দশাই,অসুর উত্সব এবং পরবচরিত্রহরণে আস্থা
যেসময় বারোয়ারি রাজনীতি
পুজোর সপ্তমী থেকে দশমী পর্যন্ত চারদিনই তো রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বন্ধ৷
সরাসরি নগদ ভর্তুকি পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয়৷ সুপ্রিম কোর্টের এই রায়ের বদল চেয়ে আইনের দ্বারস্থ হতে চলেছে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা৷
আর্জি খারিজ, গ্রেপ্তারির সম্ভাবনা বাড়ছে অধীরের
পলাশ বিস্বাস
Tushar Bhattacharjee shared Sadhan Biswas's photo.
With Rabindranath Hait and 7 others.
Like · · Share · 8 hours ago via mobile ·
বৃষ্টি মাথায় তৃতীয়ায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল
Tag: তৃতীয়া, মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল
Last Updated: October 7, 2013 20:07বৃষ্টিকে উপেক্ষা করেই তৃতীয়ায় পুজো উদ্বোধন হল মণ্ডপে মণ্ডপে। বেহালা নূতন দল, বড়িশা ক্লাব, হরিদেবপুর অজেয় সংহতি, সুরুচি সংঘ ৬৬ পল্লি, চেতলা অগ্রনি ক্লাবে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বেহালায় ৩টি ক্লাবের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল এমকে নারায়ণন।
আজ বিকেলে বেহালা দেবদারু ফটক, বেহালা শ্রী সঙ্ঘ, ও বরিশা উদয়ণ পার্ক সার্বজনীন ক্লাবের পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই পায়ে হেটে মণ্ডপও পরিদর্শন করেন তিনি। বেহালা দেবদারু ক্লাবের পক্ষ থেকে রাজ্যপালের ত্রাণ তহবিলে ১১ হাজার ১০০ টাকার চেক তুলে দেওয়া হয়। শ্রী সঙ্ঘ ক্লাবের পক্ষ থেকেও ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয় এক লক্ষ টাকার চেক।
গতকালও মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধনে যান। অন্য মেজাজে পাড়ার দোকানের চায়ের আড্ডায় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
পুজোর সপ্তমী থেকে দশমী পর্যন্ত
চারদিনই তো রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বন্ধ
বন্ধ থাকবে সমস্ত কাগজ
অথছ কাগজের দপ্তরে
কর্মীদের থাকছে না ছুটি
হকাররা দিদির ফরমানে
কাগজ তুলবেন না
তাই বন্ধ থাকবেও কাগজও
কর্মীদের নিতে হবে ছুটি
ছুটির দিনেও
কাগজ খুলতেই এখন শুধু
উরু উরু উরু
বুক ধুরু ধুরু
কন্ডোম ঠাশা
হরেক রকম তামাশা
চার দিন পৃথীবীর বাইরে
বাংলা,পৃথীবীর কোনো
খবর থাকবে না কোথাও
টিভি খোলা থাকবে
ধারাভাষ্যের প্রয়োজনে
সুশীল সমাজ এখন
রাজকীয রাজসূয় যজমান
এটিএম কার্ড না থাকলে উপায় একটাই৷ বৃহস্পতিবারের মধ্যে ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় টাকা তুলে নিন৷ পুজোর আগে অ্যাকাউন্ট পেয়ি চেক ভাঙাতে হলে আজ সোমবারের মধ্যে ব্যাঙ্কে তা জমা দিন৷ চলতি সপ্তাহের শেষ দিকে মোবাইল ফোন, ল্যান্ডলাইন, বিদ্যুত্ বা ক্রেডিট কার্ডের বিল জমা দেওয়ার শেষ দিন? চেকে দিতে চান? তা হলেও আজকের মধ্যে চেক কেটে জমা করুন৷ কারণ দুর্গাপুজোর জন্য ১১ থেকে ১৪ অক্টোবর রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ আর যেহেতু অন্য ব্যাঙ্কের চেক ভাঙাতে তিন দিন সময় লাগে, তাই কেবলমাত্র সোমবার অ্যাকাউন্ট পেয়ই চেক জমা দিলেই পুজোর আগে তা ভাঙানো সম্ভব৷
দুর্গাপুজোর ছুটি কাটিয়ে ব্যাঙ্ক ১৫ তারিখ খোলার পর ঈদ-উল-আযহা-র জন্য ১৬ তারিখ ফের বন্ধ৷ ১৮ তারিখ লক্ষ্মীপুজোর দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে৷ ফলে চলতি সপ্তাহের শুক্রবার থেকে মাঝে দু'দিন বাদ দিলে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ৷ ফলে ব্যাঙ্কে যেমন কোনও লেনদেন হবে না, তেমনই চেক ভাঙানোর কাজও বন্ধ থাকবে৷ সুতরাং, এই কয়েক দিন টাকা তুলতে ভরসা সেই এটিএম৷ যাঁদের এটিএম কার্ড নেই, তাঁদের উচিত ১১ তারিখের আগে ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট থেকে প্রয়োজনমতো টাকা তুলে নেওয়া৷
ব্যাঙ্ক যে ক'দিন বন্ধ থাকবে, সেই দিনগুলিতে সিইএসসি, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত্ সরবরাহ সংস্থা এবং বিএসএনএল-এর ক্যাশ অফিসও বন্ধ থাকবে৷ ফলে এই সময় বিদ্যুত্ বা টেলিফোন বিল দিতে গেলে হয়রানির মুখে পড়বেন গ্রাহকরা৷ সিইএসসি-র ম্যানেজিং ডিরেক্টর অনিরুদ্ধ বসু বলেন, 'গ্রাহকদের অসুবিধার কথা ভেবেই বিল জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হয়েছে৷' পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত্ সরবরাহ সংস্থার এক কর্তা জানিয়েছেন, ক্যাশ অফিসগুলিতে বিল জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানোর কথা বলা হয়েছে৷ পুজোয় সপ্তমীর দিন শেয়ার বাজার খোলা থাকবে, তাই যাঁরা শেয়ার বাজারে লেনদেন করেন, ব্যাঙ্ক বন্ধ থাকার জন্য তাঁরা চেক ভাঙাতে সমস্যায় পড়বেন৷ অবশ্য, যে সব গ্রাহক মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করেন, তাঁদের এই ছুটিতে কোনও সমস্যা হবে না৷ বেসরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে ৫০ শতাংশেরও বেশি গ্রাহক মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাঁদের অ্যাকাউন্টে লেনদেন চালান৷
সৌজন্য এই সময়
সরাসরি নগদ ভর্তুকি পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয়৷ সুপ্রিম কোর্টের এই রায়ের বদল চেয়ে আইনের দ্বারস্থ হতে চলেছে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থা৷ সোমবার সর্বোচ্চ আদালতে মুখ্য বিচারপতি পি সতশিবম এবং বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চকে এ বিষয়ে জরুরি শুনানি শুরু করার আর্জি জানাবে ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল ও এইচপিসিএলের মতো সংস্থা৷ এ ছাড়া তেল ও পেট্রোলিয়াম মন্ত্রকও সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে শুনানি শুরু আর্জি জানিয়েছে৷ মঙ্গলবার সেই আর্জির উপর শুনানি দেবে বিচারপতিদের এই বেঞ্চ৷ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাদের তরফে আইনজীবী খুশবু জৈন বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায় জনমানসে সংশয় সৃষ্টি করেছে৷ যারা আধার কার্ড করে ফেলেছেন তারা এখন সরাসরি নগদে ভর্তুকি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করছেন৷ ভর্তুকি যুক্ত সিলিন্ডার কিনতে ডিবিটি পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে৷ এই অসুবিধার কথা জানিয়েই ২৩ সেপ্টেম্বরের নির্দেশকে বদলানোর আর্জি জানাবেন অতিরিক্ত সলিসিটর জেনারেল নাগেশ্বর রাও৷
