রাজনৈতিক বিশ্বাসঘাতকদের এবং দেউলিয়া মিডিয়ার কথা শুনতেই পারেন, বিশ্বাস করতেই পারেন, কিন্তু অন্ততপক্ষে আজকের ঘটনাকে নিয়ে মিছিলের উদ্যোক্তাদের বিবৃতিটা দেখে নিন, পড়ে নিন।
It is completely up to you to listen to and/or believe the version of events that transpired at Jadavpur University today, as given by the sell-out corporate media and political betrayers, but please do go through the official statement given by the organisers of the event in question.
"Press Release:
Today a rally was organized in Jadavpur to condemn the police crackdown in Jawaharlal Neheru University. We, students of various universities in Calcutta along with teachers and intellectuals condemn the fascist atrocity that happened to JNU, which reminds the black days of emergency. We witnessed attacks on educational institutes by police or party goons for last one and a half years. We believe that attack on JNU was also a part of the bigger dictatorial Plan Of BJP ruled central government. The continuing saffron terror includes the culmination Of FTII'S students, institutional murder of Rohith Vemula in HCU. Anyone can differ with any mode of protest but attacking an educational institute is no the best way to communicate your dissent. So, we organized today's rally to condemn the state atrocity on the students invoking nationalism. We believe comrade Kanhaiya was wrongly charged with sedition act and we demand his immediate release. At the same time, the barbaric act of bashing up a student, teachers on the street and threatening media persons by RSS supporters and also an M.P. is highly condemnable.
However, a section of media is trying to portray today's rally as a 'pro-Afzal' one. This press statement univocally condemns this mal-effort of the media as the sole purpose of the rally was to condemn the police crackdown at JNU. There may be possibility of 'anti-India' sloganeering by some fringe elements in the gathering. But, we want to declare that these slogans don't depict the spirit of the rally at all. If any such incident happened in the gathering violating the common minimum program of the rally, we strongly condemn that. It may be someone's politics but the rally was not organized to support their cause. Now, if a section of media tries to draw conclusion out of these slogans, that it was an 'anti-India' rally, then it is highly condemnable and we believe it is being done purposefully. We have seen one or two particular electronic media is trying to tag all the democratic voices that rose against the crackdown in JNU as 'anti-national'. It is unfortunate that the media forgetting the ethics of journalism taking position purposefully to give a breathing space for the central government which carried out the uncivilized attack on an esteemed educational institute. We are in solidarity with all the efforts going on across the country to condemn the incident of attack on JNU.
-Saikat Sit, Shounak Mukhopadhyay, Priyasmita (the organizers of today's rally)"
"আমরা তিন পড়ুয়া, সৈকত, শৌনক, প্রিয়স্মিতা আজ বিকেল ৫-টায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ভিউ চত্বর থেকে একটি মশাল মিছিল ডেকেছিলাম। ইভেন্টের বিবরণী ফেসবুকে দেখলে বা মিছিলের মূল ব্যানার দেখলেই মিছিলের বক্তব্য দিনের আলোর মতো স্পষ্ট বুঝতে অসুবিধা হবার কথা নয়। এই বক্তব্য পড়ুয়াদের মধ্যে সর্বসম্মতভাবে গৃহীত এবং স্বভাবতই আজ মিছিলে প্রায় পাঁচশতাধিক পড়ুয়া এই বক্তব্যের ভিত্তিতেই মিছিলে যোগ দিয়েছেন এটাই স্বাভাবিক। এই সর্বসম্মত 'সাধারণ ন্যূনতম()' বক্তব্যের বাইরে নানা ব্যক্তি-পড়ুয়ার নানা মত থাকতেই পারে, তা এই মিছিলের সাথে সম্পর্কিত নয়।
বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, কিছু গণমাধ্যম গণতন্ত্র ও সত্যের প্রতি দায়বদ্ধতা থেকে বিচ্ছিন্ন হয়ে মিছিল ও তার বক্তব্য সম্পর্কে মিছিল শেষ-হওয়ামাত্র বিভ্রান্তি সৃষ্টি করে ফেলছেন ও যাদবপুরের পড়ুয়াদের মতামত ও ভূমিকা সম্পর্কে সমাজে ভুল বার্তা দিচ্ছেন। যা ইচ্ছায় বা অনিচ্ছায় অপপ্রচারে পর্যবসিত হচ্ছে। কোনও বিচ্ছিন্ন ঘটনা দেখে মিছিলের ঘোষিত বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না বলে যদি তাদের মনে হয়েও থাকে, তবে তারা ইভেন্টের আহ্বায়কদের সাথে যোগাযোগ করতে পারতেন অবিশ্বাস্য ক্ষিপ্রতায় 'সংবাদ' প্রচারের আগে। সেটাই হতো তাদের সুনাম ও পরিচিতির সাথে মানানসই দায়িত্বপূর্ণ আচরণ।
আজকের ইভেন্টের বক্তব্যের সাথে আমরা আবারও সহমত জ্ঞাপন করছি। গণমাধ্যমকে অনুরোধ করবো বিভ্রান্তি না ছড়িয়ে মিছিল-আহ্বানের বক্তব্যের ওপর ভিত্তি করতে। আজ ইতোমধ্যেই সংবাদমাধ্যমকে যথাসম্ভব আমাদের বক্তব্য আমরা জানাচ্ছি।
আবারও জমায়েত ডাকা হচ্ছে সর্বসমক্ষে আরেকবার দৃঢ় প্রত্যয়ের সাথে নিজেদের বক্তব্য জানিয়ে দিতে ও গণমাধ্যমের কাছে প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে সেই অবস্থান সজোরে জানাতে। আন্দোলনের যাদবপুর তার প্রতিবাদী চরিত্রে অটল থাকবে। কোনও হুমকী, চক্রান্ত, মিথ্যাচার, বিভ্রান্তির কাছে সে মাথা নত করবে না।
আজকের মতোই আবার এসো আগামীকাল, প্রতিবাদে হয়ে ওঠো নির্ভীক জ্বলন্ত মশাল..."
No comments:
Post a Comment