Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Sunday, December 16, 2012

যে অস্ত্রসম্ভার মার্কিন অর্থব্যবস্থার মুল ভিত্তি, যে অস্ত্র দিয়ে করপোরেট সাম্রাজ্যবাদ সারা বিশ্বে লড়ছে সাংস্কৃতিক আধিপাত্যের সন্ত্রাসবিরোধী যুদ্ধ, যে অস্ত্র ব্যবহ্রত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলযুদ্ধে এবং আফগানিস্তানে, বিড়ম্বনা হল সেই অস্ত্রই এখন ফুলের মত নিস্পাপ মার্কিন শিশুদের প্রাণ হরণ করছে।বিশ্বায়নের মনোবিকার বিস্পোরণের শিকার যদিও আমেরিকা, এই আগুন কিন্তু জ্বলছে সর্বত্রই, মুক্ত বাণিজ্যেরই প্রাণ শক্তি এই মনোবিকার। নতূন প্রজন্মের কাছে শুধু ভোগ সর্বস্ব জীবনই স্বপ্ন ও আকাঙ্কিত বাস্তব। সেখানে ছন্দপতন হলে কাউকে সে রেয়াত করবে না। বাজারের প্রয়োজনে পরিবার, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রকে ধ্বংস করে যে পরিবেশ সৃষ্টি করছে জায়নবাদী করপোরেট মনুস্মৃতি সাম্রাজ্যবাদ এবং আর্থিক সংস্কার নামে অথবা মার্কিন গণতন্ত্রের আমদানি দ্বারা দেশে দেশে তার দায়বদ্ধ এজেন্টরা , তার এটাই স্বাভাবিক পরিণতি, যেমনটি আমেরিকায় ঘটে। ভারতে, বাংলাদেশে বা এই বিশ্বের যে কোনও প্রান্তে এই মনোবিকার থেকে নিষ্কৃতি অসম্ভব। পলাশ বিশ্বাস http://basantipurtimes.blogspot.in/

 যে অস্ত্রসম্ভার মার্কিন অর্থব্যবস্থার মুল ভিত্তি, যে অস্ত্র দিয়ে করপোরেট সাম্রাজ্যবাদ সারা বিশ্বে লড়ছে সাংস্কৃতিক আধিপাত্যের সন্ত্রাসবিরোধী যুদ্ধ, যে অস্ত্র ব্যবহ্রত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলযুদ্ধে এবং আফগানিস্তানে, বিড়ম্বনা হল সেই অস্ত্রই এখন ফুলের মত নিস্পাপ মার্কিন শিশুদের প্রাণ হরণ করছে।বিশ্বায়নের মনোবিকার বিস্পোরণের শিকার যদিও আমেরিকা, এই আগুন কিন্তু জ্বলছে সর্বত্রই, মুক্ত বাণিজ্যেরই প্রাণ শক্তি এই মনোবিকার। নতূন প্রজন্মের কাছে শুধু ভোগ সর্বস্ব জীবনই স্বপ্ন ও আকাঙ্কিত বাস্তব। সেখানে ছন্দপতন হলে কাউকে সে রেয়াত করবে না। বাজারের প্রয়োজনে পরিবার, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রকে ধ্বংস করে যে পরিবেশ সৃষ্টি করছে জায়নবাদী করপোরেট মনুস্মৃতি সাম্রাজ্যবাদ এবং আর্থিক সংস্কার নামে অথবা মার্কিন গণতন্ত্রের আমদানি দ্বারা দেশে দেশে তার দায়বদ্ধ এজেন্টরা , তার এটাই স্বাভাবিক পরিণতি, যেমনটি আমেরিকায় ঘটে। ভারতে, বাংলাদেশে বা এই বিশ্বের যে কোনও প্রান্তে এই মনোবিকার থেকে নিষ্কৃতি অসম্ভব

পলাশ বিশ্বাস



 যে অস্ত্রসম্ভার মার্কিন অর্থব্যবস্থার মুল ভিত্তি, যে অস্ত্র দিয়ে করপোরেট সাম্রাজ্যবাদ সারা বিশ্বে লড়ছে সাংস্কৃতিক আধিপাত্যের সন্ত্রাসবিরোধী যুদ্ধ, যে অস্ত্র ব্যবহ্রত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলযুদ্ধে এবং আফগানিস্তানে, বিড়ম্বনা হল সেই অস্ত্রই এখন ফুলের মত নিস্পাপ মার্কিন শিশুদের প্রাণ হরণ করছে।বিশ্বায়নের মনোবিকার বিস্পোরণের শিকার যদিও আমেরিকা, এই আগুন কিন্তু জ্বলছে সর্বত্রই, মুক্ত বামিজ্যেরই প্রাণ শক্তি এই মনোবিকার। নতূন প্রজন্মের কাছে শুধু ভোগ সর্বস্ব জীবনই স্বপ্ন ও আকাঙ্কিত বাস্তব। সেখানে ছন্দপতন হলে কাউকে সে রেয়াত করবে না। বাজারের প্রয়োজনে পরিবার, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রকে ধ্বংস করে যে পরিবেশ সৃষ্টি করছে জায়নবাদী করপোরেট মনুস্মৃতি সাম্রাজ্যবাদ এবং আর্থিক সংস্কার নামে অথবা মার্কিন গণতন্ত্রের আমদানি দ্বারা দেশে দেশে তার দায়বদ্ধ এজেন্টরা , তার এটাই স্বাভাবিক পরিণতি, যেমনটি আমেরিকায় ঘটে। ভারতে, বাংলাদেশে বা এই বিশ্বের যে কোনও প্রান্তে এই মনোবিকার থেকে নিষ্কৃতি অসম্ভব

আজই দক্ষিন 24 পরগণার গড়িয়ায় পৌন্ড্র ক্ষত্রিয় উন্নয়ন পরিষদ আয়োজিত এক  অনুষ্ঠানে সংবিধান নির্মাতা, মনুস্মৃতি দহনকারী, জাতি উন্মূলন জেহাদী বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেডকরের এক স্মরণসভায় আলোচনার সুযোগ মিলেছে।অনুষ্ঠানের প্রাপ্তি হল বহুদিন বাদে আনন্দবাজার পত্রিকায় বাম আমলে বাম ফ্রন্ট সরকারকে যিনি ব্রাহ্মণ্য ফ্রন্ট সরকার লিখে তুলোধোনা করেছেন, আমাদের প্রাচীন বন্ধু পশুপতিমাহাতোর সঙ্গে দেখা হয়ে গেল।দেখা হল বিহারের বহুজন আন্দোলনের বিশিষ্ট কর্মকর্তা জ্যোতিনাথের সঙ্গেও। বাংলা অক্লান্ত পরিশ্রমে আম্বেডকর আন্দোলনের মাধ্যমে বহুজনসমাজ নির্মামে যাংরা সক্রিয় ভীমরাজ, পীযুষ গায়েন এবং আরও অনেকের সঙ্গে। অনুষ্ঠানে ছিলেন পৌন্ড্র ক্ষত্রিয় সমাজের ইতিহাস ও সুন্দরবন নিয়ে গবেষণায় সদা ব্যস্ত ধুর্জটি নস্করের সঙ্গেও। আলোচনা হল আম্বেডকর আন্দোলনের বিচলন ও এই বঙ্গে সর্বক্ষেত্রে একচেটিয়া ব্রাহ্মণ্য আধিপাত্য, দেশব্যাপী বিশ্বজনীন জায়নবাদী মনুস্মৃতি কর্তৃত্ব নিয়েও।মুলনিবাসী বহুজন সমাজ একচেটিয়া করপোরেট আক্রমণে বিধ্বস্ত

 স্বাধীনতার পুর্বে বাংলার তিন তিনটে অন্তরিম সরকারের নেতৃত্বে ছিলেন মুসলমান ও তফশিলী মানুষেরা। এই জনসংখ্যার অঙ্ক ভাঙ্গতেই বাংলা ভাগ করা হল। আবার বাংলা ভাগের প্রয়োজনে ভারত ভাগ  হল। 

অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনে সুচনা এই বাংলাতেই দু শ বছর আগে, মহাত্মা জ্যোতিবা ফুলেরও আগে, হরিচাঁদ ঠাকুরের ব্রঙমণ্যবাদ বিরোধী মতুয়া ান্দোলনের হাত ধরে

তারপর চন্ডাল আন্দোলন ও মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল হয়ে ভারতের বহুজন সমাজ নির্মাণের কাজ এগিয়েছে অবিভক্ত বাংলার তফসিলী, আদিবাসী ও মুসলমানদের হাত ধরে

 আম্বেডকরকে সংবিধানসভায় নির্বাচিত করে বাংলার যশোর, ফরিদপুর, খুলনা, বরিশাল। ভারতে তফসিলীদের, ওবিসিদের সবরকম সাংবিধানিক অধিকারের পিছনে বাংলা। অথচ ভারত ভাগের পর বহুসংখ্যক তফসিলীদের উদ্বাস্তু সাজিয়ে সারা ভারতে ছড়িযয়ে তাঁদের চিরদিনের জন্য ব্রাত্য করে দেওয়া হল

আজ ডিজিটাল বায়োমেট্রিক নাগরিকত্বের হাত ধরে মনুস্মৃতি ব্রাহ্মণ্য ব্যবস্থার সর্বাধিনায়ক প্রণব মুখার্জির নেতৃত্বে সেই সমস্ত মানুষকে বাংলাদেশী বলে ভারত থেকে তাড়ানোর অভিযান চলছে।অথচ বাঙালি সমাজজীবনে কোনো প্রতিক্রিয়া নেই

 সংরক্ষণের কল্যাণে আজ যারা বর্ণহিন্দুর সঙ্গে একাসনে, তাঁরা আত্মপরিচয় বিস্মৃত

আধিপাত্যবাদের কল্যাণে অসুরনিধন মুলনিবাসী গণহত্যার সংস্কৃতিকেই আমাদের সংস্কৃতি বলে গর্বিত বাজারকেন্দ্রিক জীবন আমাদের। 

ব্রাহ্মণ্যবাদীরা এফডিআই বিরোধী জেহাদের অন্তরালে বিদেশী লগ্নিকে সংসদীয় বৈধতা ত দিলই, সংস্কারের নামে যাবতীয় জনসংহার নীতি ও আইন প্রণয়ন চলছে সর্বদলীয় সম্মতিতে। 

সমূহ সর্বনাশ দেখেও না দেখার ভান করে ব্রাহ্মণ্যব্যবস্থায় আখের গুছিয়ে নেবার ধান্দায় বাঙ্গালি মুলনিবাসী, যারা বৌধ্যময় ভারতবর্ষের উত্তরাধিকার বহন করে এবং যারা সপ্তদশ শতাব্তী পর্যন্ত শাসন করেছে সমস্ত ভারতবর্ষ

 মুক্ত বাজার আমাদের কোথায় নিয়ে চলেছে, আমেরিকার মাইল ফলক দেখলেই হয়

 হাতের 'বুশমাস্টার সেমি-অটোম্যাটিক' থেকে বেরিয়ে আসছে একের পর এক .২২৩ বোরের গুলি৷ কোমরে গোঁজা একটা .৪৫ সিগ-স্যয়ার পিস্তল আর একটা গ্লক ১৭৷ বিশ বছরের অ্যাডাম ল্যানজা তখন আর নিজের মধ্যে নেই৷ মানসিক অবসাদগ্রস্ত এই মার্কিন তরুণের উগরে দেওয়া গুলিতে ছিন্নভিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে কানেক্টিকাটের 'স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল'-এর পড়ুয়ারা৷ 

নিহত ২০ জন পড়ুয়ার বয়স পাঁচ থেকে দশের মধ্যে৷ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের সঙ্গে তাদের পরিচয় হয়তো টিভির পর্দার দৌলতেই৷ কিন্ত্ত তাদের অভিভাবকদের কাছে অস্ত্র নতুন কিছু নয়৷ দেশের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কেমন হবে, তা নিয়ে তাঁদের সুস্পষ্ট মতামত রয়েছে৷ যাঁরা ডেমোক্র্যাট, তাঁদের বেশিরভাগই মনে করেন লাগাম পড়া উচিত আগ্নেয়াস্ত্র কেনা-বেচার মুখে৷ আর রিপাবলিকানরা মনে করেন, সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার পূর্ণ অধিকার রয়েছে মার্কিনদের৷ 

চোখ-মুখ জুড়ে তীব্র আতঙ্ক৷ মুখে কথা নেই৷ সামনে বন্ধুদের মৃতদেহ শোয়ানো সার দিয়ে৷ বন্দুকবাজের অতর্কিত আক্রমণে কথা হারিয়েছেন অনেক অভিভাবকও৷ কেউ কেউ পাগলের মতো খুঁজে চলেছেন তাঁর ছেলে বা মেয়েকে৷ পরিণতি তখনও অজানা৷ 

ঘটনার পরেই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে৷ চলে পুলিশ কুকুর দিয়ে খোঁজার পালা৷ আততায়ীর দু'টি অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে৷ 

পুলিশ জানিয়েছে, সকালে কানেক্টিকাটের 'স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল'-এ ঢুকে এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ যখন এলোপাথাড়ি গুলি চালায়, তার লক্ষ্য ছিল নার্সারির বাচ্চারা৷ গুলি চালাতে চালাতে সে স্কুলের মধ্যে ঢুকে পড়ে৷ তখন পুরোদমে ক্লাস চলছে৷ কচিকাঁচাদের কলরবে তখন মিশে ক্রিসমাসের আনন্দ৷ 

তৃতীয় শ্রেণির এক পড়ুয়া জানায়, সকালবেলা হঠাত্ই তারা তীব্র গুলির আওয়াজ শুনতে পায়৷ সে সময় তারা জিমে ছিল৷ ক্লাস টিচার তাদের প্রত্যেককে ক্লাসের এক কোনায় টেনে নিয়ে যান৷ ভিতর থেকে বন্ধ করে দেন দরজা৷ ফলে বেঁচে যায় অনেকেই৷ কিন্ত্ত তিনি নিজে বাঁচতে পারেননি৷ আর এক জনের কথায়, ক্লাসে ঢুকে শুধু টিচারকে মেরেই ওখান থেকে পালিয়ে যায়৷ অন্য কোনও পড়ুয়াকে ওই ক্লাসে মারেনি সে৷ 

পড়ুয়ারা ঘটনার ভয়াবহতায় এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে তাদের কাউন্সেলিং-এর কথা জানিয়েছে তারা৷ পুলিশের ধারণা বন্দুকবাজ মানসিক অবসাদগ্রস্ত ছিল৷ তাই এই কাণ্ড ঘটিয়েছে৷ অবশ্য যে বাবা-মায়েরা বাচ্চাকে ফিরেও পেয়েছেন, তাঁদেরও আতঙ্ক কাটছে না৷ জানালেন, বাচ্চাকে তো স্কুলে পাঠাতেও এ বার ভয় করবে৷ কী যে হয়ে গেল! 

সার সার মৃতদেহর মাঝে তখন বুকফাটা কান্নার আওয়াজ৷ কোথাও নিস্তব্ধতা৷ 

প্রশাসনিক সহায়তার আশ্বাস আর তাঁদের কানে পৌঁছচ্ছে না৷ 

কানেক্টিকাট:স্টার আনন্দ  ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা৷ ফের রক্তাক্ত স্কুল চত্ত্বর৷ এবার স্কুলের মধ্যে তাণ্ডব চালাল অজ্ঞাতপরিচয়ের আততায়ীরা ৷আমেরিকার কানেক্টিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এরমধ্যে কুড়ি জনই শিশু৷পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে বন্দুকবাজেরও ৷ পুলিশ সূত্রে  জানানো হয়েছে বন্দুকবাজের নাম অ্যাডাম ল্যানজা৷স্কুলের এক আধিকারিকের দাবি, আততায়ীর বয়স বছর কুড়ি৷ তিনি স্কুলেরই এক ছাত্রের অভিভাবক বলে প্রাথমিক অনুমান পুলিশের৷ ক্লাস রুমের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলেও একটি সূত্রের খবর৷ যদিও, পুলিশের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি৷
বন্দুকবাজ একজন ছিল না দু'জন, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে৷ প্রাথমিকভাবে অসমর্থিত সূত্রে দ্বিতীয় বন্দুকবাজের কথা জানা গেলেও, সরকারিভাবে তার কোনও সত্যতা জানা যায়নি৷ এদিকে, কানেক্টিকাট পোস্টের দাবি, গুলি চালনার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ যদিও, এ বিষয়েও খোলসা করে কিছু জানায়নি পুলিশ৷ ঘটনাস্থল থেকে দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ৷ প্রায় ১০০ রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি এক অভিভাবকের৷ গুলি চালনার ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ 

স্টার আনন্দ ইতিপূর্বে ব্রাজিলের একটি স্কুলে গুলি চালনার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করল ব্রাজিল পুলিশ. বৃহস্পতিবার  রিও ডি জেনিরিওর উপকন্ঠে 'তাসো দ্য সিলভেরিয়া' নামে একটি স্কুলে হামলা চালায় এক বন্দুকবাজ. বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয় ১২ জনের.নির্বিচারে গুলি চালানোর ঘটনায় আহত হয়েছে বারোজন. আহতদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে. আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক. বৃহস্পতিবার গুলি চালানোর সময় স্কুলের নজরদারি ক্যামেরায় আততায়ীদের ছবি উঠে যায়. শুক্রবার সেই ফুটেজই প্রকাশিত করেছে পুলিশ. বিভিন্ন সূত্রের খবর, গুলি চালানোর আগে ওই বন্দুকবাজ স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিল সে ছাত্রদের উদ্দেশে কিছু বলতে চায়, কিন্তু, এরপর হঠাতই গুলি চালাতে শুরু করে সে. পুলিশের সঙ্গে ওই বন্দুকবাজের গুলি বিনিময়  শুরু হয়. শেষপর্যন্ত আত্মঘাতী হয় বছর তেইশের ওই যুবক. গুলি চালানোর কারণ অবশ্য এখনও জানা যায়নি.



