Saradindu Uddipan
আজ সন্ধ্যায় আলিপুর, রবীন্দ্রনগর বিআর আম্বেদকর মিশন বাবা সাহেবের ১২৫তম জন্মদিন পালন করে। দিল্লীর জহরলাল নেহেরু ইউনিভার্সিটি দুই গবেষক এবং হায়দ্রাবাদ ইউনিভার্সিটির এক ছাত্র এই সভায় আমাদের সাথে উপস্থিত ছিলেন। এই ছাত্রছাত্রীরা সরাসরি রোহিত ভেমুলার স্বাধিকার আন্দোলনের সাথে যুক্ত। গবেষকেরা জানান যে সামাজিক পরিবর্তনের সাথে সাথে একটি বিশাল সংখ্যক মূলনিবাসী ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য উঠে আসছে। ফলে ছাত্র রাজনীতিতে ঘটে গেছে এক অভাবনীয় পরিবর্তন। এই মূলনিবাসী ছাত্রছাত্রীরা বাবাসাহেব আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংগঠন গড়ে তুলছে। মূলত মনুবাদী সরকারের গাত্রদাহ এইখানে যে এই ভাবে মূলনিবাসী ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার আঙিনা দখল করে নিলে তাদের হাতের থেকে রাজনীতির রাশ বেহাত হয়ে যাবে। ফলে যে ভাবেই হোক মুলনিবাসী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার আঙ্গিনায় আসা বন্ধ করতে হবে। সার্বিক ভাবে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করেই চলছে অসহিষ্ণুতা ও অসহযোগিতা। এই অসহিষ্ণুতা ও অসহযোগিতার চরম উদাহরণ রোহিত ভেমুলা।
আশার কথা মনুবাদী সরকার যত ফন্দী ফিকিরি করছে কলেজ ক্যাম্পাসে তত জোরে আওয়াজ উঠছে "জয় ভীম"।
No comments:
Post a Comment