Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Thursday, June 20, 2013

খুনের চক্রান্তের অভিযোগ মমতার

খুনের চক্রান্তের অভিযোগ মমতার

খুনের চক্রান্তের অভিযোগ মমতার
গাইঘাটা, দত্তপুকুর: সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং মাওবাদীরা জোট বেঁধে তাঁকে খুনের চক্রান্ত করছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়৷ বুধবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং দত্তপুকুরে দু'টি সভাতেই তাঁর অভিযোগ, 'আমি বারাসতের কামদুনিতে না-গেলে বুঝতেই পারতাম না, ওখানে সিপিএম এবং মাওবাদীরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে৷ আমাকে আমার সিকিউরিটির লোকেরাও জানিয়েছেন, আর একটু হলেইআমি খুন হয়ে যেতাম৷'এর পরই তিনিবিরোধীদেরউদ্দেশে 'তুইতোকারি'শুরুকরেন৷মুখ্যমন্ত্রীবলেন, 'লুকিয়ে খুন করবিকেন?সাহসথাকলেসামনে আয়৷ আমি সামনেদাঁড়াচ্ছি৷ফে‌ট্টিবেঁধে মুখ ঢাকেকারা?যারা মুখ দেখাতেভয়পায়৷যে যতই চেষ্টাকরুকনা কেন, মমতাবন্দ্যোপাধ্যায়কেশেষ করা যাবে না৷মানুষতাঁরপাশেআছে৷'খুনেরপ্রসঙ্গেসিপিএমেররাজ্যসম্পাদকবিমানবসুরপ্রতিক্রিয়া, 'সম্পূর্ণমিথ্যেকথা৷ উনিযেকামদুনিতেযাবেনতাপুলিশবাসংবাদমাধ্যমজানত না৷ উনি লাল আতঙ্কেভুগছেন৷'প্রদেশকংগ্রেস সভাপতিপ্রদীপভট্টাচার্যবলেন,'আমাদেরতোমাথাখারাপহয়নিযেমুখ্যমন্ত্রীকে খুন করতেযাব৷' 

আগামী ২ জুলাই আদৌ প্রথম দফার পঞ্চায়েত ভোট হবে কি না, তা নিয়ে এখনও সংশয় কাটেনি৷ সেটা নিয়ে এখনও রাজ্য সরকার, রাজ্য নির্বাচনকমিশন এবং আদালতেরমধ্যেটানাপোড়েনচলছে৷ তার মধ্যেইমুখ্যমন্ত্রী এ দিন থেকেইপঞ্চায়েতভোটেরপ্রচারশুরু করে দিলেন৷আরপ্রথমপ্রচারেরজেলাহিসেবেবেছেনিলেনউত্তর২৪পরগনাকে, যেজেলারআইনশৃঙ্খলাপরিস্থিতিনিয়েএইমুহূর্তেরাজ্যরাজনীতিসরগরম৷সোমবারকামদুনিতেগিয়েমুখ্যমন্ত্রীস্থানীয়কিছুমহিলারতুমুলবিক্ষোভেরমুখেপড়েন৷তাঁরঅভিযোগ, সিপিএমএইবিক্ষোভকরিয়েছে৷ তার পরই তিনি এবংতাঁরদলেরনেতারাএরপিছনে'সিপিএম-মাওবাদীআঁতাঁত'-এরগন্ধপান৷ বাম আমলেসিঙ্গুর-নন্দীগ্রামপর্বে ঠিকএইভাবেইতত্‍‌কালীনমুখ্যমন্ত্রীবুদ্ধদেবভট্টাচার্য এবং তাঁরদলওই জমি আন্দোলনেতৃণমূলেরসঙ্গেমাওবাদীদেরযোগাযোগআবিষ্কারকরেছিলেন৷যদিওপরবর্তিকালেসিপিআই (মাওবাদী) দলনন্দীগ্রামেমাওবাদীরাপ্রত্যক্ষভাবেআন্দোলনে অংশ নিয়েছিল বলে তাদেরদলিলে স্বীকার করে৷কামদুনি,গাইঘাটা, গেদে, রানিতলায়একেরপরএকধর্ষণ এবং খুনেরপ্রতিবাদেবৃহস্পতিবারইকলকাতায়নাগরিকমিছিলেরডাক দিয়েছেবিদ্বজ্জনেদেরএকটিঅংশ৷ এদিনেরদু'টিসভাতেইতিনিবলেন, 'ছোট ঘটনাবড় করে দেখানোহচ্ছে৷কামদুনিনিয়েবড়বেশিরাজনীতি হচ্ছে৷' 