বর্তমানে দেশের ৫৪টি জেলায় ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের জন্য সরাসরি নগদ বা ডিবিটি দেওয়া হচ্ছে৷ এই প্রকল্পকে আরও ২৩৫টি জেলায় সম্প্রসারিত করার ভাবনা রয়েছে সরকারের৷ কিন্ত্ত গত ২৩ সেপ্টেম্বর বিচারপতি বি এস চৌহানের নেতৃত্বাধীন বেঞ্চ বলেন, আধার কার্ড না পাওয়ার জন্য কোনও ব্যক্তি যেন সরকারের ভর্তুকি প্রকল্প থেকে বঞ্চিত না হন৷ আধার কার্ড দেওয়ার সময় সরকারের খেয়াল রাখা উচিত, আদৌ সেই ব্যক্তি এই পরিচয়পত্রের যোগ্য কিনা, এ দেশে অনুপ্রবেশকারী বেআইনি বাসিন্দা কিনা৷ কর্নাটক হাইকোর্টের প্রাক্তন বিচারপতি কে পুট্টাস্বামী আধার কার্ড ইস্যুর বিরোধিতা করে কেন্দ্র, যোজনা কমিশন এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে জনস্বার্থ মামলা করে৷ তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই রায় দেয়৷ এই নির্দেশের বদলে চেয়ে দাখিল করা আবেদনে তেল ও পেট্রোলিয়াম মন্ত্রক বলেছে, ভর্তুকিহীন রান্নার গ্যাস কিনতে আধার কার্ডের প্রয়োজন নেই৷ তবে ভুর্তুকি যুক্ত রান্নার গ্যাস কিনতে আধার কার্ড লাগবেই৷ কেন্দ্রে অনুরোধ, সুপ্রিম কোর্ট তার নির্দেশ বদল করে বলুক, বাজারদরে রান্নার গ্যাস কিনতে কাউকে বাধা দেওয়া যাবে না, কিন্ত্ত ভর্তুকি যুক্ত সিলিন্ডারের কালো বাজারি ঠেকাতে এবং সরাসরি ভর্তুকি পেতে আধার কার্ড লাগবেই৷ মঙ্গলবার পেট্রোলিয়াম মন্ত্রকের এই আবেদন খতিয়ে দেখবেন সতশিবম-গগৈর বেঞ্চ৷
বহরমপুর ও কলকাতা: রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর বিড়ম্বনা কমার কোনও লক্ষণ নেই৷ সোমবার বহরমপুর আদালত ফের তাঁর জামিনের আর্জি খারিজ করে দেওয়ায় বিপদ বেড়েছে অধীরের৷ একই সঙ্গে তীব্র অস্বস্তিতে পড়েছে কংগ্রেস হাইকম্যান্ডও৷ দাগি জনপ্রতিনিধিদের বাঁচাতে আনা ইউপিএ সরকারের অর্ডিন্যান্স নিয়ে রাহুল গান্ধীর জেহাদের পর অধীরকে নিয়ে ধর্মসংকটে পড়েছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ পরিস্থিতি বুঝে অধীরের ইস্তফার দাবি নিয়ে সুর চড়াচ্ছে বিজেপিও৷
এই অবস্থায় অধীরের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে জল্পনা বাড়ছে৷ অধীর এ বার আদালতে আত্মসমর্পণ করবেন না আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন, সেই টাই এখন রাজ্য রাজনীতিতে লাখ টাকার প্রশ্ন৷ বহরমপুর আদালত আগেই বলেছিল অধীরবাবুর জামিনের আবেদন নিয়ে শুনানি হবে ২৯ অক্টোবর৷ এ দিন তাই অধীরবাবুর আইনজীবীরা ২৯ তারিখ পর্যন্ত রেল প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার না-করার আর্জি জানান৷ কিন্ত্ত সেই আবেদনও খারিজ হয়ে যায় আদালতে৷ এর পরেই জল্পনা শুরু যায় কংগ্রেস হাইকম্যান্ড বহরমপুরের সাংসদকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেবে কি না তা নিয়ে৷ অধীরকে নিয়ে কৌশল ঠিক করতে মঙ্গলবারই কলকাতায় আসছেন রাজ্যের দায়িত্বে থাকা এআইসিসি সম্পাদক শাকিল খান৷ এ দিন তিনি কাটিহার থেকে টেলিফোনে বলেন, 'আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অধীরবাবুর ব্যাপারে দলীয় অবস্থান স্থির করতে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনায় বসব৷' শাকিল আরও বলেন, 'আইন আইনের পথে চলবে৷ কিন্ত্ত আমরা আইনগত লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াই চালাব৷' বুধবারই কলকাতায় মিছিলের ডাক দিয়েছে মুর্শিদাবাদ কংগ্রেস৷ তাতে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের হাজির থাকার কথা৷
অধীরবাবু কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন কিনা, তাঁকে আত্মসমর্পণ করতে বলা হবে কিনা, শাকিল এসব প্রশ্নের জবাব এড়িয়ে গেলেও সূত্রের খবর, বহরমপুরের কংগ্রেস সাংসদকে নিয়ে দলীয় হাইকম্যান্ড অত্যন্ত বিব্রত৷ কারণ তৃণমূল তো বটেই, বিজেপিও খুনের মামলায় অধীরবাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা দাবি করেছে৷ এ দিন বহরমপুর আদালতের সিদ্ধান্ত জানার পর বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি বলেন, 'নৈতিকতার স্বার্থে অধীরবাবুর ইস্তফা দেওয়া উচিত৷ অতীতে এই ধরনের পরিস্থিতিতে মন্ত্রীদের ইস্তফা দেওয়ার নজির রয়েছে৷' আদালত যখন গ্রেপ্তার না-করার আর্জি খারিজ করে দিয়েছে তখন কোন যুক্তিতে অধীরবাবু মন্ত্রিত্ব আঁকড়ে আছেন তা নিয়ে প্রশ্ন তুলে নাকভি বলেন, 'ইস্তফা দেওয়া ছাড়া রেলপ্রতিমন্ত্রীর সামনে আর কোনও পথ খোলা নেই৷' দাগি জনপ্রতিনিধিদের নিয়ে রাহুল গান্ধীর কট্টর নৈতিক অবস্থানের পর অধীরকে প্রকাশ্যে সমর্থন করাও ক্রমে কঠিন হয়ে পড়ছে কংগ্রেস হাইকম্যান্ডের পক্ষে৷
তবে শুধু বিরোধীদের দাবিই নয়, কংগ্রেসের একাংশও মনে করছে চলতি রাজনৈতিক পরিস্থিতিতে অধীরবাবুর ইস্তফা দিয়ে আদালতে আত্মসমর্পণ করাই সঠিক কাজ হবে৷ কয়েক দিন আগেই দুর্নীতির মামলায় ফেঁসে জেলে গিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সনিয়া গান্ধীর ঘনিষ্ঠ লালুপ্রসাদ যাদব৷ সেখানে অধীরবাবুর বিরুদ্ধে খুনের মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে৷ অভিযোগ সত্য বা মিথ্যা যাই হোক না কেন আইনের শাসনের প্রতি আস্থা রাখা জরুরি৷ বস্ত্তত সেই লক্ষ্যেই অধীরবাবুকে জামিনের আবেদন করার নির্দেশ দেয় কংগ্রেস হাইকম্যান্ড৷ খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দিল্লি থেকে রেলপ্রতিমন্ত্রী হুঙ্কার দিয়েছিলেন 'আমি বহরমপুরে যাব৷ দেখি কে গ্রেপ্তার করে৷' আরও বলেছিলেন, 'আমি আদালতে আগাম জামিন চাইব না৷' পরদিনই অবশ্য সিদ্ধান্ত বদলে আগাম জামিনের আবেদন করা হয় তাঁর তরফে৷ সূত্রের খবর, দলের কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর কানে যেতেই সনিয়া-রাহুলের তরফে অধীরকে আগাম জামিনের আবেদন করার পরামর্শ দেওয়া হয়৷ সোমবার অবশ্য বহু চেষ্টা করেও রেল প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি৷