কুংফুর মোক্ষম প্যাঁচে ঘাতককে মাটিতে আছড়ে ফেলতে একছুটে ক্লাসরুমের বাইরে যাওয়ার উপক্রম করেছিল জেসন৷ কোনওক্রমে বছর সাতেকের ছেলেটিকে নিরস্ত করেন ক্লাস টিচার৷ বাইরে জেসনের 'বেস্ট ফ্রেন্ডে'র নিথর দেহ ফুঁড়ে দিয়েছে ঘাতকের বুলেট৷ গলার ঠিক নীচে মারণ-সই দিয়েছে রক্তের অবিশ্রান্ত ধারা৷ 

গুলির শব্দ একসময়ে থেমেছে৷ পুলিশ আর নিরাপত্তারক্ষীরা ক্লাসরুমে আটকে থাকা ছাত্রছাত্রীদের বের করে আনতেই চিত্‍কার করে উঠেছিল জেসন৷ ক্লাসের বাঁ দিকে পড়ে বন্ধুর দেহ! আঁকড়ে ধরেছিল টিচারকে৷ আর কথা বলতে পারেনি৷ ঘাতককে কুংফুতে কাবু করতে চাওয়া শিশুটির সব কথা আতঙ্ক হয়ে জমাট বেঁধেছে চোখে৷ কোনও ক্রমে সেই মুহূর্তগুলোর কথা শোনালেন শিক্ষিকা ক্যাটলিন রয়েগ-- 'বাইরে গুলির শব্দ শুনেই বুঝেছিলাম, কিছু একটা গোলমাল হয়েছে৷ ভিতর থেকে দরজা বন্ধ করে কোনও মতে একটা বুক শেল্ফ এনে দরজায় ঠেস দিই৷ বাচ্চাদের বলেছিলাম একেবারে চুপ করে থাকতে৷ বলেছিলাম, বাইরে এখন দুষ্টু লোকেরা এসেছে৷ ভালো লোকরা আসবে, দুষ্টুদের শাস্তি দেবে৷ ওরাও ভয়ে সিঁটিয়ে গিয়েছিল৷' 

কেমন ছিল ভিতরের প্রতিটি মুহূর্ত? ক্যাটলিনের কাছে 'একেকটা সেকেন্ড ছিল একেক ঘণ্টার মতো'৷ মুখে বাচ্চাদের আশ্বাস দিয়েছেন 'দুষ্টু লোক' কিছুতেই ভিতরে আসতে পারবে না৷ আর দরজার দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে গিয়েছেন ক্রমাগত৷ অন্য দিকে স্কুলের মিটিং রুম থেকে তখন পালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন জনা সাতেক শিক্ষিকা৷ ক্লাস ফোরের টিচার্স মিটিং চলছিল৷ আচমকা গুলির শব্দ তোলপাড় করে দেয় গোটা স্কুলকে৷ মিটিং রুমটি ভিতর থেকে বন্ধ করার ব্যবস্থা ছিল না৷ ত্রস্ত থিয়োডোর ভার্গার কথায়, 'কে একজন যেন স্কুলের লাউডস্পিকারটা চালিয়ে দিয়েছিল৷ মৃত্যুর তাণ্ডব শুনতে পাচ্ছিলাম৷ লাউডস্পিকার চুঁইয়ে বেরিয়ে আসছিল আতঙ্কের প্রহর৷ ভাবছিলাম, এটাই বুঝি শেষ দিন৷' চোখের সামনে দুই সহকর্মীকে মৃত্যুর দিকে ছুটে যেতে দেখেছেন স্কুলের থেরাপিস্ট ডায়ান ডে৷ আতঙ্ক আর শোকে চোখের জল তখনও নামছে দু'গাল বেয়ে, 'প্রিন্সিপাল ডন হচস্প্রাং আর স্কুলের মনোবিদের সঙ্গে বৈঠক করছিলাম৷ আচমকা গুলি চলার শব্দ৷ প্রিন্সিপাল আর মনোবিদ দু'জনেই ছুটে বাইরে চলে গেলেন৷ তার পর...৷' ডায়ানের কথা মিলিয়ে গেল দম বন্ধ করা ফোঁপানিতে৷ 

অ্যাডাম ল্যানজার 'বুশমাস্টার' থেকে তখন একের পর এক বেপরোয়া মারণ-গুলি ছিটকে বেরোচ্ছে৷ টয়লেট থেকে ফেরার পথে গুলির শব্দে ভয়ে করিডরেই থমকে গিয়েছিল বছর আষ্টেকের রায়ান, 'আমি ভয়ে দাঁড়িয়ে পড়েছিলাম৷ মনে হল, পাশের হলেই যেন গুলি ছুটছে৷ ক্লাসের দরজা খুলে টিচার আমাকে ভিতরে টেনে নিয়েছিলেন৷' রবার্ট লিকাটার ছ'বছরের ছেলে গুলির মধ্যেই বন্ধুদের নিয়ে ক্লাস থেকে ছুটে বেরিয়ে গিয়েছিল৷ আতঙ্কিত বাবার গলা কেঁপে গেল, 'আমার ছেলেটা এমনিতে দুরন্ত, ডাকাবুকো গোছের৷ কিন্ত্ত গুলির মধ্যে বেরিয়ে গিয়েছিল...উফ! ভাবতে পারছি না৷' 

এ ভাবেই কেটেছে মৃত্যুর প্রহর গোনা৷ এক সময়ে সব শান্ত হয়েছে৷ পুলিশ এসে নৃশংসতার ভয়াবহ অধ্যায়ে যবনিকা নামিয়েছে৷ টাটকা রক্তের স্রোত তখনও গড়াচ্ছে স্কুলের মেঝেয়৷ বাচ্চাদের সে দৃশ্য দেখাতে চাননি শিক্ষক-শিক্ষিকারা৷ চোখ বন্ধ করতে বলেছিলেন সবাইকে৷ তার পর সার বেঁধে মৃত্যুপুরী থেকে বের করে এনেছেন সকলকে৷ 

প্রাণ বেঁচেছে৷ কিন্ত্ত মৃত্যুর এমন জীবন্ত সম্প্রসারণ শৈশবের হৃদপিণ্ডে আতঙ্কের ইমারত গড়ে দিয়েছে৷ রাতের অন্ধকারে চোখ বুজলেই ফিরে আসছে সেই মুহূর্তগুলো৷ কানেক্টিকাট এখন রাত জাগছে শিশুদের কান্নায়৷ 

মার্কিন পার্লামেন্টে বহুবার প্রশ্নের মুখে পড়েছে দেশের অস্ত্র আইন৷ 'ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন' ও অন্যান্য বহু আগ্নেয়াস্ত্রধারীদের সংগঠনের ভোটের কথা ভেবে একাধিকবার কড়া হতে গিয়েও ঢোক গিলে পিছিয়ে এসেছে সরকার৷ ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত দশ বছর কড়া আইনে নিয়ন্ত্রিত হয়েছে আমেরিকার অস্ত্র কেনা-বেচা৷ সময়সীমা পার হতেই যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন অনেকে৷ 

১৯৯৪ সালে মার্কিন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন ঘোষণা করা হয়৷ বলা হয়, যে কোনও ধরনের সেমি-অটোম্যাটিক আগ্নেয়াস্ত্র তৈরি এবং বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ৷ বিভিন্ন রকমের পিস্তল, পাম্প অ্যাকশন শটগান এবং বেশ কয়েক ধরনের রাইফেল এর আওতায় পড়ে যায়৷ কিন্ত্ত ১৯৯৪ সালের আগে কেনা কোনও আগ্নেয়াস্ত্রই এই আইনের আওতায় পড়ল না৷ দশ বছর পর, ২০০৪ সালে নতুন অস্ত্র আইন বিলুপ্ত হল৷ তার বদলে রইল ১৯৩৪ সালে পাশ হওয়া জাতীয় অস্ত্র আইন ও ১৯৬৮ সালের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন৷ এদের মধ্যে প্রথম আইনটি আগ্নেয়াস্ত্র তৈরি ও বিক্রির ওপর অস্ত্রনির্মাতাদের থেকে কর আদায় করতে প্রযোজ্য হল৷ 

১৯৬৮ সালের অস্ত্র আইন ঠিক করে দেয় আমেরিকার মাটিতে কাকা আগ্নেয়াস্ত্র কেনার উপযুক্ত৷ এই আইনের বলে, ন' ধরনের মানুষ আগ্নেয়াস্ত্র কেনার অনুপযুক্ত বলে বিবেচিত হলেন৷ এঁদের মধ্যে রয়েছেন, এক বছর বা তার বেশি সময় জেল খাটা কয়েদি, মানসিক রোগী, অসত্‍ ভাবে আমেরিকায় বসবাস করছেন এমন মানুষ, পারিবারিক জীবনে হিংসাত্মক কাজের রেকর্ড রয়েছে এমন ব্যক্তি এবং সেনাবাহিনী থেকে বহিষ্কৃতরা৷ 

দেশেব প্রতিটি বৈধ অস্ত্র বিক্রেতা তাঁদের বিক্রিত দৈনন্দিন হিসেব সংশ্লিষ্ট দপ্তরকে দিতে বাধ্য থাকবে বলে নির্দেশ জারি করা হয় সরকার থেকে৷ বলা হয়, প্রাপ্তবয়স্করা আগ্নেয়াস্ত্র কেনার অধিকারী ঠিকই, কিন্ত্ত ১৮ বছর বয়স হলে তাঁরা কেবলমাত্র রাইফেল বা শটগানের মতো আগ্নেয়াস্ত্র কিনতে পারবেন৷ রিভলভার বা পিস্তলের মতো ছোট মাপের অস্ত্র কিনতে গেলে বয়স অন্তত ২১ হতে হবে৷ 

১৯৯৪ থেকে ২০০৪ যে দশ বছর আগ্নেয়াস্ত্র বিক্রির ওপর নিয়ন্ত্রণ জারি ছিল, সেই দশ বছরে বেপরোয়া গুলিতে মৃত্যুর ঘটনা আমেরিকায় মাত্র একবারই ঘটেছিল৷ ১৯৯৯-এর ২০ এপ্রিল এরিক হ্যারিস (১৮) ও ডিলান ক্লেবোল্ড (১৭) লিটলটনের কলম্বিয়ান হাইস্কুলে গুলি চালিয়ে খুন করে ১২ জন ছাত্রকে৷ পরে নিজেরাও আত্মহত্যা করে৷ এই ঘটনায় আহত হন ২৬ জন৷ 

অস্ত্র আইনের বাধা উঠে যাওয়ার পর ফের বাড়তে থাকে এই ধরনের অপরাধ৷ ২০১২-তে এমন ঘটনা ঘটেছে বেশ কয়েকটি৷ কলোরাডোর সিনেমা হলে, উইসকনসিনের গুরুদ্বারে, ওরেগনের শপিং মলে এবং কানেক্টিকাটের এই স্কুলে -- তালিকা বাড়ছে ক্রমশই৷ 

পার্লামেন্টে এত দিন রিপাবলিকানদের প্রবল বিরোধিতায় অস্ত্র বিষয়ে কড়া পদক্ষেপ করতে পারেননি প্রেসিডেন্ট বারাক ওবামা৷ কিন্ত্ত প্রেসিডেন্টের ভাষায় '২০ জন নিষ্পাপ শিশু'র জীবনহানি হয়তো মার্কিন রাজনীতিবিদদের মানসিকতা বদলাবে৷ ডিসেম্বরের সন্ধ্যাবেলা তুষারপাতের মাঝেও হোয়াইট হাউসের সামনের মোমবাতি মিছিল অন্তত তেমনই দাবি তুলে দিয়েছে৷ 



মার্কিন যুক্তরাষ্ট্রে বেপড়োয়া বন্দুকবাজের তাণ্ডবের শিকার হলেন ত্রিশ জন। নিহতদের মধ্যে রয়েছে ২০টি শিশু। কানেকটিকাটের নিউটাউনে স্যানডি হুক এলিমেন্টারি স্কুলের কিন্ডারগার্টেন ক্লাসে ঢুকে নির্বিচারে গুলি চালাল এক হামলাবাজ। পুলিসসূত্রে খবর বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। থমথমে নিউটাউন এলাকায় রয়েছে কড়া পুলিসি নজরদারি। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
 

স্কুলের প্রিন্সিপ্যাল ও মনোবিদও নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে ভাইস প্রিন্সিপ্যালও আছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কানেকটিকাটের গভর্নরকে সব সাহায্য দিতে সরকার তৈরি।

 হাতের 'বুশমাস্টার সেমি-অটোম্যাটিক' থেকে বেরিয়ে আসছে একের পর এক .২২৩ বোরের গুলি৷ কোমরে গোঁজা একটা .৪৫ সিগ-স্যয়ার পিস্তল আর একটা গ্লক ১৭৷ বিশ বছরের অ্যাডাম ল্যানজা তখন আর নিজের মধ্যে নেই৷ মানসিক অবসাদগ্রস্ত এই মার্কিন তরুণের উগরে দেওয়া গুলিতে ছিন্নভিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে কানেক্টিকাটের 'স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল'-এর পড়ুয়ারা৷ 

নিহত ২০ জন পড়ুয়ার বয়স পাঁচ থেকে দশের মধ্যে৷ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের সঙ্গে তাদের পরিচয় হয়তো টিভির পর্দার দৌলতেই৷ কিন্ত্ত তাদের অভিভাবকদের কাছে অস্ত্র নতুন কিছু নয়৷ দেশের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কেমন হবে, তা নিয়ে তাঁদের সুস্পষ্ট মতামত রয়েছে৷ যাঁরা ডেমোক্র্যাট, তাঁদের বেশিরভাগই মনে করেন লাগাম পড়া উচিত আগ্নেয়াস্ত্র কেনা-বেচার মুখে৷ আর রিপাবলিকানরা মনে করেন, সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার পূর্ণ অধিকার রয়েছে মার্কিনদের৷ 

মার্কিন পার্লামেন্টে বহুবার প্রশ্নের মুখে পড়েছে দেশের অস্ত্র আইন৷ 'ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন' ও অন্যান্য বহু আগ্নেয়াস্ত্রধারীদের সংগঠনের ভোটের কথা ভেবে একাধিকবার কড়া হতে গিয়েও ঢোক গিলে পিছিয়ে এসেছে সরকার৷ ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত দশ বছর কড়া আইনে নিয়ন্ত্রিত হয়েছে আমেরিকার অস্ত্র কেনা-বেচা৷ সময়সীমা পার হতেই যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন অনেকে৷ 

১৯৯৪ সালে মার্কিন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন ঘোষণা করা হয়৷ বলা হয়, যে কোনও ধরনের সেমি-অটোম্যাটিক আগ্নেয়াস্ত্র তৈরি এবং বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ৷ বিভিন্ন রকমের পিস্তল, পাম্প অ্যাকশন শটগান এবং বেশ কয়েক ধরনের রাইফেল এর আওতায় পড়ে যায়৷ কিন্ত্ত ১৯৯৪ সালের আগে কেনা কোনও আগ্নেয়াস্ত্রই এই আইনের আওতায় পড়ল না৷ দশ বছর পর, ২০০৪ সালে নতুন অস্ত্র আইন বিলুপ্ত হল৷ তার বদলে রইল ১৯৩৪ সালে পাশ হওয়া জাতীয় অস্ত্র আইন ও ১৯৬৮ সালের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন৷ এদের মধ্যে প্রথম আইনটি আগ্নেয়াস্ত্র তৈরি ও বিক্রির ওপর অস্ত্রনির্মাতাদের থেকে কর আদায় করতে প্রযোজ্য হল৷ 

১৯৬৮ সালের অস্ত্র আইন ঠিক করে দেয় আমেরিকার মাটিতে কাকা আগ্নেয়াস্ত্র কেনার উপযুক্ত৷ এই আইনের বলে, ন' ধরনের মানুষ আগ্নেয়াস্ত্র কেনার অনুপযুক্ত বলে বিবেচিত হলেন৷ এঁদের মধ্যে রয়েছেন, এক বছর বা তার বেশি সময় জেল খাটা কয়েদি, মানসিক রোগী, অসত্‍ ভাবে আমেরিকায় বসবাস করছেন এমন মানুষ, পারিবারিক জীবনে হিংসাত্মক কাজের রেকর্ড রয়েছে এমন ব্যক্তি এবং সেনাবাহিনী থেকে বহিষ্কৃতরা৷ 

দেশেব প্রতিটি বৈধ অস্ত্র বিক্রেতা তাঁদের বিক্রিত দৈনন্দিন হিসেব সংশ্লিষ্ট দপ্তরকে দিতে বাধ্য থাকবে বলে নির্দেশ জারি করা হয় সরকার থেকে৷ বলা হয়, প্রাপ্তবয়স্করা আগ্নেয়াস্ত্র কেনার অধিকারী ঠিকই, কিন্ত্ত ১৮ বছর বয়স হলে তাঁরা কেবলমাত্র রাইফেল বা শটগানের মতো আগ্নেয়াস্ত্র কিনতে পারবেন৷ রিভলভার বা পিস্তলের মতো ছোট মাপের অস্ত্র কিনতে গেলে বয়স অন্তত ২১ হতে হবে৷ 

১৯৯৪ থেকে ২০০৪ যে দশ বছর আগ্নেয়াস্ত্র বিক্রির ওপর নিয়ন্ত্রণ জারি ছিল, সেই দশ বছরে বেপরোয়া গুলিতে মৃত্যুর ঘটনা আমেরিকায় মাত্র একবারই ঘটেছিল৷ ১৯৯৯-এর ২০ এপ্রিল এরিক হ্যারিস (১৮) ও ডিলান ক্লেবোল্ড (১৭) লিটলটনের কলম্বিয়ান হাইস্কুলে গুলি চালিয়ে খুন করে ১২ জন ছাত্রকে৷ পরে নিজেরাও আত্মহত্যা করে৷ এই ঘটনায় আহত হন ২৬ জন৷ 

