সংবিধান দিবস পালন করার জন্যও অনুমতি দিলনা কোলকাতা পুলিশঃ
2014/11/22 প্রেস বিজ্ঞপ্তি Leave a comment
বিজ্ঞপ্তিঃ সংবিধান দিবস পালন করার জন্যও অনুমতি দিলনা কোলকাতা পুলিশঃ ভারতীয় সংবিধানের ৬৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন, সংগঠনের সহযোগিতায় আগামী ২৬শে নভেম্বর কোলকাতার ওয়াই রোড থেকে রেডরোডে অবস্থিত ডঃ বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ পর্যন্ত যে পদযাত্রার আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল ন্যাশনাল সোশ্যাল মুভমেন্ট তার অনুমতিই দিলনা কোলকাতা পুলিশ। কোলকাতা ট্রাফিক পুলিশও দায়িত্ব নিতে অস্বীকার করল। এই ... Read More »
ওয়েব ডেস্ক: সারদাকাণ্ডে কোণঠাসা তৃণমূল কংগ্রেস। তাই বিজেপি চ্যালেঞ্জ ছুঁড়ে সরাসরি 'প্রত্যাঘাতে' তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী।
সারদাকাণ্ডের পাল্টা কালো টাকা ইস্যুতে ধর্মতলার সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তোপ, কালো টাকা কোথায় গেল, ফেরত নিয়ে আসুন।
পথে নেমেই কেন্দ্রকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় সভায় আজ তিনি বলেন, "ধমকে, চমকে লাভ নেই। আমরা সহ্য করি। কিন্তু এটা আমাদের দুর্বলতা নয়। "
মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মিছিলে হেঁটেছেন। তবে মোদী সরকারের বিরুদ্ধে এই প্রথম রাজপথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা তদন্তে তাঁর দল যে কেন্দ্রের রাজনৈতিক চক্রান্তের শিকার সাধারণ মানুষকে তা বোঝাতে আজকের এই সভা বলে মনে করছেন রাজনৈতিকমহল।
সারদার তদন্তে নাম উঠেছে তৃণমূলের একাধিক সাংসদ, মন্ত্রীর। সামনেই পুরভোট, প্রচারে সারদাকে ইস্যু করে তৃণমূলকে বিঁধবে বিজেপি। বিজেপিকে ঠেকাতে পাল্টা আন্দোলনের পথেই হাঁটার সিদ্ধান্ত নেওয়া ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প পথ নেই। তাই পুর ভোটের আগে দলের পুরনো ইমেজ ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ তৃণমূল কর্মীদের কাছে।
আর আজকের এই সভা তৃণমূল কর্মীদের বাড়তি অক্সিজেন দেবে, বলার অপেক্ষা রাখে না।
দীপঙ্কর নন্দী | |
|
এই মুহূর্তে
মমতার 'র' বার্তাই ঢাল করবে জঙ্গিরা, আশঙ্কায় আইনি মহল
খাগড়াগড় বিস্ফোরণের পিছনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা 'র'-এর হাত আছে বলে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, তাতে তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠেই গিয়েছিল। এ বার ওই মন্তব্য আদালতে অভিযুক্তদের জামিন পাওয়ার পথ সুগম করেবে কি না, সে প্রশ্নও তুললেন আইনজ্ঞ ও পুলিশের একাংশ। বস্তুত, যে ভাবে এক জন মুখ্যমন্ত্রী দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাকে দেশের মাটিতে বিস্ফোরণের জন্য অভিযুক্ত করেছেন, জাতীয় রাজনীতিতে তা অতি বিরল দৃষ্টান্ত।
পথে নেমেও বিভ্রান্তি, এ বার 'বাইরের লোক'
চাপ যত বাড়ছে, ততই যেন দিশাহীন হয়ে পড়ছেন তৃণমূল নেত্রী। আর তাতে তৃণমূলের ভিতরে-বাইরে বাড়ছে বিভ্রান্তি! সারদা-কাণ্ডে সিবিআই তৎপরতার বিরুদ্ধে পথে নেমে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "এক জন-দু'জন বাইরের লোক কী করল, তা নিয়ে দল ও সরকারকে কলুষিত করা হচ্ছে! চোর বলা হচ্ছে!" যে মন্তব্য শুনে তৃণমূলের অন্দরে গুঞ্জন, সাংসদ কুণাল ঘোষ, সহ সভাপতি রজত মজুমদার, উত্তরপ্রদেশে দলের পর্যবেক্ষক আসিফ খানের পরে এ বার কি সৃঞ্জয় বসুকেও ঝেড়ে ফেলতে চাইছেন তিনি?
