশা করেছেন, প্রেম আসুক৷ জীবনে, মনে, সংসারে৷ লোভমুক্ত হই আমরা৷ কিন্তু তা হয়নি৷ বিশ্বযুদ্ধের পরেও বহুচেষ্টাকরেওহিংস্রতা, লোলুপতা, কদর্যপ্রতিহিংসারকোনওখামতিঘটেনি৷অন্যপক্ষেনানা পথে হিংস্রতাবেড়েচলেছে, ভারতবর্ষ এ দিকে পৃথক নয়৷ভারতবর্ষকেআমরাপৃথকভেবেছি, কারণভারতবর্ষপ্রেম, মনুষ্যত্বজাগাবারআদর্শ আকর ছিল৷ এ ভারতবর্ষযেসবমানুষের জন্মদিয়েছে,সেমানুষরাচেতনারখোঁজকরেছেন, চৈতন্য হতে বলেছেন, প্রেমিক হতে বলেছেন, তাই এ একঅদ্ভুতআঁধারচোখেপড়ে৷যেঘটনাদিল্লিবাসমগ্রভারতবর্ষেরসমস্ত, সর্বত্র ঘটে চলেছে, যেঘটনায়আমাদেররাজ্যনানাভাবেউত্‍‌পীড়িত, আমরাযাঁরাস্বপ্নদেখি, সুন্দরেরচিন্তা করি,সৃষ্টিশীলতায়নিজেদেরউজ্জীবিতরাখতে চাই, তাদেরকাছে এ একভয়ঙ্করবেদনার, ভয়ঙ্করআঘাতেরঘটনা৷ 

যেখানে নিজেকে বড়ো অসহায় মনে হয়৷ এক জন নাবালিকা, একজন নিষ্পাপ, নিরীহ বালিকা, সে যখন বীভত্‍‌স লোভের শিকার হয়, প্রতিহিংসারশিকারহয়, তখন কিভাবতেপারা যায়? এ তোপশুরচেয়েও অধম কাজ৷শতাব্দীরপরশতাব্দীতথাকথিতসভ্যতাএগিয়েচলেছে,আমরাকিমনুষ্যত্বেরদাবিদার বলে চিহ্নিত হতে পারি? 

কামদুনি বিক্ষিপ্ত ঘটনা নয়৷ কামদুনির যে পাপ সে পাপ থেকে আমরা কবে মুক্ত হব তা জানি না কিন্তু এটুকু জানি যাঁরা কামদুনি নিয়ে নানা প্রহসন-নাটিকারচনাকরছেনতাঁরাবিবেকজাগাবারকাজেমনোযোগী নন৷ আজআমরা যদি লক্ষ করি, দীর্ঘ সময় ধরে এইরাজ্যরাষ্ট্রীয় সন্ত্রাসেরকবলেপড়েছিল, সেই রাষ্ট্রীয়যন্ত্রসমবেতভাবে, নারীকেঅত্যাচারকরেছে, ধর্ষণকরেছে, শুধুক্ষমতাআরলোভেরপ্রতিষ্ঠারজন্য৷ যখন বানতলারকাণ্ড ঘটল, যখনপ্রকাশ্যেআনন্দমার্গীদেরহত্যালীলা চলল, সেই মরিচঝাঁপিরপ্রতিশোধথেকে যার শুরু৷ তখন কিআমাদের বিবেকসাড়াদেয়নি? আমরা যখনঘৃণায়প্রতিকারেরআশায়নিজেরারাস্তায়নেমেছিলাম৷ যখন আমরাদেখেছিপ্রকাশ্যশুধুরাজরোষে রাষ্ট্রীয় এবং দলীয়ক্ষমতাপ্রয়োগ করেএকটিনিরীহপ্রতিবাদীবালিকাকেধর্ষণ করে পুড়িয়েফেলাহয়, যখন আমরাদেখিনেতাই-এর গ্রামেহাহাকার, গুলিচালিয়েনিরীহগ্রামবাসী,অসংখ্যনরনারীকে জড়ো করে হত্যা করা হয়, আমি তার ছবি এঁকেছি৷প্রত্যক্ষকরেই সেআতঙ্কের ছবিএঁকেছি৷অনেকঅনেকতথাকথিতবিবেকবানছিলেন, যারাতোয়াজেরেখেছিলেন সেই রাষ্ট্রযন্ত্রকে, সেই দলীয়ক্ষমতাকে৷তারাকোনওপ্রতিবাদকরেননি৷আমরা তাই এইরাষ্ট্রীয়সন্ত্রাসেরবিরুদ্ধেএকযোগেপ্রতিবাদকরেছি৷গণতান্ত্রিক পথে শাসকবদলের মাধ্যমে,রাজনীতিবদলেরমাধ্যমে, ক্ষমতার বদল হয়, লক্ষ্যকরেছি৷ 