অস্ত্র আইনের বাধা উঠে যাওয়ার পর ফের বাড়তে থাকে এই ধরনের অপরাধ৷ ২০১২-তে এমন ঘটনা ঘটেছে বেশ কয়েকটি৷ কলোরাডোর সিনেমা হলে, উইসকনসিনের গুরুদ্বারে, ওরেগনের শপিং মলে এবং কানেক্টিকাটের এই স্কুলে -- তালিকা বাড়ছে ক্রমশই৷ 

পার্লামেন্টে এত দিন রিপাবলিকানদের প্রবল বিরোধিতায় অস্ত্র বিষয়ে কড়া পদক্ষেপ করতে পারেননি প্রেসিডেন্ট বারাক ওবামা৷ কিন্ত্ত প্রেসিডেন্টের ভাষায় '২০ জন নিষ্পাপ শিশু'র জীবনহানি হয়তো মার্কিন রাজনীতিবিদদের মানসিকতা বদলাবে৷ ডিসেম্বরের সন্ধ্যাবেলা তুষারপাতের মাঝেও হোয়াইট হাউসের সামনের মোমবাতি মিছিল অন্তত তেমনই দাবি তুলে দিয়েছে৷ 

ওয়াশিংটন ডিসি। অর্ধনমিত কাপিটল ফ্ল্যাগ। শোকস্তব্ধ মার্কিন মুলুক। কানেকটিকাটের নিউটাউনে স্যানডি হুক এলিমেন্টারি স্কুলে বন্দুকবাজের হামলায় স্তব্ধ গোটা দেশ। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ স্কুলের কিন্ডারগার্টেনের একটি ক্লাসরুমে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে বছর চব্বিশের এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৪টি আগ্নেয়াস্ত্র নিয়ে, বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে, যাবতীয় প্রস্তুতি নিয়েই স্কুলে ঢোকে ওই বন্দুকবাজ। চালানো হয় প্রায় একশ রাউন্ড গুলি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে শিশুদের প্রাণহীন দেহ।  নিহত স্কুলের কয়েকজন কর্মীও।  হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্কুলটি ঘিরে ফেলে পুলিস। তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় হামলাকারীর মৃতদেহ।    

সনাক্তকরণের পরে জানা গেছে, হামলাকারী রায়ান ল্যানজা নিউটাউনেরই বাসিন্দা ছিল। তার মা স্যানডি হুক এলিমেন্টারি স্কুলেরই শিক্ষিকা ছিলেন। গুলিতে মৃত্যু হয়েছে তাঁরও। শুধু তাই নয়। শুক্রবারই নিউ জার্সির হবোকেনে উদ্ধার হয়েছে আরও একটি মৃতদেহ। হবোকেনে মৃত যুবক সম্পর্কে রায়ান ল্যানজার ভাই। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।

কিন্ডারগার্টেনে হত্যাকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। 

আহতদের শিশুদের অনেকেই হাসপাতালে ভর্তি। উদ্বেগ এবং আতঙ্কে যেন স্তব্ধ হয়ে গেছে গোটা নিউটাউন এলাকা। সতর্কতা হিসেবে এলাকার সব এলিমেন্টরি স্কুল বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন।

কানেকটিকাটের নিউটাউন উত্তর ফেয়ারফিল্ড কাউন্টিতে। নিউ ইয়র্ক থেকে এই শহরের দূরত্ব ১৩০ কিলোমিটার। আক্রান্ত স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলের শিক্ষার্থীদের গড় বয়স ৫ থেকে ১০। পুলিশ সূত্রে খবর, শুক্রবার হঠাৎই স্কুলে হামলা চালায় এক বন্দুকবাজ। তার কাছে দু'টি আগ্নেয়াস্ত্র ছিল। এক পড়ুয়া জানিয়েছে, হঠাৎ বেশ কয়েক বার জোরে শব্দ শুনতে পায় সে। আর এক জন জানিয়েছে, স্কুলের হলে প্রথম গুলির শব্দ শোনা গিয়েছিল। ব্যাপারটা কী তা দেখতে যান তিন জন। তাঁদের মধ্যে এক জন ফিরে আসেন। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে পুলিশ।শিক্ষার্থীটি জানিয়েছে, প্রথমে শিক্ষকরা তাদের একটি অফিসে সরিয়ে নিয়ে যান। পরে এক জন পুলিশ অফিসার তাদের স্কুল থেকে সাবধানে বেরিয়ে যেতে বলেন। বাইরে এসে ছুটে নিরাপদ দূরত্বে চলে আসে তারা। সংঘর্ষে বন্দুকবাজও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সে আত্মহত্যা করেছে না পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজ বছর কুড়ির তরুণ। নাম রায়ান ল্যানজা। তার মা ওই স্কুলের শিক্ষিকা ছিলেন। নিহতদের মধ্যে তিনিও আছেন বলে এক সূত্রের দাবি। দ্বিতীয় এক জনকে জেরা করা হচ্ছে।খবর পেয়েই স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। কানেকটিকাট স্টেট পুলিশের তরফে জানানো হয়েছে, তারা এবং এফবিআই এই বিষয়ে স্থানীয় পুলিশকে সাহায্য করছে।

ঘটনাস্থল থেকে ১৮ কিলোমিটার দূরে ডানবিউরি হাসপাতাল। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, স্যান্ডি হুকের ঘটনায় আহত তিন জন ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে আসেন গভর্নর ড্যানেল পি ম্যালোয়।ঘটনার পরেই নিউটাউনের অন্যান্য স্কুল বন্ধ করে দেয় পুলিশ। বিষয়টি নিয়ে শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ওবামা। আমেরিকায় গত কয়েক বছরে বেশ কয়েক বার ঘটেছে। ওবামার কথায়, "শিক্ষার্থীরা নিহত হলে আমি প্রেসিডেন্ট নয়, অভিভাবক হিসেবেই প্রতিক্রিয়া জানাই। সন্তানের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়।


গ্লক-সিগ-বুশমাস্টার-'বেআইনি' হাতিয়ারেই আততায়ীর ভূমিকায়



কুবলয় বন্দ্যোপাধ্যায় 

'সি ভিস পাসেম, পারা বেলাম' . . . যদি শান্তি চাও, তবে যুদ্ধের জন্য তৈরি থাকো৷ লাতিন প্রবাদ৷ অ্যাডাম ল্যানজা শান্তি চেয়েছিল কি না, তা আজ আর জানার উপায় নেই৷ কিন্ত্ত সে যে যুদ্ধের জন্য তৈরি হয়েই 'স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল'-এ ঢুকেছিল, তাতে সন্দেহ নেই৷ লাতিন প্রবাদ আনুযায়ী, 'শান্তিপ্রিয়' মানুষদের কাছে (অর্থাত্ কিনা হানাহানির জগতে) কুড়ি বছরের এই সদ্যযুবকের হাতের আগ্নেয়াস্ত্রগুলির সুনাম যথেষ্ট৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষায় 'ফুলের মতো নিষ্পাপ শিশু'দের নরম দেহ ছিন্নভিন্ন করার জন্য তৈরি হয়নি ওই মার্কিন .২২৩ বোরের বুশমাস্টার সেমি-অটোমেটিক, অস্ট্রিয়ার গ্লক ১৭ আর সুইস-জার্মান সিগ-স্যয়ার পি ২২০ পিস্তলের 'হলো পয়েন্ট' বা 'ফুল মেটাল জ্যাকেট' গুলি৷ 

যে তিনটি আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে কানেক্টিকাটের ওই প্রাথমিক স্কুলে ঢুকেছিল অ্যাডাম, তার একটারও লাইসেন্স ছিল না অ্যাডাম ল্যানজার নামে৷ অ্যাডামের মা ন্যান্সি ল্যানজার নামে কেনা হয়েছিল ওই তিনটি বন্দুক৷ মধ্যবয়স্ক ওই মার্কিন মহিলার সেমি-অটোম্যাটিক অ্যাসল্ট রাইফেলের মতো বিপজ্জনক অস্ত্র রাখার দরকার কেন হয়েছিল, তা আজ আর জানার উপায় নেই৷ স্কুল পড়ুয়াদের খুন করতে যাওয়ার আগে ছেলে অ্যাডামের হাতেখড়ি হয়েছে মাকে মেরেই৷ আলোচনায় উঠে আসা বুশমাস্টার সেমি-অটোম্যাটিক অ্যাসল্ট রাইফেলের নকশা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ায়৷ সেখানকার অস্ত্র নির্মাণ সংস্থা 'আর্মটেক' প্রাথমিক ভাবে যে বন্দুক তৈরি করে, তাই পরে পরিচিত হয় বুশমাস্টার নামে৷ তত দিনে উঠে গিয়েছে অস্ট্রেলিয়ার সংস্থা৷ দেশে বন্দুকের চাহিদা নেই৷ ওই নকশা কিনে বন্দুক তৈরি শুরু করেছে মার্কিন সংস্থা বুশমাস্টার৷ 

প্রায় সাড়ে তিন কেজি ওজনের এই বন্দুক অস্ত্র হিসেবে খুব যে উঁচুদরের তেমন নয়৷ তবে হাজার দেড়েক মার্কিন ডলার থেকে দাম শুরু বলে চাহিদা আছে৷ এক একটি বন্দুকে ৩০ গুলির ম্যাগাজিন লাগানো যায়, যা মার্কিন নিয়মে বে-আইনি৷ 

ল্যানজার অন্যতম হাতিয়ার গ্লক ১৭-এর খ্যাতি বিশ্বজোড়া৷ পলিমারের তৈরি এই অস্ট্রিয়ার পিস্তল ভারত-সহ সারা পৃথিবীর প্রায় ৫০টি দেশের নিরাপত্তারক্ষীদের কাছে সবচেয়ে জনপ্রিয় পিস্তল৷ খালি অবস্থায় সাড়ে ছ'শো গ্রাম ওজনের এই পিস্তল থেকে ৯ মিলিমিটার মাপের গুলি ছোড়া যায়৷ পিস্তলের ম্যাগাজিনে গুলি ধরে ১৩ থেকে ৩১ পর্যন্ত৷ মার্কিন অস্ত্র আইন অনুযায়ী, এত বেশি গুলির ম্যাগাজিন-সহ কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহারও নিষিদ্ধ৷ 

.৪৫ ক্যালিবারের যতগুলো আগ্নেয়াস্ত্র এখন দুনিয়ায় ব্যবহার করা হয়, তাদের মধ্যে সুইস-জার্মান সিগ-স্যয়ারের নাম বন্দুক বিশেষজ্ঞরা শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন৷ 'সুইস ইন্ডাস্ট্রি গ্যাজেলশাফট' (সিগ) ও জার্মান জেপি স্যয়ার একসঙ্গে এই পিস্তলের নকশা বানায়৷ মিলিত ভাবে নাম হয় 'সিগ-স্যয়ার'৷ 

গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে এই পিস্তলের ব্যবহার ক্রমশ বাড়ছে৷ অন্যান্য পিস্তলের থেকে ওজনে বেশ কিছুটা ভারী বলে এই পিস্তল ব্যবহার করার সময় লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা কম৷ একই সঙ্গে .৪৫ বোরের অটোম্যাটিক কোল্ট পিস্তল (এসিপি)-র মতো ভারী ওজনের গুলি পর পর ছুড়ে গেলেও তার ধাক্কা অনায়াসেই সামলে নিতে পারে এই পিস্তল৷ খালি অবস্থায় এই পিস্তলের ওজন ৮০০ গ্রাম (অ্যালুমিনিয়াম ফ্রেম) থেকে ১১০০ গ্রাম (স্টিল ফ্রেম)৷ 

মার্কিন অস্ত্র আইনে 'রক্ষা' পেয়ে গিয়েছিল একমাত্র সিগ-স্যয়ারই৷ সংস্থা কিছুতেই ম্যাগাজিনের গুলি ধারণের ক্ষমতা ৮-এর বেশি বাড়ায়নি৷ তাই একেবারে আইন মেনেই আমেরিকার যে কেউ কিনতে পারেন এই পিস্তল৷ কিনেও নিয়েছিলেন ল্যানজা'র মা৷ শেষ পর্যন্ত মাসুল গুনেছেন ছেলের হাতে নিজের প্রাণ খুইয়ে! 

সহকর্মীদের বাঁচিয়ে নিজেই বুলেটে ঝাঁঝরা প্রিন্সিপ্যাল



সহকর্মীদের বাঁচিয়ে নিজেই বুলেটে ঝাঁঝরা প্রিন্সিপ্যাল
ডন লাফার্টি হচস্প্রাং।---ফাইল ছবি

কানেক্টিকাট: শেষ সময়েও বুঝিয়ে দিয়ে গেলেন, তিনিই পারেন! আততায়ীর বুলেট শরীর ফুঁড়ে দেওয়ার সময়টাতেও চেষ্টা করেছেন অন্যদের বাঁচাতে৷ লুটিয়ে পড়ার আগেও সতর্ক করেছেন সহকর্মীদের৷ প্রাণপণে চিত্‍কার করেছেন, 'সামনে গুলি চলছে৷ এগোবেন না৷' কথা শেষ হয়নি৷ লড়াই শেষ হয়ে গিয়েছে স্যান্ডি হুক এলিমেন্টরি স্কুলের প্রিন্সিপ্যাল ডন লাফার্টি হচস্প্রাং-এর৷

স্কুলে ঢুকে তখন নির্বিচারে গুলি চালাতে শুরু করেছে আততায়ী অ্যাডাম ল্যানজা৷ একটা জরুরি মিটিং শেষ করে স্কুলের হলের দিকে ফিরছিলেন হচস্প্রাং৷ একটু পিছনে বেশ কয়েকজন সহকর্মী৷ হলে আসার আগেই পরিস্থিতিটা আঁচ করে নেন তিনি৷ কয়েক সেকেন্ডের মধ্যেই পিছিয়ে যাওয়ার নির্দেশ দেন অন্যদের৷ নির্দেশ দেন, দরজা বন্ধ করার৷ তার পর কোনও কিছুর তোয়াক্কা না-করেই ধেয়ে যান ল্যানজার দিকে৷ বন্দুক হাতে উদ্ধত ল্যানজাকে আটকানোর আগেই ঘাতক বুলেট ফুঁড়ে দেয় শরীর৷ হাড় হিম করা ওই ঘটনাটার বিবরণ দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী৷

সদা হাস্যময়৷ কাজে অবিচল৷ স্যান্ডি হুক এলিমেন্টারি এডুকেশনের প্রিন্সিপ্যালকে ব্যাখ্যা করার জন্য এই শব্দবন্ধটুকুই যথেষ্ট৷ যিনি একার কাঁধে টেনে জনপ্রিয় করেছিলেন কিন্ডারগার্টেন থেকে ক্লাস ফোর পর্যন্ত প্রায় ৭০০ শিশুর 'খেলার মাঠ' এই প্রাথমিক স্কুলটিকে৷ ২০১০ সালের ৯ জুন এই স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছিলেন হচস্প্রাং৷ তার পর থেকে বাকিটা উত্তরণের কাহিনিমালা৷ স্কুলের পাঠক্রম থেকে নিয়মানুবর্তিতা, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলার রসদটাও প্রায় একাই জোগাড় করেছিলেন৷ ঢেলে সেজে ছিলেন স্কুলের নিরাপত্তা ব্যবস্থা৷ সকাল সাড়ে ন'টায় বন্ধ হত স্কুলের গেট৷ তার পর কেউ গেটের বেল বাজালে পুরো পরিচয় দিয়ে ঢুকতে হত৷ অভিভাবক-অভিভাবিকাদের জন্য পরিচয়পত্র ছিল আবশ্যিক৷ এই ধরনের অবস্থা যাতে কখনই মাথাচাড়া দিতে না পারে, তার জন্য কোনও ব্যবস্থারই কসুর করেননি অধ্যক্ষ৷ তার পরও রক্তপাত ঠেকানো গেল না৷ প্রাণ গেল তাঁর নিজেরও৷

স্পেশাল এডুকেশনে স্নাতকোত্তর হচস্প্রাং৷ দুই কন্যা, তিন পালিত কন্যার মা৷ নিউ ইয়র্কের সেজ কলেজের অন্তর্গত এস্টিভস স্কুল অফ এডুকেশনে ২৭ মাসের ডক্টরেট কোর্সে সদ্য যোগ দিয়েছিলেন৷ তবে তাঁর ধ্যান-জ্ঞান ছিল স্কুলটাই৷ ২০১১ সালে স্কুলের জন্য একটি সম্মাননীয় অনুদান এনেছিলেন৷ নিয়মিত টুইটারে তুলে ধরতেন স্কুলের প্রান্তি, উত্সব, উল্লাসের মুহূর্তগুলো৷

স্কুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেই ছিল শুক্রবার সকালের বৈঠক৷ সেই বৈঠক শেষ করে হলে আসার পথেই সব শেষ৷

http://eisamay.indiatimes.com/articleshow/17634460.cms


উন্নয়ন, বিভাজন ও জাতি : বাংলায় নমশূদ্র আন্দোলন, ১৮৭২-১৯৪৭

Posted by bangalnama on August 31, 2009

http://bangalnama.wordpress.com/2009/08/31/unnayan-bivajan-jati-namasudra-andolon/

 
 
 
 
 
 
