The Kurdish huamnit has been suffering since Saddam regime and the Gulf War had the logic of this ethnic cleansing for the desert storm as the plight of Kurdish people had been showcased to justify the oil war.
But Turkey where the world leaders met just after the Pris terror strike to call afresh the War against Terror and Indian political leadership proved to be proactive to join that war,as the most active partner of US,the United Kingdom is detached as its Parliament denied the mandate.
No less than seventy US citizens have been killed in Paris and White House and Pentagon are bleeding with its own citizens` bleeding for which US leadership is most responsible.Thus,President Obama has to do something has he has to answer the masses.
Putin exposed the developed world more than enough and mind you,it is not conspiracy theory.He brought forward that the developed nations including the members of the G 20 group stand with ISIS.
They had nothing but now they have captured the entire Arab Territory and I am afraid that the war zone has been shifted right into our heart as ISIS threat spares none.
FRANCE suspended Civic and Human rights and it would be endorsed with amendment in the French constitution.
It is greatest calamity that France becomes Manipur or Kashmir or Central India which has been land of liberty and fraternity,equality and justice and Paris always remained the capital of the universal literature,art,music,white roses.
Any nation may be provoked to suspend civic rights,human right all on the name of security.
If Bangladesh opted for black out,we may not hope light in India either.
ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবার বন্ধ
বাংলাদেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসি দেশের সব মোবাইল ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ সেবা অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।
বিটিআরসি কর্তৃপক্ষ বলছে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল রেখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ আজ বুধবার রায় দেবার কিছুক্ষণের মধ্যেই বিটিআরসি এই নির্দেশ জারি করে।
এদিন দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএপি) সূত্রে জানা যায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নির্দেশনা অনুযায়ী তারা ইন্টারনেট সেবা বন্ধ করতে বাধ্য হয়েছেন। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ একে একে বন্ধ হয়ে যায়। তবে, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ না থাকায় সরকারি নির্দেশ সত্ত্বেও কিছু কিছু এলাকায় ইন্টারনেট সেবা অব্যাহত ছিল।
এদিকে, দুপুর দুইটার দিকে সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি বলে দাবি করতে থাকেন টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী। তবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন, ট্যাঙ্গো ও হ্যাঙআউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে স্বীকার করেন তিনি।
দুপুর তিনটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়েছে বলে জানা গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রাজধানীর বেশিরভাগ এলাকায় দেখা যাচ্ছে না। অ্যাপসগুলোও বন্ধ পাওয়া গেছে।
--
Pl see my blogs;
Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!
No comments:
Post a Comment