তবে দলের আর একটি অংশের বক্তব্য, অধীরবাবুর আদালতে আত্মসমর্পণ করার অর্থ তৃণমূলের কৌশলের কাছে মাথা নোয়ানো৷ নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে অধীরবাবুর জামিন পাওয়া কঠিন৷ আবার জামিন মঞ্জুর হলে সরকারপক্ষ তাঁকে জেলে পুরতে উচ্চ আদালতে যাবে৷ অথচ সামনেই বহরমপুর পুরসভা এবং লোকসভার ভোট৷ অধীরবাবুকে মুর্শিদাবাদ থেকে দূরে রাখাই তৃণমূলের লক্ষ্য বলে মনে করছেন প্রদেশ নেতৃত্বের একাংশ৷ তাই জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালানোর পক্ষেই মত তাঁদের৷
অধীরবাবুর সামনে আইনি রাস্তা সম্পর্কে আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, 'আগাম জামিনের আবেদন অথবা একটি মামলাকে কেন্দ্র করে কোনও আবেদন একই সঙ্গে দু'টি আদালতে করা যায় না৷ সংশ্লিষ্ট আদালত যদি অধীরবাবুর আইনজীবীর তরফে করা আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় অথবা আইনজীবী যদি নিজে থেকে আবেদন তুলে নেন, তা হলেই অন্য কোনও আদালতে (এক্ষেত্রে হাইকোর্ট) ওই আবেদন করতে পারবেন তিনি৷'
এ দিকে, কলকাতায় বুধবারের মিছিলের প্রস্ত্ততি হিসেবে সোমবারই মুর্শিদাবাদে ২৭টি থানা এলাকায় কংগ্রেস বিক্ষোভ মিছিল করে৷ তারই ফাঁকে বহরমপুর জেলা জজ আদালতের অবকাশকালীন বিচারক দুলালকুমার করের আদালতে অধীরবাবুর আইনজীবীরা ফের আগাম জামিনের আবেদন জানান৷ ভারপ্রাপ্ত বিচারক বলেন, আগাম জামিনের আবেদন নিয়ে ২৯ তারিখ শুনানি হবে আগেই ঠিক হয়ে আছে৷ অধীরবাবুর আইনজীবী আবু বক্কর সিদ্দিকি এবং পীযূষ ঘোষ তখন বিচারককে বলেন, অধীরবাবু মুর্শিদাবাদ আসতে না-পারায় অনেক কাজ আটকে গিয়েছে৷ তাই ২৯ তারিখ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার না-করার নির্দেশ দিক আদালত৷ সরকারি আইনজীবী দেবাশিস রায় এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে বলেন, আইনে 'নট টু অ্যারেস্ট' বলে কিছু হয় না৷ তৃণমূল নেতা কামাল শেখ খুনের ঘটনায় অধীরবাবুর বিরুদ্ধে বহরমপুর আদালত ১ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷
http://eisamay.indiatimes.com/state/adhir-chowdhury-may-get-arrested/articleshow/23667456.cms
হলদিয়া পেট্রোকেমে সরকারের অংশীদারি কেনার জন্য দরপত্র জমা দিল একমাত্র ইন্ডিয়ান অয়েল৷ গেইল, ওএনজিসি, এবং কেয়ার্ন ইন্ডিয়ার মতো সংস্থাগুলি রাজ্য সরকারের ৩৯.৯৯ শতাংশ শেয়ার কিনতে চেয়ে আগ্রহ দেখালেও সোমবার তারা কেউই দরপত্র জমা দেয়নি৷
ইন্ডিয়ান অয়েল ছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও এ দিন তাদের দরপত্র নিয়ে আসে৷ কিন্ত্ত, নির্ধারিত সময় (বেলা ১১টা) পেরিয়ে যাওয়ায় তা গৃহীত হয়নি৷
একমাত্র ইন্ডিয়ান অয়েল দরপত্র জমা দিলেও সোমবার তা খোলা তো হলই না, বরং গোটা প্রক্রিয়া ঘিরে সরকারের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠল৷ আর, দিনভর নাটকের পর শেষ পর্যন্ত দরপত্র খোলা মুলতুবি রাখা হল৷
রাতে শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, 'আমি যতদূর জানি একমাত্র ইন্ডিয়ান অয়েল দরপত্র জমা দিয়েছে৷ তবে এই বিষয়টি বিনিময় পরামর্শদাতা সংস্থা ডেলয়েট স্পষ্ট করে বলতে পারবে৷ আগামী ১০ অক্টোবর দরপত্র খোলা হবে৷'
কেন এ দিন তিনটের মধ্যে দরপত্র খোলা হল না সে ব্যাপারে পার্থবাবু বলেন, 'আমি কি বলেছিলাম আজ দরপত্র খোলা হবে? দরপত্র জমা পড়লেই হয় না, বোর্ড মিটিংয়ে আলোচনা করতে হয়৷ মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হয়৷ আমাদের সরকার স্বচ্ছতার সঙ্গে সব কাজ করছে৷'
শেয়ার কেনার সংশোধিত চুক্তি অনুযায়ী, এ দিন সকাল ১১টা পর্যন্ত আগ্রহী সংস্থাগুলিকে দরপত্র দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল৷ বলা হয়েছিল, যে সমস্ত সংস্থা আর্থিক দরপত্র জমা দেবে, তাদের প্রত্যেকের প্রতিনিধিদের উপস্থিতিতে বিকাল তিনটেয় দরপত্রগুলি খোলা হবে৷
রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের একটি সূত্রের খবর, দরপত্র খোলা নিয়ে জটিলতা তৈরির কারণ, নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে দরপত্র জমা পড়েনি৷ যদিও মুম্বই থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুখপাত্র তুষার পানিয়া রাতে দাবি করেন, 'কখন দরপত্র জমা দেওয়া হয়েছে, সে ব্যাপারে কলকাতা অফিস থেকে এখনও কিছু জানতে পারিনি৷ জানতে পারলে আপনাদের জানাব৷' রিলায়েন্স আদৌ দরপত্র জমা দিয়েছে কি না, সে ব্যাপারেও তিনি মুখ খুলতে চাননি৷
এ দিন সকাল ১১টা পর্যন্ত একমাত্র ইন্ডিয়ান অয়েলই দরপত্র জমা দেয়৷ ইন্ডিয়ান অয়েলের এক কর্তা জানান, 'সোয়া ১১টা নাগাদ আমাদের জানিয়ে দেওয়া হয় যে, আমরাই একমাত্র বিডার৷ নবান্ন-তে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর তিনটের সময় দরপত্র খোলা হবে৷'
