নয়াদিল্লি: বিরোধীদের চাপের সামনে খাদ্য সুরক্ষা বিল নিয়ে আপাতত এক পা পিছে নিল সরকার৷ বৃহস্পতিবার খাদ্য সুরক্ষা বিল সংক্রান্ত অর্ডিন্যান্সটি মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷
এদিন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক বসেছিল৷ বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরম জানান , বিতর্কের মাধ্যমে খাদ্য সুরক্ষা বিল পাশ করাতে সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকার কথা চিন্তাভাবনা করছে৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য সুরক্ষা বিল নিয়ে বিরোধীদের সহমত পাওয়ার জন্য অন্তত আরও একবার চেষ্টা করা উচিত৷ প্রধানমন্ত্রীর প্রস্তাব গৃহীত হয়৷
চিদাম্বরম বলেছেন, 'খাদ্য সুরক্ষা বিল প্রস্ত্তত৷ আমরা চাইব এটিকে বিলের আকারেই পাশ করাতে৷ কিন্ত্ত অর্ডিন্যান্সও তৈরি৷ সংসদের বিশেষ অধিবেশনে আমরা বিরোধীদের কাছে আরও একবার তাঁদের মতামত জানতে চাইব৷' এর আগে অর্ডিন্যান্সকে 'অগণতান্ত্রিক' আখ্যা দিয়েছিল বিরোধীরা৷
এদিন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাড়িতে মন্ত্রিসভার বৈঠক বসেছিল৷ বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বরম জানান , বিতর্কের মাধ্যমে খাদ্য সুরক্ষা বিল পাশ করাতে সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকার কথা চিন্তাভাবনা করছে৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য সুরক্ষা বিল নিয়ে বিরোধীদের সহমত পাওয়ার জন্য অন্তত আরও একবার চেষ্টা করা উচিত৷ প্রধানমন্ত্রীর প্রস্তাব গৃহীত হয়৷
চিদাম্বরম বলেছেন, 'খাদ্য সুরক্ষা বিল প্রস্ত্তত৷ আমরা চাইব এটিকে বিলের আকারেই পাশ করাতে৷ কিন্ত্ত অর্ডিন্যান্সও তৈরি৷ সংসদের বিশেষ অধিবেশনে আমরা বিরোধীদের কাছে আরও একবার তাঁদের মতামত জানতে চাইব৷' এর আগে অর্ডিন্যান্সকে 'অগণতান্ত্রিক' আখ্যা দিয়েছিল বিরোধীরা৷
No comments:
Post a Comment