সারা পৃথিবীতে যেখানে ক্ষমতা বদল হওয়ার সময়, সে একনায়কতন্ত্রই হোক, মিলিটারি শাসকই হোক, গণতন্ত্রই হোক, এক ধ্বংসলীলা, রক্তক্ষয়ীসংগ্রাম ঘটে৷ এ ক্ষেত্রেআমরাঅন্ততএইটুকুগর্বঅনুভবকরতেপারি, যেনতুনদলগণতান্ত্রিকউপায়েদীর্ঘঅপশাসনেরপরক্ষমতায়এসেছিল,সেসময়েকোনওরক্তঝরেনি৷আমরাযারানাগরিক এবং মানবিক বলে নিজেদেরঘোষণাকরতেপারি, আমরাযারাপ্রতিবাদী হয়ে নির্দিষ্ট নেত্রীকে,নির্দিষ্টদলকে, আহ্বানজানিয়েছিলাম, তাতেআমরাশ্লাঘা বোধ করি৷আমরাএখনও মনে করি যেসমস্তঅন্যায়, অত্যাচার, হিংসার যেঘটনা ঘটে চলেছেতার জন্যেপ্রশাসন এবং প্রশাসকযথেষ্টকঠিনভাবেপ্রশাসনিকক্ষমতায় তার বিচারকরারদায়িত্বনিয়েছেনএবং নিচ্ছেন৷কামদুনিরঘটনাতেওবিচার এবংপরিকাঠামোসঠিককরারযেউদ্যোগ, সেগুলোনেওয়াহয়েছে৷কাজেইআমরাঅহেতুককীসেরপ্রতিবাদ করব? দীর্ঘসাড়ে তিন দশকেরযেগ্লানি,যেঅপসংস্কৃতি, তার উত্তরাধিকারী হয়ে এইনতুনসরকারমাত্রদু'বছরদায়িত্বেএসেছে৷ 

আমরা যেটুকু দেখতে পেয়েছি, এক সময় যে প্রতি দিন হত্যালীলা চলত, যেখানে দার্জিলিং, জঙ্গলমহল প্রভৃতি বিচ্ছিন্নতাবাদ আর ভয়ঙ্কর হিংসারবাতাবরণতৈরিহয়েছিল, তাথেকেকিন্তুপশ্চিমবঙ্গঅনেকাংশইমুক্ত হতে পেরেছে৷এক দিন আমরাপ্রধানমন্ত্রীরকাছেদরবারকরেছিলাম, যেঅন্তত যদিএকসপ্তাহ আগে নির্বাচনকমিশনদায়িত্ব নেন, জাতীয়রক্ষীবাহিনী যদি এইপশ্চিমবঙ্গকেরক্ষারদায়িত্ব নেয় তাহলেঅন্ততগড়পরতাপ্রতিসপ্তাহে১০থেকে১২টিপ্রাণবাঁচতেপারে৷প্রধানমন্ত্রীউপলব্ধিকরেছিলেন, কিন্তুকিছুকরতেপারেননি৷ ভোট এসেছিলভোটেরসময়৷কিন্তুসাধারণমানুষনীরবেব্যালটেরমাধ্যমেপরিবর্তনএনেছিল৷আমরা মনে করি, এইসরকারঅক্লান্তপরিশ্রমে, আন্তরিকতায় তার কাজ করেচলেছে৷ইতিপূর্বেকোনওসরকার, কোনওপ্রশাসনএই রকম পরিশ্রম করে, এ রকম আন্তরিকতারসঙ্গেদেশকেসুস্থতার দিকেনিয়েযাওয়ারচেষ্টাকরেছেবলে ধারণায়নেই৷ 

