Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Monday, August 5, 2013

ক্যানসারের ওযুধের স্বত্ব হারাল গ্ল্যাস্কোস্মিথক্লাইন

ক্যানসারের ওযুধের স্বত্ব হারাল গ্ল্যাস্কোস্মিথক্লাইন

ক্যানসারের ওযুধের স্বত্ব হারাল গ্ল্যাস্কোস্মিথক্লাইন
এই সময়: নোভার্টিজের পরে এবার গ্ল্যাক্সোস্মিথক্লাইন৷ তাদের জীবনদায়ী ওষুধে স্বত্ব দিল না ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড বা আইপিএবি৷ স্বত্ব না-থাকায় যে কোনও সংস্থা ওই ওষুধ তৈরি করে বাজারে বিক্রিকরতে পারবে, ফলে ব্রেস্ট ক্যানসার ও কঠিন টিউমারের রোগে প্রয়োজনীয় ওষুধটির পাওয়া যাবে সস্তা দরে৷ তবে এই রায়ের ফলে ভারতের ১,৩০০ কোটি টাকার ওষুধের বাজারে বহুজাতিক ওষুধ নির্মাতারা বিনিয়োগে আদৌ আগ্রহী হবে কিনা, তানিয়ে প্রশ্ন উঠছে৷


প্রশাসনিক ভাবে সরকার চেষ্টা করলেও, আইনগত সমস্যা থাকায় একের পর এক সংস্কারেও দেশে বিদেশি বিনিয়োগ ঢুকছে না৷ 

ক্যানসারের ওষুধ টাইকার্বের স্বত্ব চেয়ে গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) যে আবেদন করেছিল, শুক্রবার তা খারিজ করে দেয় আইপিএবি৷ তারা জানিয়ে দেয়, কোনও মৌলিক আবিষ্কারের উপর স্বত্ব দাবি করা যেতে পারে, কিন্ত্ত তার রেশ ধরে কোনও আবিষ্কার (ইনক্রিমেন্টাল ইনোভেশন) হলে তার উপরে স্বত্ব দাবি করা যাবে না৷ 

স্তন ক্যানসার ও শক্ত টিউমারের ওষুধের উপাদান ল্যাপাটিনিব নামে যৌগের উপরে স্বত্বের দাবি ইতিমধ্যেই মঞ্জুর করেছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড (আইপিএবি)৷ টাইকার্ব হল ল্যাপাটিনিবের লবনের রূপভেদ৷ তাই এর উপরে স্বত্বের দাবি মানতে নারাজ সর্বোচ্চ আদালত৷ একই যুক্তিতে তারা নোভার্টিজের ক্যানসারের ওষুধ গ্লিভিকের স্বত্বের আবেদনও বাতিল করে দিয়েছিল৷ সে ক্ষেত্রেও যুক্তি ছিল, ইম্যাটিনিব নামে একটি পরিচিত যৌগের রদবদল ঘটিয়েই ওষুধটি তৈরি৷ 

তবে জার্মানির ফ্রেসেনিয়াসের অধীন ভারতীয় সংস্থা ফ্রেসেনিয়াস কাবি অঙ্কোলজির পাল্টা চ্যালেঞ্জ, মূল যৌগ ও বাণিজ্যিক ভাবে উত্‍পাদিত ওষুধ-- এর কোনওটিই মৌলিক আবিষ্কার নয়৷ ফ্রেসেনিয়াসের কৌঁসুলি, এস মজুমদার অ্যান্ড কোম্পানির ডোমিনিক আলভারেস বলেন, 'গ্লিভেক নিয়ে ঐতিহাসিক রায়ের পুনরাবৃত্তি৷ আইপিএবি বলেছে ল্যাপাটিনিবের কোনও লবণের রূপভেদ (সল্ট ভার্সন) পেটেন্ট পেতে পারে না৷'

মেধাস্বত্ব বাতিল হয়েছে যাদের 

সংস্থা ওষুধ ফাইজার আইএনসি সুটেন্ট (ক্যানসার) রোচে হোল্ডিং পেগাসিস (হেপাটাইটিস সি) মার্ক অ্যান্ড কোম্পানি অ্যাজমার ওষুধ নোভার্টিজ গ্লিভেক (ক্যানসার) 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...