বুদ্ধদেব বাবু। বামফ্রন্ট জামানার শেষ মুখ্যমন্ত্রী। কলঙ্কহীন রাজনীতিবিদ।
অমিতাভ রায়
বুদ্ধদেব বাবু। বামফ্রন্ট জামানার শেষ মুখ্যমন্ত্রী। কলঙ্কহীন রাজনীতিবিদ। অনুভুতিপ্রবন মানুষ। বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট অনুবাদক, নাট্যকার এবং শেষ ট্র্যাজিক হিরো। আবেগপ্রবন মানুষটার মনে পশ্চিমবঙ্গের বেকার সমস্যা গভীর ভাবে দাগ কেটেছিল। ইনি হরিয়ানার গুরগাও এর অনুকরণে পশ্চিমবঙ্গের ছোট্ট জনপদ সিঙ্গুরকে আন্তর্জাতিক শিল্প মানচিত্রে আনতে চেয়েছিলেন। তৎকালীন বিরোধী দল মানুষকে ভুল পথে পরিচালিত করে এবং কিছু বাজারি মিডিয়াকে কাজে লাগিয়ে টাটা গোষ্ঠীর গাড়ির কারখানার উৎপাদন শুরুই করতে দেয়নি। এবং টাটা গোষ্ঠীকে বাধ্য করা হয়েছিলো সিঙ্গুর ছেড়ে চলে যেতে। এখন সিঙ্গুরের সেই জায়গা গবাদি পশুর বিচরণ ক্ষেত্রে পরিনত হয়েছে। নন্দিগ্রামে জমি অধিগ্রহনের কোনও নোটিশ না দেয়া সত্যেও নন্দিগ্রামে অপপ্রচার করে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস পুড়িয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে এসে মানুষকে বিপথে চালিত করেছিল যে মাফিয়া শক্তি, সেই শক্তি সহ , বুর্জোয়া একশ্রেণীর সংবাদ মাধ্যম এবং পশ্চিম দেশীয় অর্থের কাছে হারমানতে হয় এই বাম সেনাপতিকে। এখন দেখা যাচ্ছে ঐ প্রতিক্রিয়াশীল সমাজবিরোধী শক্তির অর্থের যোগানদার ছিল কিছু চিট ফান্ড যারা বর্তমানে বাংলার কয়েক লক্ষ মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে। তাই বাংলাকে এই করাল শিল্পবিমুখ দূষণ থেকে মুক্ত করতে, চিট ফান্ড, তলাবাজি থেকে মুক্ত করতেে এই ধরনের মানুষদের আজ বড় প্রয়োজন।
No comments:
Post a Comment