Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Saturday, June 22, 2013

ডাক্তারির ছাত্রীকে গণধর্ষণ

ডাক্তারির ছাত্রীকে গণধর্ষণ

ডাক্তারির ছাত্রীকে গণধর্ষণ
উদুপি (কর্নাটক): মণিপাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এক ডাক্তারি ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে৷ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে লাইব্রেরি থেকে ফেরার পথে অপহরণ করা হয় ২২ বছর বয়সি ছাত্রীটিকে৷ ক্যাম্পাসের বাইরে নিয়ে গিয়ে একটি অটোরিক্সর মধ্যে ধর্ষণ করা হয় তাঁকে৷ তরুণীর পায়ে, হাতে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে৷ অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ৷ এখনও পর্যন্ত কেউ গ্রেন্তার হননি৷ ছাত্রীটি তিরুবনন্তপুরম থেকে মণিপালে পড়তে এসেছিলেন৷ 

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে জোর করে অটোয় তোলার সময় ওই ছাত্রীকে দেখতে পান এক ইঞ্জিনিয়ারিং ছাত্র৷ রাস্তায় পড়ে যাওয়া ছাত্রীটির ব্যাগ থেকে পরিচয়পত্র পেয়ে ক্যাম্পাসের সুরক্ষাকর্মীদের খবর দেন তিনি৷ কিন্ত্ত ওই ছাত্রীর খোঁজ না পেয়ে রাত দেড়টা নাগাদ পুলিশকে জানানো হয়৷ রাত সাড়ে তিনটে নাগাদ ছাত্রীটি বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন৷ কস্ত্তরবা মেডিক্যাল কলেজের তরফে মণিপাল থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়৷ 

উদুপির এসপি এম বি বোরালিঙ্গাইয়া বলেন, 'ধর্ষকরা ওই ছাত্রীকে ছেড়ে দিয়ে যায়, না উনি নিজে ফিরে আসেন, সেটা পরিষ্কার নয়৷ মানসিক আঘাতের কারণে ওঁর কথাবার্তায় অসঙ্গতি রয়েছে৷ কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তা ওঁর মনে নেই৷' বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানান, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে একটি বৈঠক ডাকা হয়েছে৷ 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...