2 Votes



জাতিবিভাগ, শ্রেণী আর ক্ষমতার সম্পর্কের মধ্যে প্রাক-ঔপনিবেশিক বাংলার সনাতন হিন্দু সমাজে যে ভারসাম্য ছিল (রায়, ১৯৮০, পৃঃ ৩২৪-২৫; সান্যাল, ১৯৮১, পৃঃ ১৯-২৬), ইংরেজ ঔপনিবেশিক সরকার নতুন নতুন সুযোগ-সুবিধা তৈরি করতে থাকলে তা ভেঙে পড়ার উপক্রম হয়। সাধারণ ধারণা এই যে ভূমি বিক্রেয় পণ্যে পরিণত হলে, প্রথাবদ্ধ উৎপাদন সম্পর্কের জায়গা নেয় চুক্তিবদ্ধতা। নতুন পেশার সৃষ্টি হল, যার ভিত্তি ব্যক্তিগত যোগ্যতা। যে সব বণিক সম্প্রদায়ের বাণিজ্যকর্ম এতদিন আঞ্চলিকতার সীমায় আটকে ছিল, তারা এবার বিভিন্ন ইউরোপীয় কোম্পানির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে বাণিজ্য করে অবস্থার উন্নতি ঘটানোর সুযোগ পেল। আর তা বিভিন্ন জাতির মধ্যে প্রাচুর্যের বন্টনকেও বিষমীকৃত করে। এরই পরিণতি, সামাজিক গতিশীলতার বৃদ্ধিতে সমাজে ক্ষমতার সম্পর্ক ভেঙে পড়ার উপক্রম। কিন্তু যদি আদমসুমারির পেশা-সংক্রান্ত তথ্যকে সমাজের কিছু সাধারণ পরিবর্তনের সূচক হিসেবে গ্রহণ করি, যদিও সামাজিক পরিবর্তনের নির্ভরযোগ্য ছবি এর থেকে আদৌ পাওয়া যায় না (কনলন, ১৯৮১), তাহলে আমরা দেখব যে বিংশ শতাব্দীর গোড়াতেও (১৯০১-১৯৩১) এই সামাজিক গতিশীলতা ছিল অত্যন্ত সীমিত, সমাজের একেবারে নিচের তলা থেকে কেউ ওপরে উঠে আসছে এ ঘটনাও দুর্লভ।


জনসংখ্যার এক বিশাল অংশ তখনও তাদের জাতিভিত্তিক পেশাতেই নিয়োজিত, অর্থাৎ ঔপনিবেশিক শাসনপর্বে সীমিতভাবে যে উন্নয়ন প্রক্রিয়ার শুরু তা গোষ্ঠীসাপেক্ষে স্বতন্ত্র প্রভাব বিস্তার করেছে। অন্যভাবে দেখলে অর্থনীতি সমষ্টিগত উন্নয়নের গতি কখনো অর্জন করেনি বলেই একই জাতির মধ্যে তৈরি হয়েছে অন্য শ্রেণীরেখা। অর্থনীতির এই অসম সঞ্চালন বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই ঘটনাটিই একদিকে বিভিন্ন জাতি গোষ্ঠীর চেতনাকে নিয়ন্ত্রণ করেছে – অন্যদিকে তা উনিশ শতকের শেষ আর বিশ শতকের আরম্ভে নিম্নবর্ণের জাতিগুলির সামাজিক আন্দোলনের অন্যতম প্রধান কারণ হয়েই তার ওপর প্রভাব ফেলেছে।


বস্তুত এই সময় গোটা ভারতবর্ষেই প্রতিটি জাতির মানুষ ধর্মীয় মর্যাদার দিক থেকে একই অবস্থানে থাকলেও, অর্থনৈতিক ও সামাজিক মর্যাদার দিক দিয়ে বিভাজিত হয়ে পড়েছিল। কিছু কিছু তথ্যভিত্তিক আলোচনায় একথা উল্লিখিত হয়েছে ঠিকই, কিন্তু এই বিভাজন প্রক্রিয়ার সঙ্গে এইসব জাতিগুলির সামাজিক জাগরণ এবং রাজনৈতিক আন্দোলনের সম্পর্কটি যে কি তা এখনও সম্যকভাবে বিশ্লেষিত হয়নি। এইসব আন্দোলনগুলিকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে হয় অর্থনৈতিক উন্নতি কিংবা সামাজিক উচ্চাশার কারণ দেখিয়ে, অথবা সামাজিক অত্যাচার এবং বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের প্রতিফলন হিসেবে। এইসব আন্দোলনের মধ্যে প্রতিবাদের যে ধারাটি ছিল প্রথমোক্ত ব্যাখ্যায় তা একেবারেই উপেক্ষিত। অন্যদিকে প্রতিবাদী দিকটিকেই যাঁরা বড় করে দেখেন তাঁরা দেখতে পান না যে প্রতিষ্ঠিত সামাজিক আদর্শবাদের চাপে এইসব প্রতিবাদী নিম্নবর্গীয় মানুষগুলির কল্পনার জগত হয়ে পড়েছিল অত্যন্ত সীমিত। আবার তাদের মধ্যে অপেক্ষাকৃত প্রতিষ্ঠিত ব্যক্তিরা প্রায়শই প্রতিপক্ষের সঙ্গে যোগ দেওয়ায় প্রতিবাদও হত অনেকাংশে নিষ্ক্রিয়।


অন্যভাবে বলতে গেলে, এই দুই ধরণের ব্যাখ্যাই একটি মূল ভাবনার উপর প্রতিষ্ঠিত। তা হল যে প্রতিটি জাতির মানুষেরা অন্তত চেতনার দিক দিয়ে এক এবং অভিন্ন ছিল। এই বিভেদহীন 'সম্প্রদায়'-এর ধারণাটি সম্বন্ধে সন্দেহের অবকাশ আছে, কারণ এইসব আন্দোলনগুলির মধ্যে আমরা শুধুমাত্র সামাজিক উচ্চাশা অথবা শুধুমাত্র প্রতিবাদ দেখিনা। বরং এই দুটি ধারারই সম্মেলন দেখি যে কোন বিশেষ আন্দোলনের মধ্যে, এবং তা প্রতিফলিত হয় একই জাতের অন্তর্গত বিভিন্ন স্বতন্ত্র গোষ্ঠীর চেতনায়। একমাত্র এই ধরনের সম্মিলন ঘটলেই 'সম্প্রদায়' গঠন এবং তার সামাজিক সীমারেখাগুলির চিহ্নিতকরণ সম্ভবপর হত। এটি একটি সর্বৈব জটিল প্রক্রিয়া, – এই সব বিভিন্ন সম্প্রদায় অন্তর্বর্তী ভিন্নতা সত্তেও ধর্মীয় বৃত্তে তাদের মর্যাদাহীনতাকেই নিজেদের সমতার ভূমি হিসেবে চিহ্নিত করে 'সমষ্টিগত চেতনা'র প্রতিষ্ঠায় উদ্যোগ নেয়। আর এই 'সমষ্টিগত চেতনা'কে রূপায়িত করতেই 'সম্প্রদায়' – নিজ গোষ্ঠীর অতীত উদ্ভাবন করে, ভ্রাতা ও গুরুর কল্পনা ক'রে তা নিয়ে গল্প-গাথা রচনা করে, ব্যবহৃত হতে থাকে ভাষিত বা ভাষাতীত প্রতীক। আসলে আত্মপ্রতিষ্ঠার সন্ধানে এইসব অবদমিত জাতির প্রথম কর্তব্য ছিল প্রতিষ্ঠিত সামাজিক সম্মানের বেড়াজালকে ভাঙা। ফলত, সম্মানিত সামাজিক অবস্থানের ব্যক্তি বা গোষ্ঠীবর্গের সঙ্গে সহিংস বা অহিংস সংঘাত প্রায় বাধ্যতামূলকভাবেই ঘটে যেত। আর এইসব সংঘাতের মধ্যে দিয়েই 'সম্প্রদায়' সমাজের অন্যান্যদের থেকে স্বতন্ত্র বলে চিহ্নিত হতে থাকে।


কিন্তু এইসব সংঘাতের দৃষ্টান্তের উপরেই বেশি জোর দিলে 'সম্প্রদায়' গুলির ভেঙে পড়া, বা তাদের আন্দোলন স্তিমিত হয়ে যাওয়া বা আপোস-বোঝাপড়ার অনাটকীয় মুহূর্ত থেকে মনোযোগ সরে আসতে পারে। অন্যভাবে বলতে গেলে, কোনো একটি বিশেষ ঐতিহাসিক মুহূর্তে একটি জাতির অন্তর্গত বিভিন্ন গোষ্ঠীর নানা ধরণের চেতনা তাদের উচ্চাশা অথবা অভিযোগ একই ধারায় এসে মিলে গেলেও অন্য কোনো অবস্থায় আবার যে পৃথকীকরণ ঘটবেনা অথবা 'সম্প্রদায়' ভেঙে পড়বেনা তার কোনো কথা নেই। সেই জাতির লোকজনের উপর অর্থনৈতিক উন্নয়ন-প্রক্রিয়ার বিভিন্ন ধরণের প্রভাবের ফলে তা ঘটতে পারে, যে কারণে সাম্প্রদায়িক নেতৃত্ব আর তাদের আদর্শবাদ সবার ওপরে চাপিয়ে দিতে পারে না। আবার এটা ঘটতে পারে অন্য কোনো ধরণের সামাজিক-রাজনৈতিক প্রক্রিয়ার ফলে, যে কারণে সামাজিক সীমারেখাগুলি নতুনভাবে চিহ্নিত হয় এবং একই জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরণের আত্মচেতনা মাথা চাড়া দিয়ে ওঠে। আমরা যদি কোনো বিশেষ ঐতিহাসিক মুহূর্তের দিকে তাকাই তাহলে হয়ত কোনো জাতি বা সম্প্রদায়কে এক এবং অভিন্ন বলে মনে হতে পারে। কিন্তু যদি কোনো জনগোষ্ঠীকে দীর্ঘ সময় ধরে আন্দোলনে অংশ গ্রহণ করতে দেখা যায়, অথবা তাদের ঔপনিবেশিক যুগের বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক প্রক্রিয়ার সম্মুখীন হতে দেখা যায়, তাহলেই একমাত্র সম্প্রদায় গঠনের উত্থান-পতনের সবদিকগুলি পরিষ্কার হয়ে ওঠে। যে বিষয়টি বর্তমান প্রবন্ধে পরিষ্কার করে বলতে চাওয়া হয়েছে, তা হল এই ধরণের কোনো আন্দোলনই, বিশেষ করে ১৮৭২ সাল থেকে ১৯৪৭ সালের মধ্যে বাংলায় নমশূদ্র আন্দোলন, কখনওই এক ধারায় বয়ে চলেনি। এই আন্দোলনের মধ্যে যা আমরা দেখি তা'হল বিভিন্ন স্তরের চেতনা এবং বিভিন্ন ধরণের কার্যধারার সংমিশ্রণ।



সংখ্যার দিক থেকে নমশূদ্ররা ছিল পূর্ববঙ্গের সবচেয়ে বড় হিন্দু জাতি, আর সমগ্র বঙ্গ প্রদেশে তাদের স্থান ছিল দ্বিতীয় (৯.৮ শতাংশ)। প্রধানত, পূর্বাঞ্চলের ছ'টি জেলায়, বাখরগঞ্জ, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর আর খুলনা ছিল মুখ্য নমশূদ্র বসতি; ১৯০১ সালে নমশূদ্র জনসংখ্যার (১,৮৫২,৩৭১) ৭৫ শতাংশই বাস করত এই ক'টি জেলায়। আর এই ভৌগোলিক অঞ্চলের মধ্যে আবার সবচেয়ে বেশি লোক বাস করত উত্তর-পশ্চিম বা খরগঞ্জ ও দক্ষিণ ফরিদপুরের জলা জায়গায় আর তার সংলগ্ন যশোর জেলার নড়াইল ও মাগুড়া মহকুমায় এবং খুলনা জেলার সদর ও বাগেরহাট মহকুমায়। সারা বাংলার নমশূদ্র জনসংখ্যার প্রায় অর্ধেকই বাস করত এই নির্দিষ্ট অঞ্চলটিতে, তাই সঙ্গত কারণেই এটিকে আমরা নমশূদ্র-প্রধান বসতি অঞ্চল বলে চিহ্নিত করতে পারি। এই বিশেষ ভৌগোলিক অবস্থান, যার প্রধান কারণ সম্ভবত ছিল তাদের কৌম ইতিহাস, সম্প্রদায় হিসেবে তাদের শক্তির অন্যতম প্রধান উৎস ছিল। ১৯৪৭-এর দেশবিভাগের ফলে এই অঞ্চলটি পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে, এদের আন্দোলনও ভেঙে পড়তে থাকে।


বাঙালি হিন্দুদের মধ্যে নমশূদ্রের সামাজিক অবস্থান ছিল খুবই নিচের দিকে। এরা একসময় 'চন্ডাল' নামে অভিহিত হত এবং প্রাচীন শাস্ত্রমতে চন্ডালরা অস্পৃশ্য বলে পরিগণিত হত (ঝা, ১৯৮৬-৮৭, পৃঃ ১-৩৬)। কিন্তু সঠিক অর্থে অস্পৃশ্যতা বাংলার সমাজে কখনই খুব বড় সমস্যা ছিল না। ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীর পুরাণে বাংলার চন্ডালদের অন্ত্যজ এবং সংকরজাতি বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু সত্যি সত্যি তাদের অস্পৃশ্য বলে অবজ্ঞা করা হত কিনা আর কোনো ইঙ্গিত নেই। এমন কি ষোড়শ শতকের বাংলার সবচেয়ে গোঁড়া স্মৃতিকার রঘুনন্দন-ও চন্ডালদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক এবং পংক্তিভোজন এড়িয়ে চলার কথা বলেছেন কিন্তু তাঁদের স্পর্শ সর্বতোভাবে এড়িয়ে চলতে হবে এমন কথা জোর দিয়ে বলেন নি (চক্রবর্তী, ১৯৭০, পৃঃ ৩৩, ২৫৬-৬১)। ষোড়শ-অষ্টাদশ শতকের মঙ্গলকাব্যগুলিতে উল্লেখ আছে যে চন্ডালরা গ্রাম বা নগরের মধ্যেই বাস করত। মনু যাদের অন্তেবাসী বলে বর্ণনা করেছেন–অর্থাৎ যারা গ্রাম বা নগর সীমান্তের বাইরে বাস করে–চন্ডালরা মোটেই তা' ছিল না। বিংশ শতাব্দীর গোড়ার দিকেও বেশ কয়েকটি তথ্যানুসন্ধানে প্রকাশ পায় যে বাংলায় তথাকথিত অস্পৃশ্য জাতিগুলি ভারতের অন্যান্য প্রদেশের তুলনায় কম যন্ত্রণা ভোগ করত। এই কারণেই হয়ত অন্যান্য প্রদেশের তুলনায় বাংলায় নিম্ন বর্ণের সামাজিক-আন্দোলনগুলিও ছিল অপেক্ষাকৃত দুর্বলতর।


এতদ্সত্ত্বেও বাংলায় চন্ডালজাতির লোকেদের নানা ধরণের সামাজিক অবিচারের সম্মুখীন হতে হয়েছে, আর এর ফলেই সুবিধাবাদী উচ্চবর্ণের লোকেদের সঙ্গে এই সব মানুষের এক বিরাট দূরত্ব তৈরি হয়ে যায়। উচ্চবর্ণের মানুষ কাজে না হলেও মুখে সর্বদাই অস্পৃশ্যতার পক্ষপাতী ছিলেন, বিশেষত সামাজিক প্রতিপত্তি বজায় রাখার জন্যই (পালিত, ১৯১৫, পৃঃ ২-৩) এই প্রচার তাঁরা চালাতেন। এই সামাজিক দূরত্ব আরও বেড়ে যেত এই সব অঞ্চলের বিশেষ শ্রেণী-বিন্যাসের জন্য। ১৯১১ সালে উপার্জনশীল নমশূদ্রের ৭৮ শতাংশ নির্ভর করত কৃষিকাজের ওপর। এই কৃষিজীবী মানুষদের মধ্যে মাত্র ১.১৫ শতাংশ নিজেরা খাজনা পেত; আর বাকিদের 'কৃষি-শ্রমিক', 'চাষি' অথবা 'জনমজুর' ইত্যাদি নানা নামে অভিহিত করা হয়েছে আদমসুমারির রিপোর্টগুলিতে। অন্যান্য সাক্ষ্যপ্রমাণ থেকেও জানা যায় এদের বেশির ভাগই ছিল প্রজাস্বত্বভোগী কৃষক, যাদের কারো দখলিস্বত্ব ছিল, কারোর ছিল না, আর বাকিরা ছিল ভাগচাষি বা বর্গাদার, ১৯২০-র দশকে যাদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। কিন্তু তার চেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল এই অঞ্চলে জমির ওপর একচেটিয়া দখলদারি ছিল হয় উঁচুজাতের বর্ণ হিন্দু অথবা সৈয়দ মুসলমানদের হাতে। ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম ডিভিশনে, যেখানে নমশূদ্ররা প্রধানত বাস করত, সেখানে 'খাজনাভোগী'দের ৮০-৮২ শতাংশ ছিল ওই দুই সামাজিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত, আর মাত্র ৩.৭৮ শতাংশ ছিল নমশূদ্র। বাংলার কৃষিসমাজে সবচেয়ে বড় যে বিভেদ তা হল 'খাজনাভোগী' এবং 'খাজনা প্রদানকারী'দের মধ্যে, আর এই ক্ষেত্রে তা নিখুঁতভাবে মিলে গিয়েছিল জাতিভেদের সঙ্গে। এই বিভেদ ক্রমান্বয়ে বেড়ে চলত নানা ধরনের অত্যাচারের ফলে। তার মধ্যে ছিল মধ্যস্বত্বভোগীদের শোষণ, বেআইনি কর আদায়, খাজনার বৃদ্ধি এবং সর্বোপরি সহজ নগদ খাজনার বদলে উঁচুহারে শস্য-খাজনা আদায় করা। কিন্তু এই অবস্থা থেকে এটাও বোঝা যায় যে, সম্প্রদায়টির মধ্যে সামাজিক পৃথকীভবন ঘটছিল, কারণ একটি ছোট গোষ্ঠী সামাজিক মর্যাদার সঁিড়ি বেয়ে ক্রমশ ওপরে উঠছিল, প্রধানত এই অঞ্চলে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে যে কৃষির সম্প্রসারণ ঘটছিল তার সুযোগ নিয়ে। এঁদের মধ্যেই কেউ কেউ মহাজনি ও অন্যান্য নানা ধরনের ছোট ব্যবসা শুরু করেন এবং পরে শিক্ষা এবং অন্যান্য পেশায় নিয়োজিত হতে শুরু করেন। তবে যদি আদমসুমারির বৃত্তি-সংক্রান্ত পরিসংখ্যানকে আদৌ বিশ্বাস করা যায়, তবে ১৯১১ সালে এই বর্ধিষ্ণু গোষ্ঠী গোটা নমশূদ্র জাতির ২ শতাংশেরও কম ছিলেন।