বিশেষ সূত্রে জানা গিয়েছে, পৌনে তিনটে নাগাদ রিলায়েন্সের প্রতিনিধিরা দরপত্র জমা দিতে আসেন৷ রিলায়েন্সের প্রতিনিধিরা আসার পরেই শুরু হয় নাটকের ক্লাইম্যাক্স৷ রিলায়েন্সের দরপত্র জমা দেওয়ার প্রতিবাদ করে ইন্ডিয়ান অয়েলের প্রতিনিধিরা৷ কেন তিনটের সময় দরপত্র খোলা হল না, তার কারণ জানতে চাওয়া হয় ইন্ডিয়ান অয়েলের তরফে৷ এ ব্যাপারে বিনিময় পরামর্শদাতা সংস্থা ডেলয়েটের কাছ থেকে কোনও সদুত্তর না-পেয়ে নিগমের দপ্তর থেকে বেরিয়ে যান ইন্ডিয়ান অয়েলের প্রতিনিধিরা৷ তার পর নিগমের বোর্ড রুমে দফায় দফায় বৈঠক চলে৷ ডেলয়েটের কর্তারা কথা বলেন রিলায়েন্সের প্রতিনিধিদের সঙ্গে৷ আলোচনায় বসেন শিল্প ও বাণিজ্য দপ্তরের কর্তারাও৷ রিলায়েন্সের দরপত্র গ্রহণ করা হলে কী ধরনের আইনি বাধা আসতে পারে এবং সে-ক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল কোনও আইনি লড়াইয়ের পথে হাঁটতে পারে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হয়৷ এমনকি, ইন্ডিয়ান অয়েল একমাত্র বিডার হলে কোনও আইনি জটিলতা ভবিষ্যতে হতে পারে কি না, তা নিয়ে সবিস্তার কথা হয়৷ রাজ্য সরকারের সাড়ে ৬৭ কোটি শেয়ারের মধ্যে বিতর্কিত সাড়ে পনেরো কোটি টাকার শেয়ার রয়েছে৷ সরকার এবং চ্যাটার্জি গোষ্ঠী, দু'পক্ষেরই দাবি, ওই সাড়ে ১৫ কোটি শেয়ারের মালিক তাঁরা৷ এই বিতর্কিত শেয়ার নিয়ে নতুন কোনও আইনি জটিলতা তৈরি হতে পারে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে৷ সূত্রের খবর, আলোচনায় কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়ার কারণেই শেষ পর্যন্ত দরপত্র খোলা মুলতুবি রাখা হয়৷
এ রাজ্যে রিলায়েন্সের বিনিয়োগ আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া৷ গত ১ আগস্ট মুম্বইতে শিল্প সম্মেলনেও তিনি একান্তে রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেন৷ কলকাতায় ফোর-জি টেলিকম পরিষেবার পরিকাঠামো নির্মাণের কাজ রিলায়েন্স শুরু করলেও, সেই বাম জমানা থেকেই তাদের নজর রয়েছে হলদিয়া পেট্রোকেমের দিকে৷ ওয়াকিবহাল সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে না-পারার জন্য রিলায়েন্সের দরপত্র গৃহীত হয়নি৷
তবে আর্থিক দরপত্র জমাকে কেন্দ্র করে সকাল থেকেই পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের দপ্তরে হাজির ছিলেন হলদিয়া পেট্রোকেম সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর চার সদস্য- অর্থমন্ত্রী অমিত মিত্র, বিদ্যুত্মন্ত্রী মণীশ গুপ্ত, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং পার্থবাবু৷ দুপুর ১টা নাগাদ হঠাত্ই একে একে চার মন্ত্রীই নিগমের দপ্তর থেকে বেরিয়ে যান৷ এমনকি অপেক্ষারত সংবাদমাধ্যমকে এড়ানোর জন্য অমিতবাবু, সুব্রতবাবু এবং মণীশবাবু ভবনের বেসমেন্টের দরজা দিয়ে বেরিয়ে গাড়িতে ওঠেন৷ সুব্রতবাবুকে সে সময় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'খেতে যাচ্ছি৷' আড়াইটে নাগাদ মণীশবাবু ছাড়া বাকি তিন জন নিগমের দপ্তরে ফিরে আসেন৷
বন্দরের জন্য ১৫০০ কোটি ভর্তুকি
হঠাত্ -ই উপুড়-হস্ত হল কেন্দ্র৷ ড্রেজিং ভর্তুকি বাবদ কেবল ২০১২-১৩ অর্থবর্ষের বকেয়া অর্থই নয়, ওই বছর থেকে ২০১৫-১৬ পর্যন্ত মোট চার বছরের জন্য দেড় হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
কলকাতা বন্দরের চেয়ারম্যান রাজপাল সিং কাহালোঁ জানান, 'আমরা ইতিমধ্যেই আগের বছরের জন্য ২৫৫ কোটি টাকা পেয়ে গিয়েছি৷ এখন আরও তিন বছরের জন্য নদীতে ড্রেজিং নিয়ে ভাবতে হবে না বলেই আশা করছি৷' তাঁর ভাষায়, চার বছরের জন্য দেড় হাজার কোটি টাকার ভতুরি্ক 'কেন্দ্রের নীতিগত সিদ্ধান্ত'৷ হলদিয়া বন্দরের প্রাণ-ভোমরা লুকিয়ে রয়েছে হুগলি নদীর নাব্যতার ওপর৷ নদী থেকে নিয়মিত পলি না তুললে নদীর নাব্যতা বজায় রাখা যায় না৷ নাব্যতা কমে গেলে বড় জাহাজও আর ঢুকতে পারবে না হলদিয়ায়৷ পলি তোলা বাবদ বছরে ৩৫০-৪০০ কোটি টাকা ব্যয় হয়৷ ভারত সরকারই এই ভর্তুকি দিতে প্রতিশ্রুত৷ তা সত্বেও গত কয়েক বছর ধরে ভর্তুকি দিতে গড়িমসি করছিল কেন্দ্র৷ এমনকি, ২০১২-১৩-য় কলকাতা বন্দরের তরফে ভতুরি্র্ক বাবদ ৪০০ কোটি টাকা দাবি করা হলেও সারা বছরে একটি টাকাও ঠেকায়নি কেন্দ্র৷
পলি তোলবার পুরো কাজটাই করে কেন্দ্রীয় সংস্থা ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া বা ডিসিআই৷ কেন্দ্রের কাছ থেকে টাকা না পেয়েও বন্দর নিজের তহবিল থেকে ডিসিআই-কে কিছু কিছু টাকা দিয়ে দিচ্ছিল৷ কিন্ত্ত নিজেদের বকেয়া বাড়তে থাকায় ডিসিআই মাঝে মাঝেই কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিতে থাকে৷ ড্রেজার চালানোর জন্য ডিজেল কেনবার টাকাও হাতে নেই বলে অভিযোগ করে ডিসিআই৷ এমনকি, পলি তোলার জন্য ড্রেজারের সংখ্যাও কমিয়ে দিয়ে বন্দরের ওপর চাপ দেওয়া শুরু করে তারা৷ এই অবস্থায় বিষয়টি নিয়ে দিল্লিতে দফায় দফায় দরবার করবার পরে শেষ পর্যন্ত কেন্দ্রের মন গলানো গিয়েছে বলে জানান চেয়ারম্যান৷ গত বছরের জন্য প্রথম কিস্তির টাকা পেয়ে বন্দরকর্তারা অনেকটাই নিশ্চিন্ত৷ বন্দরের গত বছরের জন্য মোট চাহিদা ৪০০ কোটি টাকা হলেও কেন্দ্র হিসেবটা মেনে নিচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ তবে চলতি ২০১৩-১৪ অর্থবর্ষের জন্য কেন্দ্র বরাদ্দ করেছে ৩৮০ কোটি টাকা৷ চার বছরের জন্য মোট দেড় হাজার কোটি টাকা মানে প্রতি বছর গড়ে ৩৭৫ কোটি টাকা৷ এই টাকা শেষ পর্যন্ত কেন্দ্র বন্দরের হাতে দিলে ড্রেজিং নিয়ে কোনও সমস্যা হবে না বলেই আশা করছেন কাহালোঁ৷
কিন্তু আপাতত খুশি হলেও ড্রেজিং ভতুরি্র্ক বাবদ কলকাতা বন্দরের সব দাবি মেনে নেয়নি কেন্দ্র৷ কেননা, আরও বেশ কিছু পুরনো ভতুরি্কর দাবি জমে রয়েছে এক দশকেরও বেশি সময় ধরে৷ যেমন, ২০০০-০১ অর্থবর্ষের ভর্তুকি বাবদ ৫০০ কোটি টাকার কিছু বেশি টাকা চেয়ে এসেছে বন্দর৷ এ ছাড়াও, আরও অন্যান্য বছরের অল্প-বিস্তর বকেয়া বাবদ মোট ৭০০ কোটি টাকার বকেয়া জমে গিয়েছিল, তার সঙ্গে ২০১২-১৩-র ৪০০ কোটি টাকা যোগ করে মোট বকেয়া বেড়ে ১,১০০ কোটি টাকা পেঁৗছে যায়৷ এই চূড়ান্ত অর্থ সঙ্কটের পর কেন্দ্র যে এ ভাবে হাত খুলে টাকা দিতে রাজি হয়ে যাবে, তা সত্যি ভাবতেও পারেননি বন্দরকর্তারা৷
দিনের সেরা খবর
স্থগিতাদেশ কলেজে শিক্ষক নিয়োগে,ধাক্কা খেল রাজ্য
কলকাতা: সকালে প্রাথমিকে নিয়োগ নিয়ে আদালতে স্বস্তি মিললেও বিকেলে কলেজ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার৷ কলেজগুলিতে নিয়োগের ইন্টারভিউ প্যানেল প্রকাশের ওপর অন্তর্বর্তীকালীন স্...