ব্যক্তিগত ভাবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় একজন অনন্য নেত্রী, যিনি একটি দল প্রতিষ্ঠা করেছেন, সেই দলের তিনি নেত্রী এবং রাজ্যেরমুখ্যমন্ত্রী৷ এ যাবত্‍‌ইতিহাসে এ রকম কোনও হাল ধরারমানুষদেখেছি বলে আমাদের মনে পড়ে না৷ যেটাসবচেয়েদুঃখেরতাএইযে, বিভিন্নসংবাদমাধ্যমেরকার্যক্রম৷ আগে কখনওপ্রত্যক্ষকরিনিযেকোনওঘটনাতাকেঅবলম্বন করে সংবাদমাধ্যমেতাকেএকটিভিসিরিয়ালের রূপ দেওয়াহচ্ছে৷ সেইসবঅনুষ্ঠানেকুশীলবেরানিজেদেরবিবেকবানদেখান, ব্যথিতদেখান, উত্‍‌পীড়িতদেখান, অশ্রুজলেসিক্তনায়ক-নায়িকা হয়ে ওঠেন-আরওইসবসিরিয়ালএকটিঘটনাকেফুলিয়েফাঁপিয়েসপ্তাহেরপরসপ্তাহ, মাসেরপর মাস এগিয়েনিয়েযান৷ এ হল একধরনেরহলুদসাংবাদিকতা, এক সময়ইংল্যান্ডেযাচালুছিল৷আমরাঅনেকমহলইগর্বিতহইএইভেবেযেআমরাসাহেবদেরউত্তরাধিকারী৷ তাই দেশ তুচ্ছ, নিজস্বসংস্কৃতিতুচ্ছ,মানুষেরসত্যকারঅভাব, সমস্যা- এ সবই তুচ্ছ৷সবচেয়ে বড়ো, সবচেয়েপ্রয়োজনীয়হচ্ছে ব্যবসা, যালোভেরইআরএকনামান্তর৷প্রতিসন্ধ্যায়যেপ্রহসন-নাটিকাআমাদেরদেখতেহয়, সেখানেপাত্রপাত্রীরাকখনওবিদ্রোহী, কখনও বিবেকবান, কখনওপ্রধানবিচারপতি,কখনওদক্ষপ্রশাসক৷অর্থনীতিথেকেবিজ্ঞান, সমাজতত্ত্ব, রাষ্ট্রতত্ত্ব, পরিসংখ্যান, সংস্কৃতি এবং নানাবিধবিষয়েতাঁরাশব্দজ্ঞানী৷তাঁরাবিচারকথেকেপ্রশাসকসকলকেইনানাভাবেজ্ঞান দান করেন৷মুখ্যমন্ত্রীরকাছেতাঁরা আশা করেনযেতিনিএকদিকেযেমনউচ্চমানেরপানীয়েরসমঝদারহবেন, অন্যদিকেযেমনপাঞ্চকার্টুনম্যাগাজিনেরউপযুক্তরসিকহবেন, নীহাররঞ্জনরায়ের মতো বাগ্মীহবেন,নোবেলবিজ্ঞানীর মতো জ্ঞানীহবেন, পিকাসোর মতো চিত্রীহবেন, মধুসূদনের মতো ছন্দজ্ঞানীহবেন৷মাঝেমাঝেইঅভিযাগ আসে,মুখ্যমন্ত্রীবড়রেগেযান৷বাড়িঘরেরভাষায়চেঁচামেচিকরেন৷হ্যাঁ, ঠিকই৷তিনিতথাকথিতএলিট হতে পারেননি৷ এ সমাজেএলিটদের হিপোক্রিটহবার দায়আছে৷ 

বাঙালি যে চিরকাল ইউটোপিয়ায় নিমজ্জিত, বাঙালি যে আত্মঘাতী, বাঙালি যে চিরকাল পরশ্রীকাতরতায় পৃথিবীর শ্রেষ্ঠ, সে কথা বারে বারেপ্রমাণিত হচ্ছে৷আমারধারণায়, আমারবোধে এ রকম দায়িত্বজ্ঞানহীনবিরোধীশক্তিকখনওদেখিনি৷যারাকোনও দিন তাদেরবিবেকপ্রতিষ্ঠাকরতে পারেনি,মানবিকতাপ্রকাশকরতেপারেনি, চরিত্রপ্রতিষ্ঠাকরতেপারেনি, সততাপ্রতিষ্ঠাকরতেপারেনি, তারা এখন বিবেকপ্রদর্শনকরে রাজ্যে গেল গেলরবতুলেমিছিলের ডাক দিয়েছেন৷ 

আমি আর মিছিল করব না৷ যে দিন আমার নিজস্ব বিবেকে মনে হবে, এই শাসক, এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পূর্বসুরিদের মতো ধ্বংসের পথেনিয়েযাচ্ছে, তখন আমরা মুখ ঢাকব না৷ আমরাসোচ্চারহব, সজাগ হব৷ আমাদের কেউ প্ররোচিতকরতেপারবে না৷ কারোরপ্ররোচনায় আমরাসে কাজ করব না৷ সরল গ্রামেরমানুষআমারচেয়েওঅনেকদৃঢ়, আমারচেয়েওঅনেকনিষ্পাপ, তাঁরাভাঁড়ামোকরেননা, সাদাকেসাদাবলেন৷আসুন,আমরাদেশেপ্রেমআনারচেষ্টাকরি৷শান্তিআনারচেষ্টাকরি৷ভালোবাসাশেখাই৷ লোভ থেকেমুক্তহওয়ার চেষ্টা করি, তখনইসাহসী হব৷প্রতিবাদকরারউপযুক্ত হব৷ আসুন, তার জন্যপ্রস্তুতিনিই৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...