বুদ্ধবাবুর মতোই তাঁর উত্তরসূরি মমতাও সেই মাওবাদী যোগাযোগই খুঁজে পেয়েছেন৷ বাম আমলে অবশ্য তখনকার বিরোধী নেত্রী মমতামাওবাদীদের অস্তিত্বস্বীকারকরতেন না৷ তিনিবারবারবলতেন, 'ওসব মাও-ফাও বলে কিছুনেই৷মার্কসবাদীরাইদিনেসিপিএমআররাতেমাওবাদীসেজেখুনখারাবিকরছে৷' 

কামদুনিতে মুখ্যমন্ত্রী সিপিএম এবং মাওবাদীদের আঁতাঁত এবং চক্রান্তের সুস্পষ্ট অভিযোগ করেছেন৷ তার সঙ্গে তিনি কংগ্রেস এবং বিজেপিকেওজুড়ে দিয়েছেন৷গাইঘাটারজনসভায়মমতাবলেন, 'কামদুনিতেধর্ষণেরঘটনায়যারা ধরা পড়েছে, তারাসকলেসিপিএমেরমজিদমাস্টারেরলোকছিল৷সবকটারশাস্তিহবে৷একমাসেরমধ্যেতাদেরফাঁসিরব্যবস্থা করব ফাস্টট্রাককোর্টেরমাধ্যমে৷'তাঁরকথায়, 'এখন যেখানেযা কিছুহচ্ছে, তারপিছনেআমিইজড়িত বলে গোয়েবলসেরকায়দায়মিথ্যাপ্রচারচলছে৷ খুন হচ্ছে, রেপ হচ্ছে৷ বলা হচ্ছে, আমিইনাকিরেপ করেছি৷তা-ওনাহয় আমি পুরুষহলে কথা ছিল৷' 

বুধবার দুই সভাতেই তিনি সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং মাওবাদীদের এক হাত নেন৷ মমতা বলেন, 'আগে সিপিএম-কংগ্রেস-বিজেপির জোটছিল৷ এখন আবারমাওবাদীরা যোগ দিয়েছে৷ মাও আরখাও৷সবএকাকার৷'তাঁরদাবি, পঞ্চায়েতভোটেরপরসিপিএমেরনামইমুছেযাবে৷মুখ্যমন্ত্রী বলেন,'অভিযোগ করা হচ্ছে, আমার ছবি নাকিসারদারকর্তাকিনেছেন ১ কোটি৮২লক্ষটাকাদিয়ে৷ডাহামিথ্যাকথা৷আমারসব ছবি আমি'জাগোবাংলা'কেদিয়েছি৷ ওরা তাবিক্রিকরেছে৷সবলেনদেনচেকেহয়েছে৷ আমি মুকুলকে (রায়) বলেছি, এদেরবিরুদ্ধেফৌজদারি মামলাকরতে৷'এর পরইতাঁরসংযোজন, 'আরে মমতাকিতোদের মতো চোর-ডাকাতযেবালতিবালতিটাকানেবে? তোদেরপয়সায় খাব নাকি? আমি রাস্তায় বসে ছবিআঁকলেতাকোটিকোটিটাকায়বিক্রিহবে৷'দত্তপুকুরেরজনসভায়তিনিকংগ্রেসেরসমালোচনাকরে বলেন, 'ওরা টাকাদিচ্ছে না৷ দরকার নেইওদেরটাকায়৷৩৫বছরেসিপিএমরাজ্যটাকে শেষ করে দিয়েছে৷টাকা নেই, পয়সানেই৷ 

সব ওরা মেরে দিয়েছে৷ এখন আমার অবস্থা ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরামের মতো৷ আগে জানলে এই ফাঁদে পা দিতাম না৷ কত কষ্ট করেরাজ্যটাচালাচ্ছি৷আরকিছু লোক আছে শুধুআমাকেগালাগালদেওয়ারজন্য৷'দু'টিসভাতেইতেমন লোক হয়নি৷গাইঘাটারচাঁদপাড়ায়মিলন সঙ্ঘের মাঠঅনেকটাইফাঁকাছিল৷দত্তপুকুরেমমতারবক্তৃতা শেষ হওয়ারআগেইজনতা মাঠ ছাড়তেশুরুকরে৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...