We ,the people so blind nationalist do not know the martyrs till this date who belonged to indigenous communities.Kudmi Mahto community for Adivasi landscape in Bihar,Jharkhand and Orissa fought against British since 1757 just after Clive defeated Siraj in Plassy and we branded all indigenous rulers from Maharashtra to Assam,bihar,Jharkhand,MP and Bengal as criminals.Chuar Vidroh is all abot that.The history has no record as I have been engaged to onect the missing links.
Now
Soumyadip Mahato writes about Unknwn Kurmies Sheetal Mahato,Ganesh Mahato,Sahadev Mahato and Mohan mahato who were killed in Jungle Mahal in Bengal while the police opened fire on 25th January 1930.on 30th September the rebels attacked Manbajar Tahna where Chunaram Mahato and Govind Mahato were killed by British.Raghram Mahato is a legend.Rest of India is quite unaware about the Char revolt from 1767 to 1805.
Soumyadip Mahato writes
স্বাধীনতার এত বছর পরেও কুড়মী/ মাহাত স্বাধীনতা সংগ্রামীরা ইতিহাসের পাতায় জায়গা পেল না, শহীদের মর্যদা তো অনেক দূরে। এদের মধ্যে লাঠি চর্চা, তিরন্দাজ প্রভৃতি জন্মগত। 1930সালে 15ই জানুয়ারী সত্যকিংকর দত্তের স্মরন সভায় 144ধারা জারী করে ব্রীটিশ সরকার নিরস্ত্র আন্দোলন কারীদের উপর গুলি চালায় শহিদ হন শীতল মাহাত, গনেশ মাহাত, গোকুল মাহাত, সহদেব মাহাত, মোহন মাহাত এই স্মরন সভা আজও সত্যমেলা নামে পরিচিত। 1942সালে 30শা সেপ্টেম্বর মান বাজারে থানা আক্রমন কালে শহিদ হন চুনারাম মাহাত, গোবিন্দ মাহাত। রঘুনাথ মাহাত র অবদানের কথা অনেকে শুনে থাকবেন। 1767 থেকে 1805 চূয়াড় বিদ্রোহের ইতিহাসে কুড়মীদের অবদান অপরিসীম, দুঃখের কথা এটাই ইতিহাস এদেরকে চূয়াড় বললেও ইতিহাসের পাঠ্যসূচীতে কারও নাম নেই। কুড়মীদের উপজাতি তালিকাতেও আর জায়গা নেই।
কৃতঞ্জতা স্বীকার
No comments:
Post a Comment