শিরোনাম
সল্টলেকে ছাত্র নিগ্রহে গ্রেফতার ২
* তাপস, শতাব্দী ক্ষমা চেয়েছেন: পার্থ
* কুণাল ঘোষকে সাসপেন্ড, ঘোষণা পার্থর
* নিন্দায় ওমর, কেন কথা, প্রশ্ন বিজেপির
LiveTV
রাজ্য
* বেঙ্গল লিডস এবার কলকাতায়
শিল্প সম্মেলনের থিম কী হবে, তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি৷
দেশ
* নোটিস, অনশনে অনড় চন্দ্রবাবু
চন্দ্রবাবুর অভিযোগ, লোকসভা ভোট সামনে। তাই কংগ্রেস রাজনীতি করছে। এটা দুর্ভাগ্যজনক।
আন্তর্জাতিক
* বিস্ফোরণ পেশোয়ারে,মৃত ৩৭
বিস্ফোরণের আওয়াজ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷
কলকাতা
* সল্টলেকে ছাত্র নিগ্রহে গ্রেফতার ২
ছাত্রটির অভিযোগ, একদিন মেরে মাথা ফাটিয়ে দেয় তৃতীয় বর্ষের ৫-৬ জন ছাত্র৷
খেলা
* সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি শ্রীনির
সুপ্রিমকোর্ট আরও জানিয়েছে, এই তদন্ত কমিটির তদন্তের কাজে কোনওরকম হস্তক্ষেপ করতে পারবেন না শ্রীনিবাসন বা বিসিসিআই৷
হলি-বলি-টলি
* ১৪ দিনের ছুটি পেলেন সঞ্জয়
সঞ্জয়ের এই ছুটি কিন্তু প্যারোলে ছাড়া পাওয়া নয়।
http://www.abpananda.newsbullet.in/
Kamayani Bali Mahabal
#India - SC to hear activist Aruna Roy's petition on #Aadhaar card #UID
» #India – SC to hear activist Aruna Roy's petition on #Aadhaar card #UID - Kractivism
Like · · Share · 12 minutes ago via WordPress.com ·
THE BATTLES FOR GORKHALAND
Posted by The Himalayan Voice:
[The search for identity among Indian Nepalis took a fortuitous turn with the selection of a participant from Darjeeling in the TV show "Indian Idol 3" in 2007. Prashant Tamang, an employee of the West Bengal government police force and an ethnic Gorkhali from Darjeeling, became the new poster boy for a new Nepalese identity movement. The entire population of the Darjeeling hill areas and Nepalese speakers across India mobilized to gather support for Mr. Tamang because Gorkhalis believed that his victory would be another step toward their goal of being recognized as Indians.]
http://thehimalayanvoice.blogspot.com/2013/08/the-battles-for-gorkhaland.html
Sanhati
Has Indian agriculture lost its semi-feudal characteristics? Guruprasad Kar's Bengali article 'Bharatiya Krishir Adhasamantatantrik Charitra' which appeared in the magazine Aneek has been translated by Ipsita Samanta.
http://sanhati.com/excerpted/8197/
The Semi-Feudal Character of Indian Agriculture at Sanhati
Like · · Share · 3 minutes ago ·
Saradindu Uddipan added 4 photos.
DASAI the ASSUR Festival.
The Adivasis of Bengal believe that the Aryan Goddess Durga killed their king named HUDUR DURGA the Bongassura. Thus they celebrate the grief festival and search for their king. We the ASSURA still king less in India. Let us have a search for our KING. JAI ASSURA.
Unlike · · Share · 11 hours ago ·
Lenin Raghuvanshi shared PVCHR's event.
Public hearing to ensure human dignity against on bonded labour and children labour
To participate in the program and share your case of bonded labour and child labour: Ms. Shruti Nagvanshi: +91-9935599330 and Ms. Shirin Shabana Khan: +91-9453155296 Email: shabana@pvchr.asia
https://www.facebook.com/events/424864284289999/
Status Update
By सुनीता भास्कर
कॉस्मेटिक्स की ब्रांड लक्मे कंपनी पहले लक्ष्मी के नाम से हुआ करती थी सुना...लक्ष्मी तो अपन के वहां की ब्रांड ठहरी..अपने भारत देश के गाँव का पापुलर नाम लक्ष्मी यूनिलीवर को देर तक रास नहीं आया लिहाजा उसका ऊँचे पॅकेज के साथ लक्मे में कन्वर्जन हो गया... कुछ ऐसे और उदाहरण हों तो साझा कीजियेगा दोस्तों....
24 Ghanta
চতুর্থীতেও কাটল না মেঘ, বৃষ্টি এখন বাঙালির আতঙ্কের প্রতীক
http://zeenews.india.com/bengali/kolkata/cloud-loud-in-kolkata_17041.html
Like · · Share · 53022136 · 5 hours ago ·
24 Ghanta
হাইকোর্টের জোড়া ফল রায়- কলেজ সার্ভিসে ফল প্রকাশে স্থগিতাদেশ, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় ফলপ্রকাশ করতে পারবে রাজ্য। পড়ুন নিচের লিঙ্কে ক্লিক করে বিস্তারিত
http://zeenews.india.com/bengali/kolkata/court-verdict-result-of-tet-and-college-service-commission_17050.html
Like · · Share · 1121230 · about an hour ago near Calcutta, West Bengal ·
क्या आपको अभी भी सारकेगुड़ा का नाम याद है? छत्तीसगढ़ के बीजापुर जिले का सारकेगुड़ा गाँव। अट्ठाईस जून २०१२ की रात को पुलिस और सीआरपीएफ ने बीजपूजा करते स...See More
सुनीता भास्कर
ई वालमार्ट का तिरंगायी संस्करण....कहन की जरुरत नाहि कि ई फल सब्जी की मंडी शनै शनै वालमार्ट में कईसे जज्ब हो गयी..
Unlike · · Share · 2 hours ago ·
Gurvinder Singh Chadha added 6 photos.
RTI NEWS
उत्तराखंड में लूट मची है पैसे की .....
पहाड़ में जनता मर रही है
ठण्ड से सर छुपाने को छत नहीं ,
सड़के टूटी हैं ...See More
Like · · Share · 2 hours ago ·
Navbharat Times Online
मनमोहन सिंह पिछली बार अमेरिका गए, तो जॉर्ज बुश से हाथ मिलाया।
नतीजा: अमेरिका के तीन दर्जन बैंक दिवालिया हो गए।
इस बार गए, तो ओबामा गेट तक छोड़ने पहुंचे।
नतीजा: शट-डाउन!
इन्हें राष्ट्र-हित में एक बार पाकिस्तान भी ज़रूर जाना चाहिए!
पढ़िए ऐसे और भी मजेदार जोक्स और सुबह को बनाइए मजेदार..
