Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Thursday, June 20, 2013

কাল ভবানীভবনে গৌতম, জমায়েতে সিপিএম

কাল ভবানীভবনে গৌতম, জমায়েতে সিপিএম

এই সময় : চাপের মোকাবিলায় পাল্টা চাপেরই কৌশল নিল সিপিএম৷

আবাসন -দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে জেরার জন্য ডেকে পাঠিয়েছে সিআইডি৷ এর মাধ্যমে সিপিএম নেতৃত্বকে বেকায়দায় ফেলতে চেয়েছে সরকার৷ আগামীকাল , ২১ তারিখ তিনি সিআইডি -র জেরার মুখোমুখি হতে ভবানীভবনে যাবেন বলে আগেই জানিয়ে দিয়েছিলেন গৌতম৷ প্রাক্তন মন্ত্রী তথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্যের সেই সিদ্ধান্তকে বুধবার সামান্য সংশোধন করে সিপিএম নেতৃত্ব ঘোষণা করলেন, গৌতম দেব একা যাবেন না , তাঁর সঙ্গে যাবেন দলের কর্মী -সমর্থক-আইনজীবীরাও৷ ভবানীভবনের সামনে জমায়েত হয়ে সিআইডি -র সদর দপ্তর কার্যত ঘেরাও করারই হুঁশিয়ারি দিল সিপিএম৷

এ দিকে সারদা-কাণ্ড নিয়েও বুধবারই সিপিএমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক তথা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর নামে নোটিস পাঠানো হয়েছে বলে খবর৷ তবে ঠিক কারা --জেলা পুলিশ নাকি সিআইডি , নাকি 'সিট '-- কোন সংস্থা সুজনবাবুকে এই নোটিস পাঠিয়েছে --তা পরিষ্কার নয়৷ কারণ চম্পাহাটির বাড়িতে সুজনবাবু উপস্থিত না থাকায় ওই নোটিস কেউ গ্রহণ করেননি৷ সুজনবাবু অবশ্য মনে করছেন , বিধাননগর কমিশনারেট থেকে ওই নোটিস পাঠানো হয়েছিল৷ কিন্ত্ত বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ জানিয়েছেন , তাঁদের কোনও মামলায় এই মুহূর্তে সুজনবাবুকে জেরার প্রয়োজন নেই৷ কাজেই তাঁরা নোটিস পাঠাননি৷ সারদা -কাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (সিট ) অন্যতম সদস্য আইজি (সিআইডি ) বিনীত গোয়েলেরও দাবি , 'আমরা এ ধরনের কোনও নোটিস পাঠাইনি৷ ' প্রশ্ন উঠেছে তা হলে নোটিস পাঠাল কে ? যদিও কমিশনারেটেরই অন্য একটি সূত্রের বক্তব্য , সেখান থেকেই নোটিস ধরাতে যাওয়া হয়েছিল৷ সুজনবাবু জানিয়েছেন , ঘনিষ্ঠ একজনের মৃত্যুর কারণে তিনি এ দিন সকালে যখন বাইপাসের ধারে একটি হাসপাতালে ছিলেন , সে সময়েই দু'জন নোটিস নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন৷ নিজেদের বিধাননগর কমিশনারেটের কর্মী পরিচয় দিয়েই তাঁরা নোটিস দিতে চান৷ কিন্ত্ত বাড়ির লোক তা নিতে চাননি৷ এই রহস্যময় নোটিস নিয়েও কড়া মনোভাবই নিতে চলেছেন সিপিএম নেতৃত্ব৷

আর গৌতম দেবের জেরার দিনের কর্মসূচি প্রসঙ্গে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত , প্রাক্তন মন্ত্রী যতক্ষণ সিআইডি -তে থাকবেন, ততক্ষণই ভবানীভবন ঘিরে রেখে কয়েক হাজার সদস্য -সমর্থক বিক্ষোভ -জমায়েত চালাবেন৷ দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মহম্মদ সেলিমের সাফ কথা, 'গৌতম দেবকে সিআইডি-র জিজ্ঞাসাবাদের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত৷ আমরা তাই রাজনৈতিক ভাবে মোকাবিলারই সিদ্ধান্ত নিয়েছি৷ ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রের পর্দাফাঁস করে তার মোকাবিলা তো করতেই হয়৷' এ দিকে, সিপিএমের এই কর্মসূচি বিষয়ে তাঁদের কিছু জানা নেই বলেই দাবি করেছেন বিশেষ অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) জাভেদ শামিম৷ তাঁর বক্তব্য, 'সিপিএমের তরফে এই জমায়েত নিয়ে কোনও যোগাযোগ করা হয়নি৷ ওই এলাকায় অবশ্য ১৪৪ ধারা নেই৷ তবে কী পরিস্থিতি হয় , সে দিকে নজর রাখছি৷ ' যদিও আলিমুদ্দিনের নেতাদের বক্তব্য, 'প্রতিবাদ মানে তো অবরোধমূলক কাজ নয়৷ ওই ধরনের কাজে তৃণমূল যুক্ত থাকে৷ ঘেরাও তো মুখ্যমন্ত্রী নিজে করেন৷' পাশাপাশি সেলিম জানিয়েছেন, সিআইডি-র সঙ্গে সব রকম সহযোগিতাই করবেন গৌতমবাবু৷

বামফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা প্রমোদ দাশগুপ্ত ভবনেএই সময় : আগামীকাল ২১ জুন৷ ১৯৭৭ -এ এই দিনেই রাজ্যে প্রথম ক্ষমতায় আসে বামফ্রন্ট সরকার৷ কিন্ত্ত প্রতিষ্ঠা -বার্ষিকীর অনুষ্ঠানের জন্য এ বছর কোনও সরকারি হল পাননি বাম নেতৃত্ব৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে কণ্ঠরোধের অভিযোগও আনে বামেরা৷ শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের জন্য সিপিএমের কলকাতা জেলা কমিটির প্রমোদ দাশগুপ্ত ভবনই বেছে নিয়েছেন বাম নেতৃত্ব৷ এর আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অবশ্য জানিয়েছিলেন, যেহেতু হলের অনুমতি পাওয়া যাচ্ছে না তাই কলেজ স্কোয়ারের কাছে রাস্তায় সভা হবে৷ পরে সেই সিদ্ধান্ত বদল করা হয়৷ এ প্রসঙ্গে বিমানবাবুর মন্তব্য , 'বর্ষা চলে এসেছে৷ টানা বৃষ্টিতে রাস্তায় সভা চালানো মুশকিল৷ তাই , ওই কর্মসূচি পালিত হবে প্রমোদ দাশগুপ্ত ভবনে৷ ' ৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...