Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Tuesday, June 11, 2013

ধিক্কার মিছিল


ব্যারাকপুরে আক্রান্ত এবিপি আনন্দর সাংবাদিক আস্তিক চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে৷ আগামিকালই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে৷ মঙ্গলবার আস্তিক এবং অপর আহত সাংবাদিক বরুণ সেনগুপ্তকে দেখতে আসেন বিদ্বজনেরা৷ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে মিছিল হয় শহরে৷


অন্য গত শুক্রবার আস্তিক ব্যারাকপুরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের খবর সংগ্রহ করতে৷ কিন্তু তৃণমূল কর্মীদের নির্বিচারে রড, লাঠি, বাঁশের আঘাতে এখন হাসপাতালে শয্যাশায়ী৷ মৃত্যুমুখ থেকে ফিরে আসার সেই আতঙ্ক এখনও স্পষ্ট আস্তিক চট্টোপাধ্যায় ও ২৪ ঘণ্টার বরুণ সেনগুপ্তের চোখেমুখে৷
হাসপাতাল সূত্রে খবর, অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বুধবারই ছাড়া হতে পারে আস্তিককে৷ তবে আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিত্‍সকরা৷ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বরুণও৷
মঙ্গলবার সংস্কৃতি সমন্বয়ের পক্ষ থেকে আস্তিককে দেখতে আসেন অশোক মুখোপাধ্যায়, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, বাদশা মৈত্র প্রমুখ৷ দেখতে যান অধ্যাপিকা মালবিকা চট্টোপাধ্যায় ও মালিনী ভট্টাচার্যও৷ সাংবাদিকদের ওপর এ হেন আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সকলে৷
ব্যারাকপুরকাণ্ডের প্রতিবাদে এ দিন রাজপথে নামেন সাংবাদিকরা৷ মিছিলের উদ্যোক্তা ছিল কলকাতা প্রেস ক্লাব৷ সহকর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে পা মেলাতে বিভিন্ন জেলা থেকেও সাংবাদিকরা যোগ দিয়েছিলেন প্রতিবাদ মিছিলে৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...