क्लिक करें...http://nbt.in/snuQRa
Like · · Share · 3,021135822 · 7 hours ago ·
24 Ghanta
শাসকের শাসানিতে কামদুনিতে বন্ধ হল ২৪ ঘণ্টার অনুষ্ঠান
http://zeenews.india.com/bengali/zila/kamduni-program-cancelled-of-24-ghanta-channel_17037.html
Like · · Share · 2915 · 4 minutes
মুম্বই: তিনি যেন দশভুজা৷ সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে বিস্তর কাজ সামলেছেন৷ সোমবার পৌঁছলেন শিখরে৷ স্টেট ব্যাঙ্কের শীর্ষ পদের দায়িত্ব নিলেন বঙ্গতনয়া অরুন্ধতী ভট্টাচার্য৷ দেশের বৃহত্তম ব্যাঙ্কের ২০৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা শীর্ষ পদে বসলেন৷ তায় আবার বাঙালি৷ অরুন্ধতীদেবী প্রাক্তন চেয়ারম্যান প্রতীপ চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন৷ আগামী তিন বছর তিনি এই পদে বহাল থাকবেন৷
৩৬ বছরে আগে, ১৯৭৭ সালে এই ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার পদে যোগ দিয়েছিলেন অরুন্ধতী৷ এই কলকাতাতেই৷ মামারবাড়ি ছিল উত্তর কলকাতায়৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি নিয়ে স্নাতকোত্তর পড়ার সময় ভাবলেন, 'দেখিই না ব্যাঙ্কের পরীক্ষা দিয়ে৷' পরীক্ষা দিলেন এবং চাকরিও পেলেন৷ নির্বাচিত হওয়ার পর এমএ শেষ করে কাজে যোগ দেন৷ কর্মজীবনের প্রথম দিকে অরুন্ধতীর বেশিরভাগটাই কেটেছে ময়দানের জীবনদীপ বিল্ডিং অফিস, পার্ক স্ট্রিটের সেন্ট্রাল অফিসে৷ এর পর খড়গপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার৷ বেঙ্গল সার্কলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ফরেন কারেন্সি)-এর দায়িত্বও সামলেছেন৷ তার পর কেরিয়ারের চাকা ঘুরতে ঘুরতে বেঙ্গালুরু সার্কলের চিফ জেনারেল ম্যানেজার, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ের শাখা এসবিআই ক্যাপসের প্রধান, সম্প্রতি চিফ ফিনান্সিয়াল অফিসার ও এমডি পদে উত্তরণ হয় তাঁর৷ ২০০৭ সাল পর্যন্ত লখনউ সার্কলের দায়িত্বে থাকাকালীন কলকাতায় প্রায়ই যাতায়াত করতেন৷ রুবি হাসপাতালের কাছে তাঁর ফ্ল্যাটও রয়েছে৷ কর্মী মহলে মিশুকে, দক্ষ এবং দৃঢ়চেতা বলে পরিচিত অরুন্ধতীর শ্রমিক সংগঠনগুলির সঙ্গেও খুব ভালো সম্পর্ক৷
দশভুজার মতো জেনারেল ইনসিওরেন্স, কাস্টডি সার্ভিস, রিটেল অপারেশনস, ক্রেডিট, ফরেক্স, ট্রেজারি, ইনফ্রাস্ট্রাকচার ফান্ড শাখা সংস্থা---মহীরুহ ভারতীয় স্টেট ব্যাঙ্কের অজস্র শাখায় নিজের কর্তৃত্ব দেখিয়েছেন অরুন্ধতী৷ নিউ ইয়র্কেও স্টেট ব্যাঙ্কের অফিসের এক্সটারনাল অডিটের প্রধান ছিলেন তিনি৷ ৩০ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে থেকে অবসর নেন প্রতীপ চৌধুরী৷ গত মাসেই চেয়ারম্যান পদে অরুন্ধতীর নিযুক্তিতে অনুমোদন দিয়েছে ক্যাবিনেট কমিটি এবং অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ অগস্টের শেষদিকে সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার পদে অরুন্ধতী ভট্টাচার্যকে নিয়োগ করে এসবিআই৷ ব্যাঙ্কের সিএফও এবং এমডি পদে নিযুক্ত হওয়ার আগে এসবিআই ক্যাপস-এর এমডি তথা সিইও ছিলেন৷ সোমবার চেয়ারম্যানের আসনে বসে ৩৬ বছরের সেই বৃত্ত সম্পূর্ণ হল তাঁর৷ অরুন্ধতী ভট্টাচার্যই স্টেট ব্যাঙ্কের প্রথম মহিলা যিনি এমডি পদ থেকে চেয়ারম্যান হলেন৷
প্রতীপ চৌধুরীর অবসর নিয়ে জুলাই মাস থেকেই তুমুল জল্পনা শুরু হয় ব্যাঙ্কিং মহলে৷ প্রথমে অনেকেই বলেছিলেন, প্রতীপ চৌধুরীর মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে৷ কারণ চেয়ারম্যান পদের জন্য যোগ্য চার জন ম্যানেজিং ডিরেক্টরের অধিকাংশেরই বয়স বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ স্টেট ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, চেয়ারম্যানকে অন্তত দু'বছর সংশ্লিষ্ট পদে বহাল থাকতে হবে৷ বয়সের গেরোয় ৫৭ বছরের অরুন্ধতী ভট্টাচার্য বাদে অন্য কোনও এমডি সেই শর্তপূরণ করতে পারছিলেন না৷ অরুন্ধতীকে শীর্ষ পদে আনার জন্য অগস্টে সংস্থার শীর্ষ সারিতে রদবদল ঘটানো হয়৷ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মিশ্র পদ থাকে৷ যাকে চলতি ভাষা সিএমডি বলা হয়৷ কিন্ত্ত স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান পদ সবার উপরে৷ তাঁর নীচে থাকেন চার জন এমডি৷ তার পরের সারিতে এক ডজনেরও বেশি ডেপুটি এমডি এবং ৩৫টিরও বেশি চিফ জেনারেল ম্যানেজার৷ অরুন্ধতী ভট্টাচার্যের পদোন্নতির জেরে আপাতত এসবিআইতে একজন ম্যানেজিং ডিরেক্টরের পদ খালি রয়েছে৷
ব্যাঙ্ক ব্যবস্থায় মহিলাদের গুরুত্ব দিতে নভেম্বরে দেশে প্রথম মহিলা ব্যাঙ্ক চালু করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ তবে তার আগে, ব্যাঙ্কের নিয়ন্ত্রণে মহিলাদের প্রথম প্রবেশ ঘটেছিল ১৯৯৬ সালে৷ এক্সিম ব্যাঙ্কের প্রধান তর্জনী উকিলের হাত ধরে৷ তর্জনীর নিয়োগের পর ইন্ডিয়ান ব্যাঙ্কের সিএমডি নিযুক্ত হন রঞ্জনা কুমার৷ বর্তমানে এলাহাবাদ ব্যাঙ্কের শুভলক্ষ্মী পানসে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজয়লক্ষ্মী আইয়ার, ইউনাইটেড ব্যাঙ্কের অর্চনা ভার্গব, আইসিআইসিআইয়ের ছন্দা কোচার, অ্যাক্সিস ব্যাঙ্কের শিখা শর্মারা ব্যাঙ্কিং দুনিয়ার নামজাদা মহিলা কর্ত্রী৷ তাঁদের সঙ্গে যুক্ত হল অরুন্ধতীর নাম৷
ইনফো
নারীশক্তি
আইসিআইসিআই ব্যাঙ্ক- ছন্দা কোচার
ইউবিআই- অর্চনা ভার্গব
এলাহাবাদ ব্যাঙ্ক- শুভলক্ষ্মী পানসে
অ্যাক্সিস ব্যাঙ্ক -শিখা শর্মা
বিদায়-মুহূর্ত হাজির৷ কিন্তু সে দিকে খেয়াল নেই বর্ষার৷ উল্টে, নিয়ম করে পুজো মাটি করার চোখরাঙানি৷ টানা বৃষ্টি হয়েছে সোমবার, তৃতীয়ায়৷ চৌপাট হয়েছে পুজোর প্রস্ত্ততি৷ পুজোয় বৃষ্টি হবে কি?
