বউ ও মায়ের জন্য মুক্তিযুদ্ধে যেতে পারিনি ঃ রামেন্দু মজুমদার
আমার পক্ষে সরাসরি যুদ্ধে যাওয়া সম্ভব ছিল না। কারণ আমি সবে ফেরদৌসীকে (মজুমদার) নিয়ে এখানে এসেছি। নতুন পরিবেশে ওকে একা ফেলে যাওয়ার কথা ভাবতে পারছিলাম না। তাছাড়া মা যেভাবে আমার জন্য সবসময় চিন্তা করেন, তার বন্ধন কাটিয়েও যাওয়ার কথা ভাবতে পারছিলাম না।তবে আমি যদি একা থাকতাম, কোনরকম পারিবারিক পিছুটান না থাকত, তবে নিশ্চয়ই মুক্তিযুদ্ধের সাথে কোন না কোনভাবে সরাসরি জড়িত হতাম। মানুষের জীবনে এমন সুযোগ কমই আসে।
- রামেন্দু মজুমদার / প্রথম তিরিশ ॥ [ সাহিত্য প্রকাশ - ফেব্রুয়ারী, ২০০৭ । পৃ: ৯৬-৯৯ ]
No comments:
Post a Comment