আমরা তাই সম্ভবত মনে করতে পারি যে এই সম্প্রদায়ের মধ্যে আড়াআড়ি বিভাজনটা তখনও পর্যন্ত এমন কিছু তীক্ষ্ণ হয়ে ওঠেনি যাতে তাঁদের আভ্যন্তরীণ ঐক্য ক্ষতিগ্রস্ত হয় অথবা একটি সাধারণ গোষ্ঠীচেতনার উদ্ভব ব্যাহত হয়। কৃষকেরা এই অঞ্চলের শোষণকারী উঁচুজাতের লোকেদের থেকে পৃথক হয়ে ছিলেনই, বর্ধিষ্ণু ব্যক্তিরাও সংখ্যার দিক দিয়ে ছিলেন এত খগ, অর্থনৈতিক দিক দিয়ে ছিলেন এত দুর্বল এবং সামাজিক মর্যাদার দিক দিয়ে ছিলেন এত নিচের দিকে, যে তাঁরাও উঁচুজাতের ভদ্রলোকেদের সঙ্গে নিজেদের একাত্ম করে ভাবতে পারতেন না। আর সেই সঙ্গে এঁদের নবলব্ধ আর্থিক অবস্থা এঁদের সামাজিক মর্যাদার অসঙ্গতি সম্বন্ধে আরও বেশি সচেতন করে তুলেছিল। অন্যদিকে এই সম্প্রদায়ের সাধারণ মানুষদের মধ্যেও এক নতুন আত্মমর্যাদাবোধের সৃষ্টি হয়েছিল। কারণ একদিকে তাঁরা বিল অঞ্চলের বিরূপ প্রকৃতির সঙ্গে অনবরত যুঝতে যুঝতেই নিজেদের স্থিতিশীল কৃষক হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। অন্যদিকে বেশ কিছু উদারপন্থী ধর্মীয় সম্প্রদায়ের সংস্পর্শেও এসেছিলেন, যেমন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় অথবা কর্তাভজা সম্প্রদায়, অথবা অষ্টাদশ শতকের স্থানীয় ধর্মগুরু শাহলাল পীর, যাঁরা সবাই জাতপাতের বাধা অস্বীকার করে সর্বমানবের মধ্যে সাম্যের বাণী প্রচার করে আসছিলেন (বেভারিজ, ১৮৭৬, পৃ. ২৬০-৬৫, যসিমুদ্দিন, ১৯৭৭, পৃ. ৩৬-৪২, ২৫৯, ২৬২)। কাজেই এই সম্প্রদায়ের মধ্যে দুটি গোষ্ঠীর স্বার্থ ও আকাঙ্ক্ষা আলাদা হলেও উঁচুজাতের ক্ষমতা ও আধিপত্যকে অস্বীকার করা এবং চূর্ণ করার একটি সম্মিলিত অভিলাষ ছিল। এই অভিলাষই তাঁদের ক্রমশ জাতীয়তাবাদী রাজনীতির মূলস্রোতের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, কারণ বাংলায় এই রাজনীতিতে ছিল উঁচুজাতের হিন্দু ভদ্রলোকেদের একচেটিয়া প্রভাব। এই বিচ্ছিন্নতাবোধের উৎসে ছিল এমন এক আদর্শবাদ যা অতীত এবং বর্তমান বিষয়ে তাঁদের নিজস্ব ধারণার জাতক, অপরপক্ষে তা জাতীয়তাবাদী ধারণা থেকে সবিশেষ স্বতন্ত্র।



নমশূদ্রদের এই সামাজিক আন্দোলন শুরু হয় ১৮৭২-৭৩ সালে ফরিদপুর-বাখরগঞ্জ অঞ্চলে। এই অঞ্চলের এক বিশিষ্ট নমশূদ্র গ্রামীণ নেতার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে উঁচুজাতের লোকেরা আসতে অস্বীকার করলে তাদের সঙ্গে সমস্ত রকম সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়। এই সামাজিক বর্জনের আন্দোলন প্রায় ছ'মাস ধরে চলে। এই সময়ে কৃষিকাজে, ঘর ছাউনি দেওয়ার অথবা অন্য কোনোরকম কাজে উঁচুজাতের লোকেদের সঙ্গে কোনোরকমভাবে সহযোগিতা করতে নমশূদ্ররা অস্বীকার করে (বন্দ্যোপাধ্যায়, ১৯৮৯, পৃ. ১৮৩-৮৪)। এই আন্দোলন অবশ্য বেশি দিন চালিয়ে নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। আর এই প্রথম অসাফল্যের পরেই এদের মধ্যে উদ্ভব হয় এক সংগঠিত ধর্মীয় সম্প্রদায়ের, যার নাম হল মতুয়া। এই সম্প্রদায় তার সামাজিক ধ্যান-ধারণা, রীতি-নীতি এবং সৃষ্টিতত্ত্ব সংক্রান্ত ধারণা আহরণ করেছিল প্রচলিত বৈষ্ণব ধারা থেকে। কিন্তু তাদের চিন্তায় এই ধ্যান-ধারণাগুলি এমন এক নিজস্বতা লাভ করে যাতে এগুলির সাহায্যে প্রচলিত ক্ষমতার সম্পর্ককে সার্থকভাবে মোকাবিলা করা যায়। এদের প্রধান ধর্মগুরু শ্রীগুরুচাঁদ ঠাকুর, জন্মেছিলেন এক বর্ধিষ্ণু কৃষক পরিবারে। অন্যান্য বৈষ্ণবগুরুদের মতন তিনিও প্রচার করেছিলেন ব্যক্তিগত ভক্তি, জাতিভেদের অবসান ও সর্ব-সাম্যের মতাদর্শ। কিন্তু তার ওপরেও তিনি যা প্রচার করেছিলেন তা হল এক কর্মের নীতি যা একটি সামাজিক গতিশীল সম্প্রদায়ের উচ্চাশা পূরণে সহায়ক হতে পারে। বাঙালি ভদ্রলোক সমাজ যখন রামকৃষ্ণের প্রভাবে বেদান্তের কথা ভাবছে অথবা পার্থিব সম্পদ বর্জন করে আধ্যাত্মিক মুক্তির কথা ভাবছে, গুরুচাঁদ তখন তাঁর শিষ্যদের শিক্ষিত হয়ে অর্থ উপার্জন করে সম্মানীয় হয়ে উঠতে বলছেন। 'হাতে কাম মুখে নাম', অর্থাৎ পার্থিব দায়িত্ব পালনের মধ্যে দিয়েই মুক্তিলাভ, এই ছিল তাঁর ভক্তদের প্রতি গুরুর উপদেশ, যাঁদের বেশির ভাগই ছিলেন জাতে নমশূদ্র। উঁচুজাতের বৈষ্ণবরা তাঁদের সঙ্গে সামাজিক সম্পর্ক রাখতে অস্বীকার করলে মতুয়া ভক্তদের মধ্যে আভ্যন্তরীণ ঐক্য আরও বেড়ে যায়। আর এই সংগঠন ও ঐক্যের প্রয়োজনীয়তা আরও গুরুত্ব পায় গুরুর উপদেশে। 'যার দল নেই তার বল নেই', তাঁর এই শিক্ষায় সম্প্রদায় গঠন করে সমষ্টিগত প্রয়াস চালানর কথাই প্রকাশ পেয়েছিল। এই সম্প্রদায়ের একমাত্র নিত্যকর্ম ছিল কীর্তনগান। এই সমবেত কীর্তনগান এবং সম্মিলিত ভক্তি সম্প্রদায়ের সমষ্টিগত চরিত্রকে জোরদার করত। এছাড়াও অন্যান্য নিয়মিত সম্মেলন– যেমন বারুণী মেলা– ভক্তদের মধ্যে অদিকতর সামাজিক আদান-প্রদানের সহায়ক হত (সরকার, ১৯১৬ ; ম. হালদার, ১৯৪৩ ; ন. হালদার, ১৯৮৫, ১৯৮৬ ; পৃ. হালদার, ১৯৮৬)।


এই মতুয়া ধর্মসম্প্রদায়কে কেন্দ্র করেই ঊনবিংশ শতকের শেষে নমশূদ্রদের সামাজিক আন্দোলন শুরু হয় এবং গুরুচাঁদ ঠাকুরের পৈতৃক গ্রাম, ফরিদপুর জেলার ওড়াকান্দি হয়ে ওঠে এই আন্দোলনের প্রধান কর্মকেন্দ্র। এই ধর্মসম্প্রদায় ছাড়াও ১৯০২ সালে একটি সমিতি গঠন করা হয় এবং জাতি-আন্দোলনের বার্তা ছড়িয়ে দেবার জন্য নিয়মিত 'উন্নয়নী সভা'-র আয়োজন করা হতে থাকে। এছাড়া প্রচারের জন্য অন্যান্য মাধ্যমও ব্যবহার করা হত, যেমন যাত্রা-অনুষ্ঠান অথবা প্রতিটি পরিবার থেকে সাপ্তাহিক 'মুষ্ঠি' সংগ্রহ। এরপর ১৯১২ সালে প্রতিষ্ঠিত Bengal Namasudra Association ও তার জেলা শাখাগুলির মাধ্যমে এই আন্দোলন পুরোপুরিভাবে সংগঠিত হয়ে ওঠে।


এই আন্দোলন যত এগোতে থাকে ততই কিন্তু এর মধ্যে চেতনার দুটি স্তর এবং কার্যাবলীর দুটি ধারা প্রকট হয়ে উঠতে থাকে–এর একটি স্তর হল সম্ভ্রান্ত নেতৃবৃন্দের, আর অন্যটি হল তাদের কৃষক অনুগামীদের। নেতৃবৃন্দের প্রধান দাবি ছিল পুরোনো অসম্মানজনক 'চন্ডাল' নামের পরিবর্তে তাঁদের নতুন 'নমশূদ্র' নামের আনুষ্ঠানিক অনুমোদন। ১৯১১-র আদমসুমারিতে শেষ পর্যন্ত এই চন্ডাল নাম মুছে যায়। এছাড়াও তাঁরা নানারকম সাংস্কৃতিক প্রতীক ধারণ করতে থাকেন, যাতে তাঁদের সামাজিক মর্যাদা সূচিত হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তাঁরা নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করতে থাকেন এবং তার স্বপক্ষে শাস্ত্রীয় প্রমাণ দাখিল করেন। পরিবারের মহিলাদের বাজারে যাওয়া বন্ধ করেন। এগার দিন অশৌচ পালন করতে থাকেন এবং সর্বোপরি উপবীত ধারণ করাও আরম্ভ হয়।১০ 'Sanskritisation' বা সংস্কৃতায়ণের সে তত্ত্ব আছে তা দিয়ে এই ব্যবহারকে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না, কারণ এই তত্ত্বে প্রতিবাদের দিকটিকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়ে থাকে। আসলে এই নিম্নবর্ণের লোকেরা যা করছিলেন তা হল ক্ষমতার প্রতীক কতগুলি চিহ্নকে ধারণ করে সেগুলিকে অর্থহীন করে দেওয়া। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, সমাজে ক্ষমতার যে সর্বোচ্চ প্রতীক সেই উপবীত এই নিচু জাতের লোকেরা গ্রহণ করতে শুরু করলে বিংশ শতকের গোড়ার দিকে বাঙালি ভদ্রলোকেরা একে 'সিকি পয়সার সুতো' বলে বর্ণনা করতে শুরু করেন (রায়, ১৯২৬, পৃ. ৪৯৩)। সম্ভ্রান্ত নমশূদ্রদের এই প্রতিবাদ কিন্তু পুরোপুরি সচেতনভাবে না হলেও, এক ধরণের সমঝোতা অথবা প্রচলিত আচার-ব্যবস্থাকে মেনে নেওয়ার মধ্যে দিয়ে শেষ হয়। নিজেদের বর্ধিত সামাজিক এবং ধর্মীয় পদমর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য যে সব পৌরাণিক উপাখ্যানের অবতারণা তঁারা করছিলেন তার প্রত্যক্ষ উপাদান ছিল সেই হিন্দুশাস্ত্র। আর এই কাহিনীগুলিকে এমনভাবে রচনা করা হচ্ছিল যার থেকে স্পষ্ট বোঝা যায় যে সমাজে উঁচু-নিচু-র বিভেদ ঘুচিয়ে ফেলা অথবা আচার-বিচারের জগৎটাকে সম্পূর্ণ উল্টে ফেলার উদ্দেশ্য তাঁদের ছিল না। প্রচলিত কাঠামোর মধ্যে নিজেদের উচ্চ সামাজিক পদমর্যাদার স্বীকৃতিটুকুই তাঁরা চাইছিলেন (বাঢ়োই বিশ্বাস, ১৯১১, পৃ. ৪৫-৫৩ ; শর্মা, ১৯১৩, পৃ. ৬-৯)।


আরও বৈষয়িক স্তরে নমশূদ্র নেতারা বুঝতে শুরু করেছিলেন যে সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজন হল শিক্ষা এবং চাকরি। কারণ এগুলিই হল সামাজিক মর্যাদার নতুন উৎস। উঁচু জাতের লোকেদের সঙ্গে অসম প্রতিযোগিতা এবং নানা ধরণের খোলাখুলি অথবা প্রচ্ছন্ন পক্ষপাতিত্বই ছিল শিক্ষা ও সরকারী চাকরিতে তাঁদের পিছিয়ে থাকার কারণ। কাজেই ১৯০৬ সাল থেকে ঔপনিবেশিক সরকার মুসলিম সম্প্রদায়ের প্রতি যে পক্ষপাতমূলক সহায়তার নীতি চালু করেছিলেন তা নমশূদ্র নেতাদেরও ওই ধরনের সুযোগ ও সুবিধা দাবি করার ব্যাপারে উৎসাহিত করে তোলে। ১৯২০-র দশকে এবং ১৯৩০-এর দশকে গোড়ার দিকে এই ধরনের শিক্ষা ও চাকরি সংক্রান্ত কিছু সুবিধা-সুযোগ তাঁদের দেওয়াও হল। কিন্তু তাতেও তাঁদের সম্প্রদায়ের অবস্থার কোনো উন্নতি হল না, কারণ স্থানীয় আমলারা এই ধরনের নিয়ম-কানুন প্রায়শই অমান্য করতেন।১১


নমশূদ্র নেতৃত্বের অন্য অসন্তোষের কারণ ছিল প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানগুলিতে অংশগ্রহণ করতে না পারা। স্থানীয় স্বায়ত্বশাসনমূলক প্রতিষ্ঠানগুলিতে তাঁদের প্রতিনিধিত্ব খানিকটা বাড়লেও, প্রাদেশিক আইনসভায় তাঁদের প্রতিনিধিত্ব ছিল একেবারেই নগণ্য। একদিকে এই প্রতিনিধিত্বহীনতা ও অন্যদিকে ক্রমবর্ধমান ক্ষমতা হস্তান্তর এইসব নেতাদের উঁচুজাতের স্বৈরাচারী শাসন সম্বন্ধে ভীত করে তুলল। অতএব, মন্টাগু-চেম্সফোর্ড সাংবিধানিক সংস্কার প্রস্তাব ঘোষিত হবার সঙ্গে সঙ্গেই ১৯১৭ এবং ১৯১৮ সালে দুটি সম্মেলনে তাঁরা 'সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের' দাবি তুললেন, যাতে পশ্চাদ্পদ জাতিগুলির ভবিষ্যৎ উন্নতি ব্যহত না হয়।১২ এর ফলস্বরূপ ১৯১৯ সালের সংস্কার আইনে বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় অনুন্নত শ্রেণীর একজন প্রতিনিধির মনোনয়নের নীতি স্বীকৃত হয়। কিন্তু এই একজন প্রতিনিধি ছাড়া, এই বিশাল অনুন্নত শ্রেণীর প্রতিনিধিত্বের আর কোনো উপায় ছিল না। নমশূদ্র অধ্যুষিত কেন্দ্রগুলি থেকে নির্বাচিত হতে থাকেন সেই বর্ণহিন্দু প্রার্থীরাই।


আর এইভাবে রাজনৈতিক উচ্চাশাপূরণে ব্যর্থ হলে নমশূদ্র নেতৃত্বের মনে ব্রিটিশ রাজের প্রতি একধরণের আনুগত্য জাগল আর সেই সঙ্গে সৃষ্টি হল জাতীয়তাবাদী আন্দোলন সম্বন্ধে একটা সন্দেহ, কারণ এই আন্দোলন উঁচুজাতের হিন্দু ভদ্রলোকেদের সঙ্গে একাত্ম হয়ে উঠেছিল। তবে তাদের এই রাজনৈতিক অবস্থানের মূলে ছিল এক আদর্শবাদ, যা গড়ে উঠেছিল ঔপনিবেশিক শাসনের চরিত্র সম্বন্ধে তাদের ধারণা এবং নিজস্ব ইতিহাসবোধ থেকে, যা জাতীয়তাবাদীদের চিন্তাধারা থেকে একেবারেই আলাদা। জাতীয়তাবাদীরা ঔপনিবেশিক শাসনের প্রতিষ্ঠাকে দেখতেন এক স্বর্ণময় যুগের অবসান হিসেবে, আর নমশূদ্রদের চোখে বর্তমান শাসনব্যবস্থা ছিল সেই অতীতের চেয়ে অনেক বেশি উন্নত। কাজেই তাঁদের কাছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে কোনো আন্দোলনই হয়ে ওঠে ইতিহাসকে পশ্চাদমুখী করে তোলার সামিল–ঘড়ির কাঁটাকে পিছনের দিকে ঘুরিয়ে দেওয়ার প্রয়াস। এই আন্দোলনগুলিকে তাই তাঁরা তাঁদের সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী বলে মনে করতেন।১৩এই কারণেই তাঁরা স্বদেশী আন্দোলনের বিরোধিতা করেছিলেন, হোমরুল আন্দোলনের সমালোচনা করেছিলেন, এমনকি গান্ধিজীর নেতৃত্বে গণআন্দোলনের যুগেও তাঁরা অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড় আন্দোলন থেকে দূরে সরে থেকেছেন, যদিও জাতীয়তাবাদী নেতৃত্ব, এমনকি গান্ধিজী নিজেও তাঁদের সমর্থন লাভ করার জন্য চেষ্টা করেছিলেন যথেষ্ট।১৪



