Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Tuesday, June 11, 2013

বিরোধীদের হাতে ফের অস্ত্র তুলে দিল কয়লা কেলেঙ্কারির নতুন মোড়

বিরোধীদের হাতে ফের অস্ত্র তুলে দিল কয়লা কেলেঙ্কারির নতুন মোড়

বিরোধীদের হাতে ফের অস্ত্র তুলে দিল কয়লা কেলেঙ্কারির নতুন মোড়
নয়াদিল্লি: নেতৃত্ব সঙ্কটে টালমাটাল বিজেপি-র হাতে নতুন করে অস্ত্র তুলে দিল কয়লা কেলেঙ্কারির ভূত৷ কংগ্রেস সাংসদ নবীন জিন্দল ও প্রাক্তন কয়লা প্রতিমন্ত্রী দাসারি নারায়ণ রাওয়ের বিরুদ্ধে সিবিআই চার্জশিটকে মঙ্গলবার স্বাগত জানিয়ে বিজেপি মুখপাত্র প্রকাশ জাভড়েকর এ দিন দাবি করেন, বিজেপি নেতারা চাপ সৃষ্টি করার কারণেই এই কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত শুরু করতে বাধ্য হয়েছিল সরকার৷ কয়লা দুর্নীতিতে কোন পথে কোথায় টাকা পৌঁছেছে তা নিয়ে তদন্ত হলে অনেক কিছুই স্পষ্ট হবে বলেও এ দিন মন্তব্য করেন তিনি৷

জাভড়েকরের কথায়, 'কংগ্রেসে দুর্নীতি ছাড়া একটা সামান্য র‌্যাশন কার্ডও পাওয়া সম্ভব নয়৷ তাই এই ঘটনায় টাকা যে নিশ্চিতভাবে সরকারের তহবিলে না ঢুকে শাসক দলের পকেটেই পৌঁছেছে, তা তো সবার কাছেই স্পষ্ট৷ এই কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার জন্য সিবিআই-এর উপর চাপ সৃষ্টি করছে কংগ্রেস, এ দিন এমন অভিযোগও করেন তিনি৷ জাভড়েকরের দাবি, কয়লা-কেলেঙ্কারি সংক্রান্ত একাধিক ফাইল সিবিআই-এর হাতে দিতে অস্বীকার করছে সরকার৷ তাঁর কথায়, 'এই তদন্ত শীর্ষ আদালতের তত্ত্বাবধানে চলছে৷ তা সত্ত্বেও পদে পদে বাধা দিচ্ছে সরকার৷ ঘটনায় তো প্রাক্তন কয়লা সচিবের নামও জড়িয়েছে৷ তাঁর ভূমিকা নিয়েও তদন্ত হওয়া দরকার৷' ২০০৬-০৯ সালে, অর্থাত্‍ যে সময়ে কম দামে কয়লা ব্লক বণ্টন করা হয়েছিল বলে অভিযোগ, কয়লা মন্ত্রকের সচিব ছিলেন এইচ সি গুপ্তা৷ সিবিআই সূত্রে খবর, গত সপ্তাহেই নাকি গুপ্তাকে জেরা করতে চেয়েছিল তদন্তকারী সংস্থাটি, কিন্ত্ত সরকার অনুমতি দেয়নি৷

জিন্দল ও নারায়ণ রাওয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া নিয়ে প্রত্যাশিত ভাবেই মুখে কুলুপ এঁটেছে কংগ্রেস৷ এ বিষয়ে এ দিন কোনও মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে৷ প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এটা ওদের (সিবিআই)-এর কাজ৷ আমি কিছু বলব না৷ যাই হয়ে থাকুক না কেন, আইন আইনের পথেই চলবে৷'

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...