Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Sunday, June 16, 2013

ইশরতকে লস্কর জঙ্গি বলে হেডলি, দাবি করল আইবি

ইশরতকে লস্কর জঙ্গি বলে হেডলি, দাবি করল আইবি

নয়াদিল্লি: ইশরত মামলায় এ বার জড়িয়ে গেল মুম্বই হানার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির নাম৷ ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র দাবি, হেডলিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, গুজরাট পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ইশরত জাহান নাকি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার সদস্য ছিলেন৷ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের এই তথ্য জানিয়েছে বলে দাবি আইবি-র৷ সম্প্রতি সিবিআই দাবি করেছিল, এই মামলায় অভিযুক্ত আইবি-র স্পেশাল ডিরেক্টর রাজেন্দ্র কুমারের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে৷ এই নিয়ে জোরদার হয়েছিল সিবিআই-আইবি তরজা৷ এর পরই একটি চিঠিতে সিবিআইকে হেডলি সংক্রান্ত তথ্যটি জানিয়ে কার্যত পিঠ বাঁচানোর চেষ্টা করল আইবি৷

আইবি-র পাঠানো চিঠির বয়ান অনুযায়ী, ২৬/১১-এর মুম্বই হানার মূলচক্রী জাকি-উর-রেহমান লকভির কাছ থেকেই ইশরত সংক্রান্ত তথ্য পান হেডলি৷ শীর্ষ জঙ্গিনেতা মুজাম্মিল ভাট লকভিকে জানিয়েছিলেন, গুজরাটের বেশ কয়েকটি ধর্মীয় স্থানে আক্রমণের পরিকল্পনা করেই ইশরত নামে এক মহিলা আত্মঘাতী জঙ্গিকে নিয়োগ করেছিলেন তিনি৷ লকভি সেই তথ্য ফাঁস করেছিলেন হেডলির কাছে৷ লকভি আপাতত আটক রয়েছেন পাকিস্তানের জেলে৷ অন্য দিকে ৩৫ বছর কারাদণ্ডপ্রান্ত হেডলি আপাতত মার্কিন জেলে বন্দি৷

প্রসঙ্গত, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকরা আমেরিকা গিয়ে হেডলিকে জেরা করেছিলেন৷ তাই আইবি-র দাবির সত্যতা বিচারে এনআইএ-র শরণাপন্ন হলেও কোনও সাহায্যই মেলেনি বলে অভিযোগ সিবিআই-এর৷ এনআইএ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে৷ এনআইএ-র এক আধিকারিকের মন্তব্য, 'সিবিআই-এর তরফে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি৷ আর যোগাযোগ করা হলেও আইনি জটিলতার কারণে হেডলির কোনও তথ্য আমরা সিবিআইকে দিতে পারব না৷'

তবে ইশরত নিয়ে হেডলির এমন দাবি এই প্রথম নয়৷ এনআইএ জানিয়েছিল, ইশরত সম্পর্কে হেডলির মন্তব্যটি উড়ো খবর না সত্যি, কোনও ক্ষেত্রেই প্রমাণ মেলেনি৷ নিজেদের আধিকারিকের জেরা এড়াতেই কি আইবি-র এই পত্রবোমা? সিবিআই-এর অবশ্য দাবি, আইবি-র চিঠির সঙ্গে তদন্তের কোনও সম্পর্ক নেই৷ সংঘর্ষটি ভুয়ো ছিল কিনা জানতে রাজেন্দ্রকে জেরা করা প্রয়োজন৷ - সংবাদসংস্থা

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...