Dhaka daily dish, 178th Issue, 30th Nov '14
Dear All
Death is inevitable. At the birth, every one arrives with a confirmed
Return Ticket. Birth in most cases brings happiness around – death
brings agony and pain. Death of senior journalist and commentator
Mr Jaglul Ahmed Chowdhury is irreparable lose to free minded media
in Bangladesh. Common Citizens knew very little about this humble,
honest and highly educated person. Only to pay respect & reward of
prayer for his departed soul, two features on him are placed today.
One is from Mr Naim Nizam, Editor of Bangladesh Protidin (where the
last feature from late Jaglul "কথা রাখলেন ওবামা" was printed and was
placed in yesterday's DDD 177). Another one is from Mr Pir Habibur
Rahman, a prominent political commentator. Both of them expressed
their feelings for a fellow friend in most respectable manner. Thanks.
Haque, Lowell, MA, USA.
হৃদয়ের রক্তক্ষরণে বিদায় প্রিয় জগ্লুল ভাই, বিদায়
নঈম নিজাম, Editor, Bangladesh Pratidin : ০১ ডিসেম্বর, ২০১৪
সময়টা ২০০৭ সালের জানুয়ারি মাসের। মধ্য দুপুরে ঢাকা ক্লাবে একাকী বসে আছি। যে কোনো
কারণে এক কঠিন দহনে বুকভাঙা কষ্টে ছিলাম। এলোমেলো চিন্তায় চোখে-মুখে ক্লান্তি। একটা
দীর্ঘশ্বাস আমাকে আঁকড়ে ছিল। হঠাৎ একজন মানুষ পেছন থেকে এসে কাঁধে হাত রাখলেন।
আমার দিকে তাকিয়ে কি বুঝলেন জানি না, পাশের চেয়ারে বসলেন। অর্ডার দিলেন ফলের রসের।
বললেন, মন খারাপ নাকি? তোমাকে তো একা বসে থাকতে দেখি না। মন খারাপই ছিল। বঞ্চনার
তীব্র দহন ভিতরে। কিছুই বললাম না। সামনে বসা মানুষটি গল্প শুরু করলেন। উত্তম-সুচিত্রা জুটি
মাঝে ছবি বিশ্বাস। সলিল চৌধুরী থেকে মান্না দে, কোনো কিছু বাদ নেই। …………
থাই পাহাড়ের মতো ভারী জগ্লু ভাইয়ের মৃত্যু
পীর হাবিবুর রহমান : ৩০ নভেম্বর, ২০১৪, Bangladesh Pratifin
………… জগ্লু ভাই, আপনি জেনে যান আপনি যখন চিরনিদ্রায় শায়িত হতে যাচ্ছেন তখন
জেনে গেলেন না, আপনার জীবন কতটা ধন্য হয়েছে। বিনা নোটিসে অকালে ঘাতক বাসের চালকের
কারণে চলে গেলেও আমরা সবাই অশ্রুজলে আপনাকে হৃদয়নিঃসৃত ভালোবাসা জানাচ্ছি। জগ্লু ভাই,
অনেক দেখা হওয়ার কথা ছিল, আর কোনো দিন আপনার স্নেহসিক্ত উষ্ণ হাতের ছোঁয়া আমার কাঁধে
পড়বে না। এক জীবনে মানুষ অনেক কিছুই করতে পারে না। আপনি অনেক কিছুই করেছেন। এই দেশ
ও মানুষের সঙ্গে আপনার ভালোবাসার ঋণে বাঁধা থাকলাম। জগ্লু ভাই, কবরে শায়িত হওয়ার পর
আপনি কোথায় কেমন থাকবেন, জানি না। মানবজীবনের রহস্যময়তা ছাড়িয়ে আপনি এক অন্য
জগতে চলে গেলেন। চাইলেও আর আপনাকে আমাদের প্রিয় আড্ডার আসরে, কাজের জগতে ফিরে
পাব না। জগৎ সংসারের মোহমুক্তি ঘটিয়ে চিরবিদায়ের এই করুণ বেলায় আমার হৃদয়ের সব
আবেগ-অনুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে শুধু বলতে চাই- হে অগ্রজ, তোমায় অভিবাদন। তোমার
ভালোবাসায় ঋণী থাকলাম। তোমার শিক্ষা মাথায় তুলে রাখলাম। তুমি শান্তিতে ঘুমাও, আল্লাহর
কাছে তোমার মাগফিরাত কামনা করছি। তোমার মতো ভালো মানুষের জন্য আল্লাহর ফেরেশতারা
জান্নাতের দরজা খুলে দিন । । ।
No comments:
Post a Comment