জাতীয়তাবাদী রাজনীতিকে পরিত্যাগ করার প্রবণতা শুধু যে সম্ভ্রান্ত নেতৃবৃন্দের মধ্যেই সীমাবদ্ধ ছিল তা নয়, নিচের স্তরের মানুষদের মধ্যেও এই চেতনা সমানভাবে লক্ষ্য করা যায়, কারণ নেতারা সার্থকভাবেই কৃষকদের বুঝিয়েছিলেন যে জাতীয়তাবাদ হল উঁচুজাতের সামন্তশ্রেণীর একটি আদর্শবাদ মাত্র। স্বদেশী আন্দোলনকে এই ধরনের একটা আখ্যা দেওয়া মোটেই কষ্টকর ছিল না, কারণ এর নেতৃবর্গ ও সমর্থকরা সবাই ছিলেন ঐ শ্রেণীভুক্ত এবং তাঁরা তাঁদের ক্ষমতা যথেচ্ছভাবে প্রয়োগ ক'রেই কৃষকদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন (সু. সরকার, ১৯৭৩, পৃ. ৩৫৫-৬০)। কৃষকেরা এই আচরণ মোটেই পছন্দ করেননি এবং এর ফলে যে বিরূপতার সৃষ্টি হয়েছিল তা অসহযোগ, আইন অমান্য এবং ভারত ছাড় আন্দোলনের যুগেও একই গতিতে সক্রিয় ছিল।১৫ কিন্তু এই যোগ না দেওয়াটাকে, অথবা কখনও কখনও সক্রিয়ভাবে বিরোধিতা করাটাকে ব্রিটিশরাজের প্রতি তাঁদের আনুগত্যের প্রতিফলন বলে ধরে নিলেও ভুল করা হবে। বরং উঁচুজাতের জমিদাররা তাঁদের ওপর যে নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক অবিচার চালিয়ে আসছিলেন এটা ছিল তার বিরুদ্ধেই এক ধরনের প্রতিবাদ, কারণ এই শ্রেণীর লোকেরাই ছিলেন রাজ-বিরোধী আন্দোলনের নেতৃত্বে। বস্তুতপক্ষে সরকারের প্রতি নমশূদ্র কৃষকদের মনোভাব ছিল দ্ব্যর্থক। সাধারণভাবে তাঁরা কাছের অত্যাচারীদের চেয়ে দূরের শাসককেই পছন্দ করতেন বেশি, এবং প্রায়শই বাজার লুন্ঠন এবং গৃহে লুঠতরাজ চালিয়ে উঁচুজাতের ক্ষমতাশালী জমিদারদের ব্যতিব্যস্ত করে তুলতেন। কিন্তু সরকার যদি আইন-শৃঙ্খলা রক্ষার নামে জমিদারদের পক্ষ নিয়ে হস্তক্ষেপ করতেন, যেমনটি ঘটেছিল একাধিকবার ১৯০৯ সালে ফরিদপুর জেলায়, নমশূদ্র কৃষকেরা সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধা করেন নি। মনে রাখা দরকার, স্থানীয় কৃষকদের চেতনায় পুলিশবাহিনীই কিন্তু ছিল ঔপনিবেশিক রাষ্ট্রের একমাত্র প্রতিনিধি।১৬


নমশূদ্র কৃষকদের ব্যবহারের মধ্যে দিয়ে যেটা সব সময়ই প্রকাশ পেত তা হল আর্থিক শোষণ মুক্তি আর সামাজিক সম্মানলাভের ঐকান্তিক ইচ্ছা। সেই ইচ্ছা-পূরণের জন্য তাঁরা কখনও জাতীয়তাবাদীদের বিরুদ্ধে সরকারের পক্ষ নিয়েছেন, কখনও বা উঁচুজাতের হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের সঙ্গে হাত মিলিয়েছেন–যেমনটা ঘটেছিল ১৯০৮-৯ সালে যশোর, খুলনা, ফরিদপুর এবং ময়মনসিংহ জেলার কিছু কিছু অঞ্চলে।১৭ আবার অবস্থান্তরে সম্প্রদায়ের সম্মান বজায় রাখার জন্য এই মুসলিমদের সঙ্গেই তাঁদের তীব্র সংঘাত ঘটেছে যার নিদর্শন আমরা দেখি যশোর, খুলনা, বাখরগঞ্জ ও ফরিদপুর জেলার কিছু কিছু অঞ্চলে ১৯১১, ১৯২৩-২৫ এবং ১৯৩৮ সালে।১৮


নমশূদ্র কৃষকেরা তাঁদের সম্প্রদায়ের নেতাদের ডাকে সাড়া দিয়েছিলেন কারণ এই নেতৃত্ব তাঁদের অভাব-অভিযোগগুলি কাজে লাগিয়ে একটি জাতি-ভিত্তিক আদর্শবাদ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। তাঁরা নিয়মিতভাবে উল্লেখ করতেন 'নিচু জাতের কৃষকদের' ওপর 'উঁচুজাতের জমিদারদের' অত্যাচার ও শোষণের কথা অথবা 'ভদ্রলোক রাজনীতিকদের কর্তৃত্বের' কথা এবং সেই সঙ্গে বিভিন্ন জনসভা ও আইনসভায় তুলে ধরতেন কৃষকদের নানা অভাব-অভিযোগের কথা।১৯ এই সমস্ত নেতারা, অন্তত মুখের কথায় হলেও, সামাজিক কর্তৃত্বের প্রচলিত কাঠামোটাকে বদলানোর কথা বলতেন ব'লে তঁাদের রাজনীতির স্বপক্ষে জনমতগঠনে তাঁরা সক্ষম হয়েছিলেন।


কিন্তু ১৯৩০-এর দশক থেকে এই নমশূদ্র নেতৃত্ব ক্রমশ তাঁদের কৃষক সমর্থকদের কথা ভুলতে শুরু করলেন। এই পরিবর্তনটা লক্ষ্য করা যায় ১৯৩০-এর খুলনা জেলা সম্মেলন থেকে, যাকে বর্ণনা করা হয়েছিল কৃষকদের নয়, তাদের শিক্ষিত ও পেশাদারি উত্তরসূরিদের সম্মেলন বলে। এই সম্মেলনেই তাঁদের নেতা গুরুচাঁদ ঘোষণা করলেন যে, সম্প্রদায়ের সামাজিক ও পার্থিব উন্নতির জন্য রাজনৈতিক ক্ষমতালাভের একান্ত প্রয়োজন আছে এবং এই ক্ষমতা আদায়ের জন্য প্রাতিষ্ঠানিক রাজনীতিতে অংশগ্রহণ করা একান্ত জরুরি।২০ এরপর থেকে, কয়েকটি জনসভা, সরকারের কাছে একটি দুটি আবেদন অথবা আইনসভার কিছু প্রশ্ন ছাড়া,২১ এই বর্ধিষ্ণু নেতৃত্বের কর্মসূচীতে দরিদ্র কৃষকদের জন্য আর বিশেষ কিছু লক্ষ্য করা যায় না। জনসংযোগ এবং গ্রামভিত্তিক সংগঠনের ক্ষেত্রেও শিথিলতা দেখা দিতে শুরু করল। কারণ অধিকাংশ নেতাই কলকাতা-কেন্দ্রিক হয়ে গেলেন। যে সমস্ত প্রাতিষ্ঠানিক সুবিধা সুযোগ তাঁরা চাইছিলেন ১৯৩৫ সালের সাংবিধানিক সংশোধনে সেগুলি অনুমোদিত হলে এই সব নেতাদের কাছে জনবলের প্রয়োজনীয়তা অনেক কমে যায়। ফলে সাধারণ সমর্থকদের অবহেলা করার প্রবণতাও বাড়তে থাকে, যা অত্যন্ত প্রকটভাবে চোখে পড়ে ১৯৩৭ সালের পরবর্তী পর্বে।


১৯৩০-এর গোড়া থেকেই নমশূদ্র নেতৃত্ব সাংবিধানিক রাজনীতিতে খুব বেশিভাবে জড়িয়ে পড়তে থাকেন। 'সাম্প্রদায়িক বাঁটোয়ারা'-কে তাঁরা স্বাগত জানালেন, পুণা চুক্তিকে নিন্দা করলেন এই বলে যে তা 'ড. আম্বেদকরের রাজনৈতিক ভুল'। আবার পরে, অকংগ্রেসী বর্ণহিন্দুরা এই চুক্তির সমালোচনা শুরু করলে, এর সমর্থনে তাঁরা ঐক্যবদ্ধ হন। তবে এই সমর্থন ছিল 'প্রয়োজনের চাপে', 'স্বেচ্ছায় নয়', কারণ এর ফলে তাঁরা পৃথক নির্বাচনের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন।২২ এইভাবে নেতাদের রাজনীতি ক্রমশ প্রতিষ্ঠান-ভিত্তিক হয়ে উঠলে তাঁদের মধ্যে গোষ্ঠী-দ্বন্দ্বও শুরু হয়ে যায় এবং ১৯৩২-এর পর থেকে আমরা দুটি সংগঠনকে নমশূদ্র সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে দেখি। যে সমস্ত সুযোগ-সুবিধা এই সংগঠনগুলি দাবি করছিল তাতে দরিদ্র গ্রামীণ শ্রেণীর উপকার হবার সম্ভাবনা ছিল খুবই কম, কারণ সেগুলি কাজে লাগানোর মত বিদ্যা বা সঙ্গতি তাঁদের ছিল না। ফলে এই আন্দোলনের গণ-আবেদনও ক্রমশ কমতে থাকে।


এই সময় প্রজা আন্দোলন কৃষকদের জন্য এক শ্রেণীভিত্তিক কর্মসূচি তুলে ধরলে নমশূদ্র নেতৃত্বের জনসমর্থন আরও কমে যায়। বস্তুত ১৯২০-র শুরু থেকেই নমশূদ্র কৃষকেরা তাঁদের নিজস্ব দাবি আদায়ের জন্যে স্বাধীনভাবে নিজেদের সংগঠিত করতে শুরু করেছিলেন। এর মধ্যে উল্লেখ করা যেতে পারে বিংশ শতাব্দীর প্রথম দশকে উঁচুহারের শস্য-খাজনাকে সহজ নগদ খাজনায় পরিবর্তনের দাবি,২৩ অথবা ১৯২০-র দশকে বর্গাদার বা ভাগচাষিদের তিন-চতুর্থাংশ ফসলের দাবি (ত. সরকার, ১৯৮৭, পৃ ৩৮-৪১)। এরপর আরও সুসংবদ্ধভাবে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি এই সময়ে পূর্ববঙ্গের মুসলিম ও নমশূদ্র কৃষকদের সংগঠিত করতে শুরু করে। নমশূদ্র সম্প্রদায়ের কিছু নবীন নেতা, যেমন যোগেন্দ্রনাথ মন্ডল অথবা বিরাটচন্দ্র মন্ডল এই নতুন প্রজা-আন্দোলনের জন্য নমশূদ্র কৃষকদের সমর্থন আদায়ের পেছনে ছিলেন। কিন্তু এই কৃষক প্রজা পার্টিও ১৯৩৭ সালের নির্বাচনের প্রাক্কালে মুসলিম লীগের সঙ্গে মুসলিম ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সুবাদে তার তফসিলি জাতিভুক্ত সমর্থকদের পরিত্যাগ করেন।২৪ ফলে এবার সম্প্রদায়ের নেতৃত্বকে সমর্থন করা ছাড়া নমশূদ্র কৃষকদের সামনে আর কোনো রাস্তা ছিল না। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু প্রতিষ্ঠিত নেতার ১৯৩৭-এর নির্বাচনে হেরে যাওয়া থেকেই প্রমাণ হয় যে নমশূদ্র কৃষকশ্রেণী তাঁদের নেতৃত্বের রাজনীতিকে পুরোপুরিভাবে এই সময়ে সমর্থন করছিলেন না। অন্য দিকে কংগ্রেসও এই অবস্থার সুযোগ নিতে পারেনি, কারণ ওই বছরে নির্বাচিত নমশূদ্রদের মধ্যে মাত্র একজনই ছিলেন কংগ্রেস প্রার্থী। কিন্তু বাখরগঞ্জ জেলার নমশূদ্র অধ্যুষিত এক অসংরক্ষিত কেন্দ্রে যোগেন্দ্রনাথ মন্ডল নির্দল প্রার্থী হিসেবে পরাজিত করেন কংগ্রেসের কায়স্থ প্রার্থী সরল দত্তকে, যিনি ছিলেন অশ্বিনীকুমার দত্তের ভ্রাতুষ্পুত্র এবং সেই সঙ্গে তাঁর রাজনৈতিক উত্তরসুরি।২৫ তাঁদের নিজের জাতের কোনো নেতা যদি তাঁদের দুঃখের সমব্যথী হতেন, তবে তাঁকে সমর্থন করার জন্য নমশূদ্র কৃষকেরা যে কতখানি দৃঢ়সংকল্প ছিলেন, এই ঘটনা তারই প্রমাণ।



প্রায় ১৯৩৭ পর্যন্ত নমশূদ্র আন্দোলন বাংলায় জাতীয়তাবাদী রাজনীতির মূলস্রোতের থেকে উৎসারিত কোনো ধারা নয়, এক পৃথক সমান্তরাল চেতনার ধারা হিসেবেই চলে আসছিল। কিন্তু ঔপনিবেশিক শাসনকালের শেষ দশকে, ক্ষমতা হস্তান্তর যখন প্রায় নিশ্চিত হয়ে আসছে, তখন রাজনীতির মূলস্রোত সমান্তরাল এই ধারাগুলিকে আত্মস্থ করতে সচেষ্ট হয়। বাংলা যখন বিভক্ত হয় এবং ভারত স্বাধীনতা অর্জন করে, নমশূদ্র আন্দোলন তখন তার পৃথগন্ন মনোভাব ছেড়ে এই প্রদেশের রাজনৈতিক মূলস্রোতের সঙ্গে মিশে গেছে। তবে এই আন্দোলনের মধ্যে যেহেতু বিভিন্ন ধরণের চেতনার সহাবস্থান ছিল, এই মিশে যাওয়ার ঘটনাটিও তাই ঘটেছিল বিভিন্ন স্তরে এবং বিভিন্ন রূপে।


প্রাতিষ্ঠানিক স্তরে ১৯৩৭ সাল পর্যন্ত নমশূদ্র নেতৃবৃন্দ কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখেই চলছিলেন, তার প্রমাণ সে বছরের নির্বাচনী ফলাফল। তের জন সফল নমশূদ্র প্রার্থীর মধ্যে মাত্র একজন ছিলেন কংগ্রেস সভ্য এবং এইসব 'নির্দল' সাংসদরা ফজলুল হকের নেতৃত্বে মুসলিম লীগ-প্রজা পার্টির সম্মিলিত সরকারকে সমর্থনও জানিয়েছিলেন (বন্দ্যোপাধ্যায়, ১৯৯০ ক, পৃঃ ১৮১-৮২)। কিন্তু নতুন সরকার তফসিলি জাতির উন্নয়নের জন্য বিশেষ কিছু না করায় অচিরেই তাঁদের মোহভঙ্গ হয়২৬, এবং এই মন্ত্রীসভায় তাঁদের প্রতিনিধি মুকুন্দবিহারী মল্লিককে ১৯৩৮ সালের গোড়ার দিকে কাঁচরাপাড়ার এক জনসভায় প্রকাশ্যই সমালোচনা করা হয়২৭। কংগ্রেস এইবার এই অসন্তোষকে কাজে লাগিয়ে তফসিলি জাতি আন্দোলনকে আত্মসাৎ করার চেষ্টা শুরু করে, কারণ আইনসভায় তফসিলি জাতি সাংসদদের উপস্থিতি এবং প্রয়োজনীয়তা উপেক্ষা করার আর কোনো উপায় ছিল না। ১৯৩৭ সালের মার্চ মাসে গুরুচাঁদের মৃত্যু ঘটলে যে প্রভাব নমশূদ্র আন্দোলনকে কংগ্রেসি রাজনীতির থেকে দূরে সরিয়ে রেখেছিল তা অন্তর্হিত হয় এবং এই একই বছরে গঠিত 'ক্যালকাটা শিডিউল্ড কাস্ট লীগ' এই দুই গোষ্ঠীর মধ্যে সেতুবন্ধনের কাজ শুরু করে। যে সমস্ত বিশিষ্ট নমশূদ্র নেতা এই নতুন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের মধ্যে গুরুচাঁদের পৌত্র প্রথমরঞ্জন ঠাকুরের নাম উল্লেখ করা যেতে পারে২৮। অন্যদিকে কংগ্রেসের পক্ষে যাঁরা এই নতুন মৈত্রীবন্ধনের উদ্যোগ নিয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন সুভাষ এবং শরৎ বসু-ভ্রাতৃদ্বয়। ১৯৩৮ সালের ১৩ই মার্চ অ্যালবার্ট হলের এক সভায় কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি সুভাষ বসু গুরুচাঁদকে বর্ণনা করেন 'অতিমানব' বলে, 'যিনি বাংলার হিন্দু সমাজে এক নতুন প্রাণের সঞ্চার করে তাকে পুনর্জাগরিত করেছিলেন।'২৯ এই সভার তিনদিন পরে তফসিলি জাতির প্রায় কুড়িজন সাংসদ, যাদের মধ্যে ছিলেন প্রথমরঞ্জন ঠাকুর এবং যোগেন্দ্রনাথ মন্ডল, শরৎ বসুর বাড়িতে মিলিত হয়ে কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করার এবং সম্মিলিত সরকারের প্রতি সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন৩০। তাঁরা একটি নতুন সংসদীয় দল গঠন করেন, যার নাম দেওয়া হয় Independent Scheduled Caste Party। যোগেন্দ্রনাথ মন্ডল হলেন এর সচিব এবং এই দল 'কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করে চলবে' বলে ঠিক হয়৩১


