১) আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না। ৩ (১৪০)
২) কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অহেতুক বিদ্রোহ-আচরণ করে বেড়ায়। ৪২ (৪২)
৩) বস্তুত আল্লাহ ধ্বংসাত্মক কাজে লিপ্তদের ভালবাসেন না। ৫(৬৪)
৪) ধর্মের জন্য কোনো জোর জবরদস্তি নেই। ২(২৫৬)
৫) নিজের ধর্মমত জোর করে অন্যের ওপর চাপানো বান্ছনীয় নয়, করলে ধর্মের প্রতিই অত্যাচার করা হয়। ২২(৪০)
৬) তোমরা কেউ কারো রক্তপাত করবে না। ২(৮৪)
এই বাক্যগুলি পবিত্র কোরআন-এর আহ্বান থেকে নেওয়া। প্রথম সংখ্যাটি সুরা এবং দ্বিতীয়টি আয়াত।
যারা শিশুদের হত্যা করে, তারা কি কোরআন-এর আহ্বান সম্পর্কে জ্ঞাত?
যদি জ্ঞাত না হন,তারা কি মুসলমান আদৌ?
আল্লাহ, ক্ষমা করুন হত্যাকারীদের।
No comments:
Post a Comment