দিনদুপুরে ভরা রাস্তায় 'আমরা সবাই চোর'
হাতে হাতে প্ল্যাকার্ড। অনেকের গলায় ঝুলছে অ্যাপ্রন। দাবি? 'আমরা সবাই চোর। আমাদের গ্রেফতার করুন'! এমন মিছিল বোধহয় প্রথম দেখল কলকাতা! বলিউডি ছবির লব্জে 'হাম সব চোর হ্যায়' অপরিচিত নয়। কিন্তু সেটাই রাজনীতির স্লোগান হয়ে উঠে এসে অপেক্ষমান নিত্যযাত্রী থেকে কর্তব্যরত পুলিশ, সকলের জন্যই কৌতুক এবং বিস্ময়ের উপাদান জুগিয়ে দিল সোমবার।
শুভাতে অপ্রসন্ন ইডি, হদিশ মিলল বেনামে শিল্পীর বিপুল সম্পত্তির
ব্যুরো: বেনামে শিল্পী শুভাপ্রসন্নর বিপুল সম্পত্তির হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুম্বইয়ে কেনা হয়েছে তিনটি হোটেল। যার পিছনে সারদার অর্থই আছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা। অর্থের উত্স জানতে কাল ফের তলব করা হয়েছে শুভাপ্রসন্নকে।
সারদা কর্তা সুদীপ্ত সেনকে নিজের মালিকানাধীন টিভি চ্যানেল বিক্রি করেন শুভাপ্রসন্ন। চালু না হওয়া, পরিকাঠামোহীন ওই চ্যানেলের পিছনে বিশাল অঙ্কের টাকা ঢেলেছিলেন সারদা কর্তা। সেই কেনাবেচার তদন্তে নেমে শিল্পীর আরও বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে ইডি। চ্যানেল কেনাবেচা সম্পর্কে জানতে ইতিমধ্যে শিল্পীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। কিন্তু বারবারই অভিযোগ উঠেছে, বহু তথ্য গোপন করছেন শুভাপ্রসন্ন। এরই মধ্যে ইডির নজরে আসে তৃণমূল ঘনিষ্ঠ এই চিত্রশিল্পীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মধ্যে একটি বেসরকারি ব্যাঙ্কের এবং অন্যটি রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে। দুটি অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে।
তদন্তকারীদের দাবি, ওই দুটি অ্যাকাউন্ট থেকে প্রথমে টাকা গেছে শুভাপ্রসন্নর মেয়ের অ্যাকাউন্টে। সেখান থেকে ফের ওই টাকা গেছে মুম্বই ও গোয়ার কয়েকজন ব্যবসায়ীর অ্যাকাউন্টে। এই লেনদেনের সূত্র ধরেই ইডি অফিসাররা জানতে পেরেছেন, ওই টাকায় মুম্বইয়ে কেনা হয়েছে তিন-তিনটি হোটেল।
এ সম্পর্কে জানতে শুভাপ্রসন্নকে ইতিমধ্যে তিন বার তলব করেছে ইডি। কিন্তু শিল্পী কোনওবারই উপস্থিত হননি। নিজের চার্টার্ড অ্যাকাউন্টট্যান্টের মাধ্যমে কয়েকবার নথি পাঠিয়ে দিয়েছেন। তবে তাতে অর্থের উত্স সম্পর্কে কিছু উল্লেখ নেই। লেনদেনের খুঁটিনাটি জানতে চাওয়া হলে তারও কোনও সদুত্তর পাওয়া যায়নি। এরপরই গত শনিবার শুভাপ্রসন্নর ওই দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় ইডি। ফ্রিজ করে দেওয়া হয়েছে তাঁর চব্বিশটি ফিক্সড ডিপোজিটও।
প্রাথমিক তদন্তে ইডির সন্দেহ, চ্যানেল কেনাবেচা ছাড়াও সারদা গোষ্ঠী থেকে বিপুল অর্থ ঢুকেছিল শিল্পীর অ্যাকাউন্টে। এবং সেই অর্থেই বেনামে সম্পত্তি কেনা হয়েছে। গোটা বিষয়টি স্পষ্ট করতে ফের বুধবার তলব করা হয়েছে শুভাপ্রসন্নকে। যদিও তদন্তকারীরা সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এবার তাঁকেই সশরীরে হাজিরা দিতে হবে, একথা জানিয়ে দেওয়া হয়েছে শিল্পীর চার্টার্ড অ্যাকাউন্টটেন্টকে। তদন্তকারীদের ইঙ্গিত, বুধবারও হাজিরা না দিলে শুভাপ্রসন্নর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।
লক্ষ্য বিজেপিকে আক্রমণ, অস্ত্র কালো টাকা ইস্যু, আজ দিল্লিতে ধরনায় তৃণমূল
নয়া দিল্লি: সারদা কেলেঙ্কারি নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তখন কালো টাকা ইস্যুকে সামনে রেখে পাল্টা লড়াইয়ের কৌশল নিল তৃণমূল কংগ্রেস। আজ সংসদের সামনে ধরনায় বসছে তৃণমূল কংগ্রেস। আক্রমণের লক্ষ্য বিজেপি।
কালো টাকা সহ একগুচ্ছ ইস্যুতে কেন্দ্রে শাসক দলের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গত লোকসভা ভোট এবং তারপর বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটে যে বিপুল অঙ্কের টাকা বিজেপি খরচ করেছে তার উত্স কী? এর জবাব সংসদে দিতে হবে বলে দাবি তুলেছে তৃণমূল। তাদের আরও অভিযোগ, কালো টাকা দেশে ফিরিয়ে আনা ইস্যুতে বিজেপি প্রতিশ্রুতিভঙ্গ করেছে। এই প্রশ্নে সমভাবাপন্ন দলগুলিকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে পয়তাল্লিশ জন সাংসদ তৃণমূলের। তাঁদের যাতে হালকাভাবে না নেওয়া হয়, এই সতর্কবার্তাও শোনা গিয়েছে দলনেত্রীর গলায়।
No comments:
Post a Comment