Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Monday, August 19, 2013

খাদ্য বিল পাশ করাতে আজ মরিয়া কংগ্রেস

খাদ্য বিল পাশ করাতে আজ মরিয়া কংগ্রেস

খাদ্য বিল পাশ করাতে আজ মরিয়া কংগ্রেস
নয়াদিল্লি: লোকসভায় মঙ্গলবার খাদ্য সুরক্ষা বিল পাশ করাতে মরিয়া কেন্দ্রীয় সরকার৷ কী ভাবে তাতে সাফল্য মিলবে তার কৌশল ঠিক করার জন্য প্রধানমন্ত্রী সোমবার কংগ্রেস নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন৷ তারপর সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের সঙ্গেও আলোচনায় বসেছিলেন কংগ্রেস নেতারা৷ এই বিলে সম্মতি দেওয়া নিয়ে মুলায়মের আপত্তি আছে৷ কংগ্রেস চাইছে, ইউপিএ-র শরিক ও সহযোগী দলগুলিকে সঙ্গে নিয়েই খাদ্য সুরক্ষা বিল পাশ করাতে৷ বিরোধীদের আনা কিছু সংশোধনী মেনে নেওয়া হবে বলেও জানিয়েছেন সংসদ-বিষয়ক মন্ত্রী কমল নাথ৷ বিজেপি যদি এরপরও বিল পাশ করাতে না দেয়, তা হলে তার পুরো দায় প্রধান বিরোধী দলের ওপরে চাপিয়ে দেওয়ার পথেই হাঁটছে কংগ্রেস৷ 



এই অধিবেশনে বেশ কয়েকবার খাদ্য সুরক্ষা বিল পাস করাতে চেয়েও ব্যর্থ হয়েছে সরকার৷ মূলত বিজেপি-র কৌশলের কাছে পরাজিত হতে হয়েছে তাদের৷ বিজেপি-র শর্ত হল, লোকসভায় হইহল্লার মধ্যে বিল পাস করানো যাবে না৷ এদিকে তেলুগু দেশমের চার সাংসদ লোকসভার অধিবেশন শুরু হলেই স্লোগান দিতে থাকেন৷ আর এই বিল নিয়ে খাদ্যমন্ত্রী বলতে উঠলেই বিজেপি সাংসদরা অভিযোগ করেন, তাঁরা কিছু শুনতে পারছেন না৷ এভাবেই বারবার অধিবেশন মুলতুবি হয়ে যায়৷ 



মঙ্গলবার এই অবস্থা থেকেই বেরিয়ে আসতে চাইছে কংগ্রেস৷ তবে তা খুব একটা সহজ হবে না৷ এদিনও বিজেপি নেতা মুরলীমনোহর জোশী বলেন, 'এটা তো খাদ্য সুরক্ষা বিল নয়, ভোট সুরক্ষা বিল৷' বিজেপি-র বক্তব্য, তারা বেশ কিছু সংশোধনী এনেছে, সরকার সেগুলো মানলেই বিল পাশ করা যাবে৷ সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাটেরও দাবি, 'সংশোধনী-সহ বিল পাশ করাতে হবে৷ সকলের জন্যই খাদ্য সুরক্ষা চায় সিপিএম৷' একই দাবি বিজেপি-রও৷ এ প্রসঙ্গে সংসদ-বিষয়ক মন্ত্রী কমল নাথ বলেন, 'সরকারও কিছু সংশোধনী আনবে৷ বিরোধীদের দাবিগুলোও যতটা সম্ভব মানা হবে৷' তবে কংগ্রেস সূত্রের খবর, বিজেপি যে হুবহু ছত্তিশগড়ের মডেলে বিল আনার কথা বলছে, তাতে রাজি হওয়াটা কেন্দ্রীয় সরকারের পক্ষে প্রায় অসম্ভব৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...