নিম্নচাপের ভ্রুকুটি বাড়িয়ে দিচ্ছে বাঙালির রক্তচাপ৷ বৃষ্টির সম্ভাবনা চতুর্থী, পঞ্চমী এমনকী ষষ্ঠীতেও৷ পরে কী হবে, তা অনেকটাই নির্ভর করছে নতুন নিম্নচাপটির উপর৷ যেটি এ দিনই ঘনীভূত হয়েছে আন্দামান সাগর লাগোয়া মায়ানমার-থাইল্যান্ড উপকূলে৷ নিম্নচাপটি উত্তর আন্দামান সাগরে এসে না-পৌঁছনো পর্যন্ত মুখ খুলতে চাইছেন না আলিপুরের আবহবিদরা৷ তবে উত্সবের আকাশে যে কালো মেঘ ঘনাচ্ছে, তা মোটামুটি স্পষ্ট৷ কারণ, বর্ষা এখনও স্বমহিমায়৷
সাধারণ নিয়মে ৮ অক্টোবর নাগাদ রাজ্য থেকে বিদায় নেয় বর্ষা৷ গত কয়েক বছরে দেখা গিয়েছে, বর্ষা সে নিয়ম খুব একটা মানছে না৷ গত বছর দক্ষিণবঙ্গ থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছিল ১৬ অক্টোবর৷ পুজো পড়েছিল তার পরে৷ আবার ২০১০ সালে বর্ষা পাততাড়ি গোটাতে গোটাতে ২৬ অক্টোবর লাগিয়ে দিয়েছিল৷ এ বারও ছবিটা প্রায় এক৷ পশ্চিমবঙ্গ তো ছাড়, রাজস্থানের বিস্তীর্ণ অংশে এখনও বৃষ্টি চলছে৷ অথচ, ১৫ সেপ্টেম্বরের মধ্যেই ওই এলাকা থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার কথা৷ একের পর এক নিম্নচাপ হাজির হওয়ায় বিদায়-পর্ব দেরিতে হচ্ছে৷ আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিজ্ঞানী সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'এই মুহূর্তে রাজ্য থেকে বর্ষা চলে যাওয়ার কোনও সম্ভাবনা নেই৷ সেটা কবে হবে, তা নতুন নিম্নচাপটিই ঠিক করবে৷' নয়াদিল্লির মৌসম ভবনের পর্যবেক্ষণ বলছে, থাইল্যান্ড উপসাগরের ঘূর্ণাবর্তটি সোমবার নিম্নচাপে ঘনীভূত হয়েছে৷ সেটির অবস্থান মায়ারমার, থাইল্যান্ড সংলগ্ন তেনাসেরিম উপকূল৷ আজ, মঙ্গলবারের মধ্যে নিম্নচাপটি উত্তর আন্দামান সাগরে হাজির হতে পারে৷ ক্রমে সেটি শক্তি বাড়াতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন৷ কিন্ত্ত সেটির গতিপথ কোন দিকে হবে, বাংলার উপর তার প্রভাব পড়বে কি না, তা নিয়ে আরও একটু অপেক্ষা করতে বলছেন আবহবিদরা৷ আপাতত রাজ্যের বর্ষাকে পুষ্টি জোগাচ্ছে ঝাড়খণ্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা৷ এর প্রভাবেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে, জানিয়েছেন সঞ্জীববাবু৷ এ দিন আলিপুরে বৃষ্টি হয়েছে ১৬.০ মিলিমিটার৷ আর বরুণদেবের 'অতিসক্রিয়তা'য় পুজোর কেনাকাটা মাথায় উঠেছে শহরবাসীর৷ নিয়ম করে দুপুরে-বিকেলে মুষলধারে বৃষ্টি নামছে৷ মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদেরও৷ গড়িয়াহাট বাজারের জামাকাপড়ের ব্যবসায়ী সুপ্রকাশ দেবনাথের কথায়, 'গত বছর খুব ভালো আবহাওয়া ছিল৷ লাভের মুখ দেখেছিলাম৷ হালচাল দেখে তো মনে হচ্ছে, এ বার পুজোর মধ্যেও বৃষ্টি হবে৷ আমাদের ব্যবসা তো গেলই, সঙ্গে পুজোর আনন্দটাও মাটি৷'
সোমবার সকালের দিকে আবহাওয়া ভালো ছিল৷ ঠিক রবিবারের মতোই৷ তাই পুজোর কেনাকাটা সেরে নিতে চেয়েছিলেন অনেকে৷ শেষ রক্ষা হয়নি৷ বিকেলের দিকে আকাশ কালো করে মেঘ জমতে শুরু করল৷ সঙ্গে ঝোড়ো হাওয়া৷ কিছু ক্ষণের মধ্যেই আকাশভাঙা বৃষ্টি! কালো মুখ করে বাড়ি ফিরলেন অনেকে৷ মায়ের সঙ্গে পুজোর মার্কেটিং করতে বেরিয়েছিলেন বছর ষোলোর রিঙ্কি দাস৷ বাড়ি ফিরতে হয়েছে খালি হাতেই৷ ছলছল চোখ তার, 'এ বছর পুজোয় আমার একটাও নতুন জামা হয়নি৷ ভেবেছিলাম, আজ কিনব৷ কিন্ত্ত সে গুড়ে বালি!' কারও পৌষ মাস, কারও সর্বনাশ! বৃষ্টির দাপটে তুলনায় লাভবান কলকাতার শপিংমলগুলি৷ কারণ, শপিং মলে একবার ঢুকে পড়লে বৃষ্টি নিয়ে মাথা না-ঘামালেও চলে৷ দক্ষিণ কলকাতার একটি শপিং মলে পুজোর কেনাকটা করতে এসেছিলেন বেলঘরিয়ার রত্না অধিকারী৷ তাঁর কথায়, 'প্রতি বছর নিউ মার্কেট বা গড়িহায়াট বাজার থেকেই কেনাকটা করি৷ এ বছর বৃষ্টির জন্য আর সেই সুযোগ হচ্ছে না৷ গড়িয়াহাট জল কাদায় প্যাচপ্যাচ করছে৷ নিউ মার্কেটেও ফুটো ছাদ থেকে জল পড়ে৷ এ বছর তাই চলে এসেছি শপিং মলে৷ দাম কিছুটা বেশি৷ দরাদরিও করা যায় না৷ কিন্ত্ত কী আর করা যাবে!' যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় বললেন, 'আমি শপিং মল থেকেই পুজোর কেনাকাটা করি৷ বৃষ্টিতে অসুবিধা হয় ঠিকই৷ কিন্ত্ত একবার শপিং মলে পেঁৗছে গেলে আর সমস্যা নেই৷'
এ দিন অবশ্য বৃষ্টির দাপট মূলত ছিল মধ্য কলকাতাতেই৷ ফলে জল জমে যায় সুবোধ মল্লিক স্কোয়ার, এন্টালি, ইলিয়ড রোডে৷ একই সঙ্গে ছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ছিল যানজট৷ এজেসি বোস রোড, জওহরলাল নেহরু রোড এবং ডালহৌসি চত্বরে ছিল ব্যাপক যানজট৷ সব মিলিয়ে শহরবাসীর তৃতীয়ায় পুজোর কেনাকাটা কার্যত বানচাল হয়ে গিয়েছে৷
24 Ghanta
অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠায় `প্রমোশন` মন্ত্রী কৃষ্ণেন্দুর! রোগী কল্যাণ সমিতি থেকে সরানো হল মন্ত্রী-বিধায়কদের
http://zeenews.india.com/bengali/zila/krishnendu-narayan-chowdhury-gets-new-post-after-medical-controversies_17038.html
Like · · Share · 8 · 4 minutes ago ·
Girijesh Tiwari shared Himanshu Kumar's photo.
