Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Tuesday, December 9, 2014

দুই বিঘা জমির সেই উপেনকে মনে আছে তোমাদের? মনে নাও থাকতে পারে,কিন্তু দেওয়ালের শক্ত বেড়াটা ডিঙ্গিয়ে দেখো অজস্র উপেন তোমারই চারিপাশে ঘুরে বেড়াচ্ছে।আর জমিদার সে বেশ বদলে বহাল তবিয়তে আছে।

দুই বিঘা জমির সেই উপেনকে মনে আছে তোমাদের? মনে নাও থাকতে পারে,কিন্তু দেওয়ালের শক্ত বেড়াটা ডিঙ্গিয়ে দেখো অজস্র উপেন তোমারই চারিপাশে ঘুরে বেড়াচ্ছে।আর জমিদার সে বেশ বদলে বহাল তবিয়তে আছে।
মানুষ বড় হয় তখনই যখন লাজলজ্জা,ঠিক ভুলের বিচারটা একদম ছুঁড়ে ফেলে দিয়ে স্বার্থান্বেষী হয়ে পড়ে।অন্যজন কষ্ট পেলেও চোখ বুজে পাশে পড়ে থাকতে শেখে তখন।বিবর্তনের ধারানুযায়ী সে খাটতে চায় না আর একদমই,দুর্বলকে প্রতিহত করে কেড়ে ঠিকই নেব এমনই মনোভাব! দিনের শেষে সুখ চাই,আরো আরো সুখ চাই।ধরে আনতে বলে কোনো শিশুর মাকে,শরীর খাওয়ার লোভ ভোলে কি করে! সারা রাত চলে আরেক বিবর্তনবাদ,একলা ঘরে শিশু মরে মরুক,সুখটা তো উপভোগ করি।সকাল এলে মৃতা ধর্ষিতার লাশটা সযত্নে রেখে আসে শিশুটার পাশে।বুকের দুধ খাবে বলে সে মাকে হামাগুড়ি দিয়ে ডাকে,কিন্তু সব যে শেষ! আজকের দিনে কাতারে কাতারে উপেন জন্ম নেয় তোমার পাশে,তুমি জানো না।জমিদার প্রভাবশালী ছিল,আরো হয়েছে।আরো হিংস্র হয়েছে,লোভের বশে সে প্রতি শিশুর কাছে অপরাধী বনে সে খেয়াল তার নেই।অসৎ হয়েই ভালো থাকা যায় একথাটা মানুষ আজও বোঝেনি,তাই বোধহয় কিছু মেয়ে আজও দ্রৌপদী হওয়ার ভয়টাও অনুভব করে না।যেদিন প্রত্যেক মেয়ে দ্রৌপদী হওয়ার ভয় অনুভব করবে,বিবস্ত্র হওয়ার ভয় সবার সামনে,বুঝে নিও সেদিন একটা মানুষও আর অসুখী থাকবে না।

দুই বিঘা জমির সেই উপেনকে মনে আছে তোমাদের? মনে নাও থাকতে পারে,কিন্তু দেওয়ালের শক্ত বেড়াটা ডিঙ্গিয়ে দেখো অজস্র উপেন তোমারই চারিপাশে ঘুরে বেড়াচ্ছে।আর জমিদার সে বেশ বদলে বহাল তবিয়তে আছে।  মানুষ বড় হয় তখনই যখন লাজলজ্জা,ঠিক ভুলের বিচারটা একদম ছুঁড়ে ফেলে দিয়ে স্বার্থান্বেষী হয়ে পড়ে।অন্যজন কষ্ট পেলেও চোখ বুজে পাশে পড়ে থাকতে শেখে তখন।বিবর্তনের ধারানুযায়ী সে খাটতে চায় না আর একদমই,দুর্বলকে প্রতিহত করে কেড়ে ঠিকই নেব এমনই মনোভাব! দিনের শেষে সুখ চাই,আরো আরো সুখ চাই।ধরে আনতে বলে কোনো শিশুর মাকে,শরীর খাওয়ার লোভ ভোলে কি করে! সারা রাত চলে আরেক বিবর্তনবাদ,একলা ঘরে শিশু মরে মরুক,সুখটা তো উপভোগ করি।সকাল এলে মৃতা ধর্ষিতার লাশটা সযত্নে রেখে আসে শিশুটার পাশে।বুকের দুধ খাবে বলে সে মাকে হামাগুড়ি দিয়ে ডাকে,কিন্তু সব যে শেষ! আজকের দিনে কাতারে কাতারে উপেন জন্ম নেয় তোমার পাশে,তুমি জানো না।জমিদার প্রভাবশালী ছিল,আরো হয়েছে।আরো হিংস্র হয়েছে,লোভের বশে সে প্রতি শিশুর কাছে অপরাধী বনে সে খেয়াল তার নেই।অসৎ হয়েই ভালো থাকা যায় একথাটা মানুষ আজও বোঝেনি,তাই বোধহয় কিছু মেয়ে আজও দ্রৌপদী হওয়ার ভয়টাও অনুভব করে না।যেদিন প্রত্যেক মেয়ে দ্রৌপদী হওয়ার ভয় অনুভব করবে,বিবস্ত্র হওয়ার ভয় সবার সামনে,বুঝে নিও সেদিন একটা মানুষও আর অসুখী থাকবে না।
Like · Share

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...