Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Thursday, June 20, 2013

কামদুনি-কাণ্ডের প্রতিবাদে বিদ্বজ্জনরা

কামদুনি-কাণ্ডের প্রতিবাদে বিদ্বজ্জনরা

কামদুনি-কাণ্ডের প্রতিবাদে বিদ্বজ্জনরা
কলকাতা:কামদুনির ঘটনার প্রতিবাদে কলেজ স্কোয়ারে সভা করলেন বিদ্বজ্জনরা। কামদুনি ছাড়াও রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে যেভাবে একের পর এক ধর্ষণ-যৌন নিগ্রহের খবর সামনে আসছে, তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বুদ্ধিজীবী মহল। উপস্থিত ছিলেন অপর্ণা সেন, সুনন্দসান্যাল, সুজাত ভদ্র, বিভাস চক্রবর্তী, কৌশিক সেনের মতো অনেকেই। আজকের দিনে দাঁড়িয়েও কামদুনিতে বিদ্যুত্‍ সংযোগ নেই কেন, সে বিষয়ে প্রশ্ন তুললেন অপর্ণা সেন। বিদ্যুতের অভাবই দুষ্কৃতীদের বাড়বাড়ন্তর একটা বড় কারণ বলে দাবি করেছেন তিনি। 

আগামিকাল বিকেল তিনটেয় কামদুনিতে অপরাজিতাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পা মেলাবেন বুদ্ধিজীবীরা। বিকেল তিনটেয় কলেজস্কোয়ার থেকে ওই মিছিল শুরু হবে৷ শেষ হবে ধর্মতলায়৷ উপস্থিত থাকবেন শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেন, সৌমিত্র চ‌ট্টোপাধ্যায়, মৃণাল সেন, মহাশ্বেতা দেবী, তরুণ মজুমদার, তরুণ সান্যাল, সব্যসাচী চক্রবর্তীর মতো মানুষেরা৷ 

নন্দীগ্রামে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সিপিএমের হামলাবাজির প্রতিবাদে ২০০৭-এর ১৪ নভেম্বর কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছিলেন সুশীল সমাজের বড় অংশ৷ সেদিনের মিছিলে যাঁদের প্রথম সারিতে হাঁটতে দেখা গিয়েছিল, ঘটনাচক্রে তাঁদের অনেকেই এ বারের মিছিলেরও উদ্যোক্তা৷ তবে সেই মিছিল হয়েছিল তিন দশক ক্ষমতাসীন একটি সরকার তথা শাসক দলের বিরুদ্ধে৷ ২১-এর মিছিল হতে চলেছে এমন একটি সরকারের বিরুদ্ধে যার বয়স মাত্র দুই৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে অস্বস্তির হল, সুশীল সমাজের যে অংশ রাজনৈতিক পালা বদলে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, গত দু'বছরের নানা ঘটনায় তাঁরা সরকারের সমালোচনায় মুখর হলেও এভাবে পথে নামার কথা বলেননি৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের আর দিন পনেরোও বাকি নেই৷ এই সময় সরকার বিরোধী এই মহামিছিলের উদ্দেশ্য নিয়ে যেমন প্রশ্ন তুলেছে শাসক দল, তেমনই বিরোধীরা বেজায় খুশি৷ উদ্যোক্তারা অবশ্য বলেছেন, কোনও দল-সরকারের বিরুদ্ধে তাঁদের এই প্রতিবাদ নয়৷ যদিও তাঁদের বিবৃতিতে স্পষ্ট, সরকারের প্রতি অনাস্থা থেকেও এমন প্রতিবাদের ডাক, যাতে বলা হয়েছে, দুষ্কৃতকারীদের আচরণ দেখে মনে হয় তারা ধরেই নিয়েছে তাদের শাসন করবার কেউ নেই, যে কোনও কুকীর্তির-ই অধিকার আছে তাদের৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...