১৯৩৮ সালের ১৮ই মার্চ কলকাতায় গান্ধীজীও কয়েকজন বিশিষ্ট নমশূদ্র সাংসদের সঙ্গে দেখা করেন। তাঁর ব্যক্তিগত অনুরোধেই জুলাই মাসে প্রথমরঞ্জন ঠাকুর কংগ্রেস-শাষিত প্রদেশগুলি সফর করেন এবং সফর শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে এইসব কংগ্রেসি সরকারগুলি তফসিলি জাতির উন্নয়নের জন্য যা করেছে তা দেখে তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছেন৩২। এরপর আগস্ট মাসে হক মন্ত্রীসভার দশজন মন্ত্রীর বিরুদ্ধে দশটি পৃথক কংগ্রেস-সমর্থিত প্রস্তাব আনা হয় আইনসভায়। নমশূদ্র মন্ত্রী মুকুন্দবিহারী মল্লিকের বিরুদ্ধে প্রস্তাবটি আনেন নমশূদ্র নেতা প্রথমরঞ্জন ঠাকুর এবং সমর্থন জানান আরেক নমশূদ্র নেতা যোগেন্দ্রনাথ মন্ডল। এই আস্থা ভোটে ভোটাভুটির নমুনা থেকে দেখা যায় যে এই সময় তফসিলি জাতিভুক্ত একত্রিশ জন এম.এল.এ-র মধ্যে অন্তত ষোল জন ছিলেন কংগ্রেস সমর্থক৩৩। নমশূদ্রদের ক্ষেত্রে এই রাজনৈতিক স্থান পরিবর্তন আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় ১৯৩৯ সালের ২৯শে মে তমলুকের নিখিলবঙ্গ নমশূদ্র সম্মেলনে, যেখানে প্রথমরঞ্জন ঠাকুর তাঁর সভাপতির ভাষণে নমশূদ্র সম্প্রদায়কে 'জাতীয় কংগ্রেসে যোগদান করে ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে' উপদেশ দেন৩৪। পিতামহের রাজনৈতিক পৃথকীকরণের নীতির বদলে আসে পরবর্তী প্রজন্মের একীকরণের আশীর্বাদ। এদের সাহায্যই ১৯৪১ সালের অক্টোবর মাসে মুসলিম-লীগ সমর্থিত হক মন্ত্রীসভার পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে কংগ্রেস-সমর্থিত প্রগ্রেসিভ কো-অ্যালিশন সরকার, সাধারণভাবে যা 'শ্যামা-হক মন্ত্রীসভা' নামেই পরিচিত ছিল। রাজবংশী নেতা উপেন্দ্রনাথ বর্মন এই মন্ত্রীসভায় তফসিলি জাতির প্রতিনিধি হিসেবে যোগদান করেন (বর্মন, ১৯৮৫, পৃঃ ৮১-৮৪)।


তবে সব নমশূদ্র নেতাই যে কংগ্রেসের সঙ্গে একীকরণের নীতি মেনে নিয়েছিলেন তা নয়, বরং এই সময়ে তাঁদের আন্দোলনে একটা স্পষ্ট ভাগাভাগির চিহ্ন পরিস্ফুট হয়ে ওঠে। যে সব নেতারা এই কয়েক বছর ধরে মুকুন্দবিহারী মল্লিককে ঘিরে সংগঠিত হচ্ছিলেন, তাঁরা তাঁদের ইংরেজ সরকারের প্রতি পার্থিব এবং নৈতিক সমর্থনের পুরোনো নীতিই ধরে রইলেন। আগের মতোই তাঁরা অধিক চাকরি এবং শিক্ষার সুযোগ দাবি করতে থাকলেন এবং মন্দিরের দ্বার উন্মোচন অথবা অস্পৃশ্যতা দূরীকরণের মতো কংগ্রেসি আন্দোলনগুলির শূন্যগর্ভতা উন্মোচিত করার চেষ্টা করে চললেন৩৫। প্রস্তাবিত ক্রিপস মিশন এবং সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা সর্বপ্রথম মল্লিকগোষ্ঠীকে কংগ্রেস-সমর্থক ঠাকুরগোষ্ঠীর কাছাকাছি নিয়ে আসতে পেরেছিল। ১৯৪২ সালের ২৬শে মার্চ তাঁরা ঘোষণা করেন যে এক যৌথ দল দিল্লী গিয়ে স্ট্যাফোর্ড ক্রিপস-এর কাছে তাঁদের দাবিদাওয়া জানাবে৩৬। কিন্তু ক্রিপস মিশন অসফল হলে এই দুই গোষ্ঠীর মধ্যে স্থায়ী সমঝোতার সম্ভাবনাও নষ্ট হয়ে যায়।


নতুন করে সন্ধিস্থাপনের সম্ভাবনা আরেকবার দেখা গিয়েছিল ১৯৪২-এর এপ্রিল মাসে, যখন কলকাতায় তফসিলি জাতির বেশ কিছু নেতা মিলিত হয়ে স্থাপন করলেন এক নতুন সংগঠন, যার নাম রাখা হল বেঙ্গল শিডিউল্ড কাস্ট লীগ, এবং যোগেন্দ্রনাথ মন্ডল হলেন তার সভাপতি। প্রথম দিকে এই সংগঠন কংগ্রেস সমর্থনের নীতি বজায় রাখে এবং ভারত ছাড়ো আন্দোলনে গান্ধিজী গ্রেপ্তার হলে তার নিন্দা করে৩৭। তবে ইতিমধ্যেই সুভাষ-বসু বিতর্কের কারণে মন্ডল কংগ্রেস সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। এই দূরত্ব আরো বাড়ে ১৯৪৩-এ তিনি মুসলিম-লীগ সমর্থিত নাজিমুদ্দিন মন্ত্রীসভায় যোগদান করলে। কারণ আর সব তফসিলি নেতাই এই মন্ত্রীসভাকে 'সম্পূর্ণ সাম্প্রদায়িক' বলে বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন (বর্মন ১৯৮৫, পৃঃ ৮৪; মন্ডল ১৯৭৫, পৃঃ ৫১)। তবে নতুন মন্ত্রীসভায় ছিলেন আরো একজন নমশূদ্র নেতা, পুলিনবিহারী মল্লিক (মুকুন্দবিহারীর ভাই) এবং একজন রাজবংশী নেতা, প্রেমহরি বর্মা, আর মুকুন্দবিহারী হলেন নতুন সংযুক্ত দলের সহযোগী নেতা। এই অবস্থা থেকে নমশূদ্র নেতৃত্বের মধ্যে একটা স্পষ্ট বিভাজন সহজেই চোখে পড়ে। দুই মাসের মধ্যেই আম্বেদকর কর্তৃক ১৯৪২ সালে স্থাপিত সর্বভারতীয় তফসিলি জাতি ফেডারেশনের বঙ্গীয় শাখা প্রতিষ্ঠিত হয়। আম্বেদকর-রাজনীতিতে ইতিমধ্যেই গভীরভাবে দীক্ষিত যোগেন্দ্রনাথ মন্ডল হলেন এই শাখার প্রথম সভাপতি। ১৯৪৫-এর এপ্রিল মাসে ফরিদপুর জেলার গোপালগঞ্জে অনুষ্ঠিত এই শাখার প্রথম প্রাদেশিক সম্মেলনে যোগেন্দ্রনাথ তাঁর সভাপতির ভাষনে ঘোষণা করেন যে ফেডারেশনের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হবে তফসিলি জাতিগুলির জন্য এক পৃথক রাজনৈতিক আত্মপরিচয় প্রতিষ্ঠা করা৩৮। তবে এই সময় সমগ্র তফসিলি সম্প্রদায়ের মনের কথা তিনি বলেছিলেন একথা ভাবাটা বোধহয় ঠিক হবে না। কারণ অনেক বিশিষ্ট নেতাই এই সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন। একটি বর্ণনা অনুযায়ী এই সময় সমগ্র বাংলার ৩১ জন তফসিলি এম.এল.এ-র মধ্যে মাত্র তিনজন এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। আম্বেদকর সম্ভবত এই অবস্থার কথা জানতে পেরেই শেষ মূহুর্তে তাঁর সম্মেলনে যোগদানের কর্মসূচি বাতিল করেন৩৯


এই সময়ে 'সমন্বয়বাদী'রাই নমশূদ্র তথা বঙ্গীয় তফসিলি জাতি আন্দোলনে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছিলেন। এর সম্যক প্রতিফলন আমরা দেখি ১৯৪৬-এর নির্বাচনী ফলাফলে। এই নির্বাচনে তফসিলি জাতি ফেডারেশনের মাত্র একজন প্রার্থী জয়ী হয়েছিলেন – তিনি হলেন সভাপতি যোগেন্দ্রনাথ মন্ডল। মুকুন্দবিহারী মল্লিক নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন তাঁর নিজস্ব কেন্দ্র খুলনা থেকে। কিন্তু অন্যদিকে কংগ্রেস-সমর্থিত তফসিলি প্রার্থীরা জয়ী হন ৩০টি সংরক্ষিত কেন্দ্রের ২৪টিতেই। রাজবংশী নেতা প্রসন্নদেব রায়কত এবং নমশূদ্র নেতা প্রথমরঞ্জন ঠাকুর নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে জিতলেও৪০, পরে দুজনেই কংগ্রেসে যোগদান করেন। ১৯৪৬-র নির্বাচনের ফলাফলে তাই ১৯৩৭-র অবস্থার সম্পূর্ণ আবর্তন দেখি, কারণ ওই শেষোক্ত বছরে তফসিলি জাতির বত্রিশজন নির্বাচিত সাংসদের মধ্যে মাত্র সাতজন ছিলেন কংগ্রেস প্রার্থী। কংগ্রেস এতদিনে নমশূদ্র তথা তফসিলি জাতি আন্দোলনের মধ্যে 'বিচ্ছিন্নতাবাদী'দের একঘরে করে এই আন্দোলনকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে নিয়েছে। আর ভোটাধিকার সম্প্রসারিত হওয়ায় এই নির্বাচনী ফলাফলকে সাধারণ মানুষের মনের প্রতিফলন হিসেবেও খানিকটা ধরা যেতে পারে।


তফসিলি জাতি ফেডারেশনের নির্বাচনী অসাফল্য সংবিধান সভা-র (Constituent Assembly) নির্বাচনেও প্রতিফলিত হল। এই সভার জন্য বঙ্গীয় আইনসভার সভ্যদের দ্বারা নির্বাচিত তফসিলি জাতির ৬জন প্রার্থীর মধ্যে একজনই মাত্র ছিলেন ফেডারেশনের প্রার্থী, তিনি হলেন বি.আর.আম্বেদকর, নিজের প্রদেশ মহারাষ্ট্রে নির্বাচনে অনিশ্চয়তার জন্য যিনি নির্ভর করেছিলেন তাঁর বাঙালি বন্ধুদের ওপর। বাংলার আইনসভার চেহারা থেকে অন্যান্য সফল প্রার্থীরা কারা হবেন তা সহজেই অনুমান করা যায়। এঁরা সবাই ছিলেন কংগ্রেস প্রার্থী, আর অন্যদিকে পরাজিতদের মধ্যে ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল এবং মুকুন্দবিহারী মল্লিক। বস্তুতপক্ষে গোটা সংবিধান সভায় তফসিলি জাতি ফেডারেশনের একমাত্র নির্বাচিত প্রার্থী ছিলেন আম্বেদকর স্বয়ং। ফলে ব্রিটিশ সরকারও এই সংগঠনকে তফসিলি জাতির যথার্থ প্রতিনিধি ব'লে স্বীকার করতে অস্বীকার করে। ভারত সচিব হাউস অব লর্ডস-এ ঘোষণা করেন যে সংবিধান প্রণয়নী সভায় কংগ্রেসই তফসিলি জাতির প্রতিনিধিত্ব করবে৪১


বাংলায় আম্বেদকরবাদীরা আরও একঘরে হয়ে পড়েন যোগেন্দ্রনাথ মন্ডল সুরাবর্দীর নেতৃত্বাধীন মুসলিম লীগ মন্ত্রীসভায় যোগদান করলে এবং ১৯৪৬-র অগস্ট মাসে সংগঠিত কলকাতা-দাঙ্গার পর তিনি ও মুকুন্দবিহারী মল্লিক মন্ত্রীসভার বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের বিরোধিতা করলে। দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এক 'খোলা চিঠি'তে মন্ডলের কাছে আবেদন জানায় লীগ মন্ত্রীসভার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে পূনর্বার জনগণের সহানুভূতি ও সমর্থন অর্জন করার জন্য৪২। কিন্তু এ বিষয়ে তিনি মোটেই আগ্রহী ছিলেন না, বরং লীগের সঙ্গে তাঁর বন্ধুত্ব কাজে এল যখন ১৯৪৬-এর অক্টোবর মাসে জিন্না তাঁকে অন্তর্বর্তীকালীন মন্ত্রীসভায় বাংলা থেকে লীগের প্রতিনিধি হিসেবে মনোনীত করলেন। তবে যে রাজনীতির স্বপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন সে রাজনীতিটাই ক্রমে অর্থহীন হয়ে পড়ে। কারণ ১৯৪৭-এর জুলাই মাসে একটি উপনির্বাচনে বম্বে কংগ্রেস সংসদীয় দল আম্বেদকরকে তাঁদের প্রার্থী হিসেবে মনোনীত করে। পরে তিনি সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি নির্বাচিত হন এবং তারও পরে স্বাধীন ভারতবর্ষের প্রথম সরকারে আইনমন্ত্রী হিসেবে যোগদান করেন (জেলিয়ট ১৯৮৮, পৃঃ ১৯৩-১৯৪)। কংগ্রেস এইভাবেই তফসিলি জাতির আন্দোলনকে সম্পূর্ণ করায়ত্ত করে নেয়, যদিও এই প্রক্রিয়া নিম্নবর্গের চেয়ে ওপরের তলার মানুষদের মধ্যেই বেশি কার্যকর হয়েছিল বলে মনে হয়।



১৯৩৮ সাল থেকে নমশূদ্র নেতারা মোটামুটিভাবে, যাকে বলা যায়, সম্ভ্রান্ত শ্রেণীর গোষ্ঠীদ্বন্দ্বের রাজনীতিতেই নিমগ্ন হয়েছিলেন। ঠিক যেমন ক্রমবর্ধমান গতিতে তাঁরা কংগ্রেসের ছত্রছায়ায় আসতে শুরু করেন, ঠিক তেমনি ভাবেই গণআন্দোলনের ব্যাপারেও তাঁদের উৎসাহে ভাঁটা পড়তে থাকে। বেশির ভাগ নেতা এবং তাঁদের সংগঠনগুলি এই সময়ে হয়ে পড়েছিল কলকাতাকেন্দ্রিক। ক্কচিৎ-কখনও তাঁরা গ্রামে যেতেন 'কৃষকদের অবস্থা সম্বন্ধে খোঁজ খবর নিতে৪৩'। এবং আরো কদাচিৎ তাঁরা কৃষকদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতেন – তাঁদের বিভিন্ন সভার অনুষ্ঠানসূচী থেকে অন্তত তাই মনে হয়৪৪। এই অবস্থা থেকে যেটা সহজেই বোঝা যায় তা হল নমশূদ্র নেতৃত্ব ও তাঁদের কৃষিজীবি সমর্থকদের মধ্যে এক দুস্তর মানসিক এবং পার্থিব ব্যবধান ক্রমশ তৈরি হয়ে চলেছিল।


১৯৩৭ সালের পর থেকে নমশূদ্র কৃষকেরা কি করছিলেন দলিল দস্তাবেজে তার সরাসরি হদিশ পাওয়া যায়না ব'লে আমাদের কিছুটা তা অনুমান করে নিতে হয়। একথা মনে করার কোনো কারণ নেই যে হিন্দু সমাজের অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের মানসিকতা তাঁরা হারিয়ে ফেলেছিলেন। উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে, ১৯৩৭-৩৮ সালে শ্রীহট্ট জেলার হরিগঞ্জ মহকুমার শিমুলঘর গ্রামে তাঁরা বর্ণহিন্দুদের উপস্থিতিতে জুতো পরে থাকার অধিকার আদায়ের জন্য এক দীর্ঘমেয়াদী আন্দোলন শুরু করেছিলেন, মাঝে মাঝেই যা হিংসার পথ ধরছিল৪৫। কিন্তু অন্যদিকে এমন প্রমাণও আছে যে তাঁরা ওই সময় হিন্দু সমাজের সঙ্গে অনেক বেশি করে একাত্মবোধ করছিলেন এবং এই হিন্দুয়ানি কখনও কখনও তাঁদের জাত-ভিত্তিক আত্মচেতনাকে ছাপিয়ে উঠছিল।


