---------- Forwarded message ----------
From: Swadhin Bangla <banglaswadhin@gmail.com>
Date: Tue, 31 Jul 2012 17:08:04 +0600
Subject: মন্তব্য
To: milon.ahmed8@gmail.com
Dear writer,
"সুচিত্রা-সুবর্ণা-উইনি-ক্যামিলা-তসলিমা" শিরোণামের লেখা পাঠান্তে আমি
একমত পোষণ করি যে "স্মৃতি মুছে ফেলা সম্ভব নহে", "তাই রুদ্রের মৃত্যুর
খবর পেয়ে তসলিমা পাগলের মতো ছুটে গিয়েছিলেন লাশের কাছে" । কিন্তু তসলিমা
ধার্মিক পরিবারে লালিত পালিত এবং আমরা তাকে মুসলমান হিসাবে দেখিয়াছি
।তাহা হইলে ধর্মের স্মৃতি কিভাবে মুছে ফেলা যায়? শুধু তাই নয় তসলিমা
কিভাবে তার সাবেক ধর্মের বিরুদ্ধে অপপ্রচার করতে পারে? কয়েকটি লিংক দেওয়া
হইল:
http://tl.gd/iiid49 ,
http://tl.gd/ii39mm ,
http://tl.gd/hqbsbo ,
http://tl.gd/hqrqne ,
http://tl.gd/h4kui4
"এখানে নারীর নিজস্বতা বলে কিছু নেই, স্বামীর নামে নারীর নামকরন করা হয়
।" প্রকৃতপক্ষে এখানে বেশীরভাগ মুসলমান যাদের নাম স্বভাবতঃ আল্রাহ বা
ইসলামের সঙ্গে সম্পর্কযুক্ত ।স্বামী ও স্ত্রীর নাম সম্পূর্ণ আলাদা । তবে
অনেকে বিশ্বের বহুল প্রচলিত রীতি অনুকরন করে থাকেন । কেউ কেউ আবার
অজ্ঞতার কারণে সঠিক অনুকরন করতে পারেন না । ব্যক্তির নামের বহুল প্রচলিত
মূলতঃ দুই অংশ: প্রথমাংশ নিজের নাম (given name) এবং শেষাংশ পরিবারের নাম
(surname বা family name) । ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে এক পরিবারের
সবার family name একই । বিবাহের পর মহিলা যখন এক পরিবার ত্যাগ করিয়া
আসিয়া অন্য পরিবারে অন্তর্ভুক্ত হয়, তখন সে তার বাবা-মার পরিবারের নাম
পরিত্যাগ করিয়া স্বামী-শশুড়-শাশুড়ির পরিবারের নাম গ্রহন করে । কারণ তখন
সে এই পরিবারের সদস্য । তাই তখন সে তার নিজের নামের পর স্বামীর নাম নয়,
স্বামীর পরিবারের নাম ব্যবহার করে । এই প্রথা পরিবারের মূল্যবোধের
গুরুত্ত্ব বহন করে ।
ধন্যবাদ ।
বিনীত--
পাঠক
No comments:
Post a Comment