নমশূদ্র জনসাধারণের মধ্যে হিন্দুত্ববোধ জাগিয়ে তোলার পেছনে বিভিন্ন হিন্দু সংগঠনগুলির প্রচেষ্টাও ছিল। যেমন হিন্দু মিশন তিনের দশক থেকে এই ধরণের মানুষের মধ্যে কাজ শুরু করে এবং ১৯৩৮-এর পর তাদের কার্যগতি আরও বেড়ে যায়৪৬। এই সময় থেকে ভারত-সেবাশ্রম সঙ্ঘের স্বামী প্রণবানন্দ যশোর, খুলনা, ফরিদপুর এবং বাখরগঞ্জ জেলার নমশূদ্রদের মধ্যে কাজ শুরু করেন, যাতে তাদের সংগঠিত করে হিন্দু সমাজের শক্তি বৃদ্ধি করা যায়৪৭। কিন্তু এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সর্বভারতীয় হিন্দু মহাসভা। এই সংগঠন ১৯৩৯-৪০ সাল থেকেই তফসিলি জাতিভুক্ত কৃষকদের সংগঠিত করার কাজে বিশেষ উৎসাহী হয়ে ওঠে। ১৯৪৪ সালের মধ্যেই পূর্ববঙ্গের বাখরগঞ্জ জেলায় এদের ৬৫টি, ঢাকায় ৫০টি, ফরিদপুরে ৪৩টি, যশোরে ২৯টি এবং খুলনায় ৩১টি গ্রামীণ শাখা প্রতিষ্ঠিত হয়। মুখ্য নমশূদ্র বস্তির যে সব অঞ্চলে এই শাখাগুলি খোলা হয়েছিল তার অনেকগুলি ইতিমধ্যেই নমশূদ্র আন্দোলনের জন্য প্রসিদ্ধি লাভ করেছে৪৮। এমন প্রমাণও আছে যে এই অঞ্চলগুলির কিছু তফসিলি নেতা তফসিলি জাতিভুক্ত জনগণকে সংগঠিত করার কাজে অর্থ সাহায্য পাচ্ছিলেন মহাসভার কাছ থেকে৪৯। ঢাকা নমশূদ্র সমিতির মতো সংগঠনও এই সময় মহাসভার সভাধিপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বেশ আগ্রহী হয়ে উঠেছিল৫০


নমশূদ্রদের মধ্যে হিন্দুত্ববোধ জাগিয়ে তোলার এই যে সুসংবদ্ধ প্রয়াস তার প্রতিফলন আমরা দেখি পরবর্তীকালে এঁদের সঙ্গে স্থানীয় মুসলিমদের সাম্প্রদায়িক দাঙ্গার বিভিন্ন ঘটনায়। এই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা আগেও হয়েছে; কিন্তু তা ছিল অধর্মীয় চরিত্রের। জমি নিয়ে বিবাদ অথবা মহিলা সংক্রান্ত এবং সম্প্রদায়ের মান রাখার জন্য সংঘাত ঘটেছে, যেখানে ধর্মের ভাষা ব্যবহৃত হয়েছে কদাচিৎ। এবং সংঘাতের পাশাপাশি সহযোগিতার নিদর্শনও রয়েছে প্রচুর (বন্দোপাধ্যায়, ১৯৯০ খ)। কিন্তু ১৯৪০-র দশক থেকেই অবস্থাটা পাল্টাতে থাকে। হিন্দু মহাসভার প্রভাবে নমশূদ্ররা এবার মুসলমানদের মুখোমুখি হতে শুরু করে আগের মতো শুধুমাত্র নমশূদ্র হিসেবে নয়, হিন্দু হিসেবেও।


এই নতুন মনোভাব পরিষ্কারভাবে পরিলক্ষিত হতে থাকে ১৯৪১-এর ১৮-২১ মার্চের ঢাকা-দাঙ্গার পর থেকে, কারণ রাজনৈতিক সাম্প্রদায়িকতার এই নতুন জঙ্গী মনোভাব নমশূদ্রদেরও সমানভাবে প্রভাবিত করে। ঢাকা দাঙ্গার প্রায় সঙ্গে সঙ্গেই ১৯৪১-এর ২০ মার্চ খুলনা জেলায় আরেকটি দাঙ্গা ঘটে, যাতে 'একটি হিন্দু নমশূদ্র গ্রাম এবং একটি মুসলমান গ্রাম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।৫১' এই দাঙ্গাটি সম্বন্ধে আর বিশেষ কিছু জানা যায় না; কিন্তু ঠিক এই সময়ে যে কান্ডটি ঘটেছিল তা মনে করায় যে, নিছক জমি বা গরু-ছাগল নিয়ে বিবাদ এর কারণ ছিল না। এই সময় থেকেই হিন্দু মহাসভার স্বেচ্ছাসেবীরা এই অঞ্চলে তাদের সংগঠনের কাজ শুরু করেছিলেন, আর তার ফলস্বরূপই আমরা দেখি স্থানীয় নমশূদ্র এবং মুসলমান জনগণ বাগেরহাটে একে অন্যের সম্মুখীন হচ্ছেন সরাসরি রাজনৈতিক সাম্প্রদায়িকতার স্লোগান মুখে নিয়ে – একদিকের স্লোগান ছিল, 'হিন্দু শক্তি কি জয়' এবং 'শ্যামাপ্রসাদ জিন্দাবাদ,' আর অন্যদিকের, 'মুসলিম শক্তি কি জয়' এবং 'শ্যামাপ্রসাদ ধ্বংস হোক।' খুলনা জেলার স্থানীয় শাসনকর্তারা সম্ভবত সংগত কারণেই মনে করতেন যে এই বিরূপতা ছিল হিন্দু মহাসভার সংগঠকদেরই তৈরি৫২


১৯৪৬-৪৭ সাল নাগাদ পূর্ববঙ্গের নমশূদ্র কৃষক তাদের হিন্দু আত্মপরিচয় সম্বন্ধে নিশ্চিতভাবেই অনেক বেশি সচেতন হয়ে উঠেছিলেন এবং হিন্দু মহাসভা এই সময়ে বাঙালি হিন্দুদের জন্য এক পৃথক রাজ্যের যে দাবি তুলেছিল তার স্বপক্ষেও তাঁরা যথেষ্ট সরব ছিলেন। বাখরগঞ্জ, ফরিদপুর এবং খুলনা জেলার হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলি যাতে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এবং সে রাজ্য যাতে ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়, তার দাবিতে উক্ত জেলাগুলির বিভিন্ন গ্রামে সংগঠিত হয়েছিল বহু জনসভা, যাতে বিপুল সংখ্যায় নমশূদ্র কৃষকরা যোগ দেন৫৩। তাঁদের এই মনোভাব তাঁদের নেতাদের মধ্যেও সঞ্চারিত হয়েছিল। ব্যতিক্রম ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল, যিনি একমাত্র সমর্থন জানিয়েছিলেন শরৎ বসু ও বঙ্গীয় মুসলিম লীগের আবুল হাসেম-সুরাবর্দী গোষ্ঠী কর্তৃক আনীত 'সার্বভৌম সংযুক্ত বাংলা'-র প্রস্তাবকে। বঙ্গীয় আইনসভায় বাংলাভাগের প্রস্তাবটি ভোটাভুটির জন্য এলে চারজন বাদে আর সব তফসিলি জাতির সাংসদই ভোট দেন কংগ্রেস-মহাসভার পরিকল্পনার স্বপক্ষে, যাতে ছিল পশ্চিমবঙ্গকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে গঠন করে ভারতের অন্তর্ভুক্ত ক'রার কথা (গর্ডন ১৯৮৯, পৃঃ ৫৮১-৮২, ৫৮৬)। কিন্তু দেশবিভাগ শেষ পর্যন্ত নমশূদ্রদের সাহায্য করেনি, কারণ এর ফলে তাঁরা তাঁদের নিজস্ব স্থায়ী বসতভূমি হারালেন। তাঁদের আশা এবং সব আবেদন সত্তেও যে ভৌগোলিক অঞ্চলটিকে আগে আমরা এদের প্রধান বসতি অঞ্চল বলে চিহ্নিত করেছিলাম, তার সমস্তটাই চলে যায় পূর্ব পাকিস্তানে, পশ্চিমবঙ্গে নয়। পূর্ববাংলার শেষ ব্রিটিশ গভর্নর F.C. Bourne-এর ১৯৫০ সালে লিখিত একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে দেশবিভাগের অব্যবহিত পরেই যে হিংস্র উন্মত্ততা দেখা দিয়েছিল তার ফলে এদের অনেকেই শুধুমাত্র তাঁদের জীবন এবং পরিহিত বস্ত্র ছাড়া আর সবকিছুই হারিয়েছিলেন৫৪


তবে পূর্ববঙ্গের নমশূদ্র কৃষকদের একীভবনের আরও একটি স্তর ছিল। যাঁরা হিন্দুকরণের রাজনীতিতে সাড়া দিচ্ছিলেন, তাঁরাই কিন্তু আবার শ্রেণীভিত্তিক আন্দোলনেও যোগ দিচ্ছিলেন। আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে কৃষক প্রজা পার্টি ১৯৩০-র দশকে তাঁদের সংগঠিত করে এবং পরে ১৯৩৭-এ কেনই বা তাঁদের আবার পরিত্যাগ করে। অন্যদিকে কিন্তু এই সময়েই ১৯৩৭-এর মার্চ মাসে প্রতিষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কিষাণ সভা বাংলায় নিম্নবর্ণের কৃষকের এই প্রতিবাদী মনোভাবকে সংগঠিত করার চেষ্টা শুরু করে দেয়। ১৯৩৮-৩৯ সালে সারা প্রদেশে তাঁদের মাত্র ৫০,০০০ সভ্য থাকলেও (সেন ১৯৮২, পৃঃ ৭৫-৭৮), ১৯৩৭ সালের মাঝামাঝি থেকেই খুলনা, ফরিদপুর, বাখরগঞ্জ প্রভৃতি জেলায় 'কম্যুনিস্ট ধাঁচে কৃষক সমিতি' গড়ে উঠতে শুরু করে; আর এই জেলাগুলিতে হিন্দু কৃষকের অধিকাংশই ছিলেন নমশূদ্র৫৫। কৃষকদের দলবদ্ধ করার এই কম্যুনিস্ট প্রয়াস৫৬আরও বেড়ে যায় ১৯৪২ সালের ২৮-২৯ জুন রংপুরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কৃষক সম্মেলন হওয়ার এবং জুলাই মাসে কম্যুনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে৫৭


এই সংগঠনের ফল আমরা লক্ষ্য করি ১৯৪৭-এর তেভাগা আন্দোলনে, কারণ পূর্ববাংলায় এই আন্দোলনে যোগদানকারীদের অধিকাংশই ছিলেন ফরিদপুর, খুলনা এবং যশোর জেলার নমশূদ্র ভাগচাষি। এই অঞ্চলে কখনও কখনও অবশ্য বাইরের ষড়যন্ত্রের ফলে আন্দোলনকারীদের দৃষ্টি ঘুরে যায় মুসলমান প্রতিবেশীদের সঙ্গে তাঁদের পুরনো বৈরিতার দিকে, এর ফলে আন্দোলন ক্ষতিগ্রস্তও হয় যথেষ্ট পরিমাণে (কুপার, ১৯৮৮, পৃঃ ২২৫-২৬, ২৫৩, ২৫৬-৫৭, ২৬০)। তবে এই অবস্থা থেকে এটাও বোঝা যায় যে 'শ্রেণী,' 'ধর্ম' এবং 'জাতের' প্রতি তাঁদের আনুগত্য একাধার-অস্তিত্বকে বজায় রেখেছিল। এই আত্মপরিচয়ের সমূহ ভিন্নতা কারো স্থানচ্যুতি ঘটায়নি বা সমান্বিতও হতে পারেনি। অন্যদিকে, নমশূদ্র জাতি আন্দোলনের সনাতন নেতারা ভাগচাষিদের এই সংগ্রাম নিয়ে কখনই মাথা ঘামাননি, এবং বরাবরি দূরে সরে থেকেছেন, যদিও উত্তরবঙ্গের রাজবংশী নেতাদের মতো সরাসরি বিরোধিতা করেননি কখনও। এর থেকে এটাই স্পষ্ট হয় যে নমশূদ্র আন্দোলনে একটি বিভাজনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। উনবিংশ ও বিংশ শতাব্দীর গোড়ার দিকে যে সম্প্রদায়কেন্দ্রিক আত্মপরিচয় সযত্নে গড়ে তোলা হয়েছিল তা এবার ভাঙতে শুরু করেছে। নতুন আত্মপরিচয় গড়ার কাজ শুরু হয়েছে। অথবা তার নতুন সংজ্ঞা নিরূপিত হতে চলেছে।



১৮৭২ থেকে ১৯৪৭ সালের বাংলায় নমশূদ্র আন্দোলনের এই ব্যাখ্যা থেকে বোঝা যায় যে এই ধরণের আন্দোলন কখনই আগাগোড়া সমপ্রকৃতির থাকে না। এগুলির মধ্যে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন স্তরের চেতনা, বিবিধ উদ্দেশ্য এবং নানান ধরণের কাজকর্ম লক্ষ্য করি, তবে এর সবকিছুই একই আচ্ছাদনে ঢাকা থাকে, তাই সাধারণ মানুষেরা যখন সম্প্রদায়ের সম্মানহানির কল্পিত ভয়, সামাজিক অবিচারের বিরুদ্ধে অসন্তোষ এবং অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে ভাবিত হয়, তখন তাদেরই মধ্যে অপেক্ষাকৃত বর্ধিষ্ণু গোষ্ঠী ধর্মীয় আচারগত মর্যাদার প্রতীক অথবা প্রাতিষ্ঠানিক রাজনীতির সুবিধা-সুযোগ নিয়ে ভাবে। দুই দলই তাদের নিজস্ব উপায়ে সমাজে ক্ষমতার সম্পর্কে পরিবর্তন আনতে চায়। তাই এদের মধ্যে অন্যোন্যজীবীত্বের সম্পর্ক থাকে, কারণ এই দুই দলই, সবসময় সচেতনভাবে না হলেও, জাতিভেদ প্রথার কর্তৃত্বকে ভাঙতে চায়। তবে এই অন্যোন্যজীবীত্বের অর্থ কখনোই সমস্ত রকম সংঘাত অথবা পৃথকীকরণের সম্ভাবনার চিরতরে বিনষ্টি নয়।


কিছুদিনের মধ্যেই একটা সময় আসে যখন নতুন করে স্থান পরিবর্তন শুরু হয়ে যায়। এটা বিশেষ করে লক্ষ্য করা যায় যখন তিনের দশক থেকে সরকার ভারতে ঔপনিবেশিক শাসনের যথার্থ প্রমাণের জন্য নিম্নবর্গের আন্দোলনগুলি সমর্থন করতে শুরু করে। এই সময় এই আন্দোলনগুলির অনেক নেতাই দেশের সব থেকে ক্ষমতাশালী দল কংগ্রেসের সঙ্গে একাত্ম হওয়াই অনেক বেশি সুবিধাজনক বলে মনে করতে শুরু করেছিলেন। এই ধরণের একটা পরিণতি খানিকটা অবশ্যম্ভাবীও ছিল, কারণ শেষ পর্যন্ত এইসব নেতাদের উদ্দেশ্য ছিল জাতীয় রাজনীতিতে নিজেদের ক্ষমতার আসনে বসানো, বৃহত্তর সমাজ থেকে নিজেদের পৃথক করে রাখা নয়। আর চারের দশকেই ভারতে রাজনৈতিক জাতির প্রতিনিধি হিসেবে কংগ্রেস সবরকম বাস্তবিক অর্থেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কংগ্রেসও ১৯৩৫-এর সাংবিধানিক সংস্কারে বিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক রাজনীতির ক্ষেত্রে এইসব নেতাদের গুরুত্ব স্বীকার করে নিয়েছিল, ফলে একীকরণ হয়েছিল সহজতর। অন্যদিকে নিম্নবর্গের জনসাধারণও সামাজিক ও অর্থনৈতিক অধিকার আদায়ের জন্য তাঁদের অসমাপ্ত সংগ্রাম চালিয়ে নিয়ে যায়। কখনও তার মাধ্যম ছিল জাত-ভিত্তিক সম্প্রদায়, যদিও একেই ক্ষমতার একমাত্র আধার বলে মেনে নিতে আর রাজি ছিলেন না তাঁরা। তাই কখনও তাঁরা জাতীয়তাবাদীদের সঙ্গে সহযোগিতা করেছেন, কখনও সাম্প্রদায়িকতাবাদীদের সঙ্গে হাত মিলিয়েছেন, আবার কখনও বা সরাসরি শ্রেণীভিত্তিক কর্মসূচি ও সংগঠনের সমর্থনে ঐক্যবদ্ধ হয়েছেন। অন্যভাবে বলতে গেলে, যে আন্দোলন এক সময় শুরু হয়েছিল 'নিম্ন বর্ণের আন্দোলন' হিসেবে, তা একদিন বিভিন্ন পথে চলতে শুরু করে, কারণ জাত-ভিত্তিক আত্মপরিচয়কে বিভক্ত করে অথবা আচ্ছন্ন করে এমন অনেক নতুন আত্মপরিচয় গড়ে উঠতে অথবা সরব হয়ে উঠতে শুরু করেছে। এই আন্দোলনগুলির মধ্যে তাই সমপ্রকৃতি অথবা একমূখীন প্রগতির খোঁজ না করে এই ধরনের জটিলতারই অনুসন্ধান করা উচিত। সেই অনুসন্ধানই উত্তর দিতে পারবে কেন অত্যন্ত সীমিত ক্ষেত্র ছাড়া এইসব নিম্নবর্ণের প্রতিবাদ ভারতীয় সমাজে প্রচলিত ক্ষমতার সম্পর্ককে ভেঙে ফেলতে সমর্থ হয়নি।


লিখেছেন – শেখর বন্দ্যোপাধ্যায়

(ডঃ শেখর বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন-এর ইতিহাস বিভাগে অধ্যাপনারত। বাংলার নমশূদ্র আন্দোলন ও উত্তর-ঔপনিবেশিক বঙ্গদেশে জাতি, বর্ণ, বিভাজনের ইতিহাস ও রাজনীতি নিয়ে তিনি বহু গবেষণাধর্মী প্রবন্ধ ও বই লিখেছেন। এই প্রবন্ধটি শেখর বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ দাশগুপ্ত ও ভেলাম ভান সেন্দেল (সম্পাদিত) Bengal: Development, Communities and States (১৯৯৪) গ্রন্থে প্রকাশিত হয়। লেখকের অনুমতিক্রমে বাঙালনামায় পুনঃপ্রকাশিত হ'ল।)

ref_1ref_2ref_3ref_4ref_5ref_6ref_7ref_8ref_9


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...