बिना किसी गुस्से या उत्तेजना के ये लोग ऐसी बातें बता रहे थे जिन्हें सुन कर दिल खराब होने लगता है . ये लोग अपनी तकलीफें बता रहे थे . मुझे बात करते समय खुद के ...See More
Pappu Yadav
आप सभी को दुर्गा पूजा की हार्दिक शुभकामना....
Like · · Share · 5 minutes ago ·
24 Ghanta
সুসজ্জিত মণ্ডপের সংরক্ষণ করার কথা ভাবছে রাজ্য সরকার
http://zeenews.india.com/bengali/kolkata/good-pandal-might-keep-in-museum_17039.html
Like · · Share · 2411 · 13 minutes ago ·
Ram Puniyani
Temple, Toilet and Sangh Politics
Ram Puniyani
After a long campaign the RSS combine succeeded in demolishing Babri Mosque on 6th December 1992. While Advani was the lead person in the whole phenomenon, there were many RSS swayamsevaks who formed the foundation of this dastardly act, one of them being Narendra Modi, the BJP's current Prime Ministerial candidate. The importance given to this identity issue, temple issue, undermined the real issues baying at society for solution. This temple issue was too compelling for Advani-Modi and company. It undermined the issues of society related to survival. At that time many a magazines carried the surveys as to what should be built at the site of demolition. Many a people said that either an educational institute or a hospital or sanitation facilities should be built at the site....Continue Reading
Like · · Share · 10 hours ago ·
কপালের রামপাল ও কিছু প্রশ্ন-উত্তরঃ নাজমুল হুসাইন আগামী ২২ অক্টোবর উদ্বোধন হওয়ার কথা রয়েছে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক মেগ...See More
Xavier Dias shared Amitabh Patra's photo.
POSCO can not start.
Sant R. Thawait
कहीं विस्थापित हो रहे लोग
कहीं स्थापित हो रहे लोग
कुर्सी में बैठे हैं कैसे कैसे लोग
गैरो को सता, खुद सुख भोगे लोग
//संत//
Like · · Follow Post ·
লা মার্টসের দেওয়াল খুঁড়ে মিলল পাখির কঙ্কাল
সংবিদা লাহিড়ী
প্রায় ১৭৮ বছরের পুরোনো বাড়ির দেওয়াল খুঁড়ে মিলল শতাধিক পাখির কঙ্কাল৷ এমনই অদ্ভুত ঘটনায় সোমবার সন্ধেয় চাঞ্চল্য ছড়ায় শহরের শতাব্দীপ্রাচীন লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলে৷ সন্দেহ, প্রায় দেড়শো বছর আগে স্কুলের ওই অংশে নির্মাণকার্যের সময় শতাধিক পাখিকে হত্যা করে পুরে দেওয়া হয়েছিল ত্রিশ ফুট দেওয়ালের মধ্যে৷ কিন্ত্ত কেন? তার উত্তর এখনও পর্যন্ত দিতে পারেননি কেউ-ই৷
দিন কয়েক আগে লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের অ্যাকাউন্টস দপ্তরের বাড়িটি মেরামতের কাজে হাত দেন স্কুল কর্তৃপক্ষ৷ পুরোনো আদলের স্কুল দপ্তরের চেহারা পাল্টাতেই এই কাজে হাত দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে স্কুলসূত্রে৷ তার প্রয়োজনেই দেওয়াল খুঁড়তে শুরু করা হয়৷ কিন্ত্ত কাজ করতে গিয়েই বিপত্তি৷ প্রায় ৩০ ফুটের দেওয়াল দশ ফুট খোঁড়ার পরেই পঞ্চাশটি পাখির কঙ্কাল মেলে৷ প্রথমে মেরামতকারীরা বিষয়টিকে পাত্তা দেননি৷ কর্তৃপক্ষকে জানানোর প্রয়োজন মনেও করেননি৷ সোমবার দিনও একই ঘটনা ঘটায় তা স্কুল কর্তৃপক্ষের চোখে পড়ে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্কুলকর্মীদের মধ্যে৷
স্কুলের দপ্তর আধিকারিক রঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, রবিবার বিকেলে প্রথম এই কঙ্কালগুলো মেলে৷ এদিন সকালে স্কুলে এসে বিষয়টি জানার পরই তিনি লা মার্টিনিয়ার স্কুলের সম্পাদক সুপ্রিয় ধরকে জানান৷ সুপ্রিয়বাবু তার পর ভারতীয় জাদুঘরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন৷ সুপ্রিয়বাবু জানিয়েছেন, 'এই বাড়িটি নির্মাণকার্য শেষ হয়েছিল ১৮৩৬ সালে৷ তার পরই কলকাতায় লা মার্টিনিয়ার স্কুল চালু হয়৷ কিন্ত্ত ১৮৩৬-এর পর, অর্থাত্ গত ১৭৮ বছরে একবারও এই বাড়ির দেওয়ালে হাত দেওয়ার প্রয়োজন পড়েনি৷ এটাই ভেবেই আশ্চর্য লাগছে, দেওয়ালের মধ্যে এতগুলি পাখির কঙ্কাল এল কী ভাবে?' তাঁর প্রশ্ন, 'তা হলে কি এতগুলি পাখিকে মেরে দেওয়ালের মধ্যে পুরে দেওয়া হয়েছিল?'
Ak Pankaj
जय हो मां बंदूका वाली, तेरी जय-जयकार
चलो बुलावा आया है ... हे स्त्रियों फूलन ने बुलाया है ...
-------------------------------------------------------------
रावण को सिर्फ अपहरण के आरोप में मार दिया गया. और उसको मारने का विजयोत्सव आज तक मनाया जा रहा है. समाज की इस परंपरानुसार तो फूलन द्वारा की गयी हत्याओं का जश्न मनाना भी उचित प्रतीत हो रहा है. क्योंकि फूलन का अपहरण भी हुआ और दसियों बलात्कारियों द्वारा शोषण भी. वह भी लोकतंत्र के धार्मिक जमाने में. यह तो रावण के कृत्य से कहीं ज्यादा क्रूर, अमानवीय और घृणित है. हमें लगता है यह एक बड़े उत्सव की मांग करता है.
Like · · Share · 8 hours ago ·
বরাক উপত্যকায় কৈবর্ত সমাজের সামগ্রিক উত্তরণ ঘটবে কখন?
October 5, 2013 at 9:17pm
কৈবর্ত একটি সংঘবদ্ধ জাতি। ওদের সামাজিক পরিকাঠামো খুবই দৃঢ় এবং শৃঙ্খলাবদ্ধ। ওরা যেখানেই যায় অন্যদের থেকে দূরত্ব বজায় রেখে নিজেরা দলবদ্ধভাবে বাস করে। চারিত্রিক দিক দিয়ে তাদের সততা এবং সারল্য প্রশ্নাতীত। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এইসব গুণাবলী থাকা একটি সমাজের গুরুত্ব বা মর্যাদা দল মত নির্বিশেষে সবার কাছে অপরিসীম হওয়ার কথা। সেই অনুযায়ী এই সমাজের সার্বিক উন্নয়ণ হওয়া ছিল বাঞ্চনীয়। রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি যথেষ্ট থাকার কথা এই সমাজের। কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
সময়ের দাবি মত যেখানে সবাই একসাথে মিলেমিশে বৈচিত্রের মধ্যে ঐক্যের প্রতিফলন ঘটানোর কথা সেখানে কেবল মাত্র কৈবর্তদের একক সমাজ হিসাবে সংঘবদ্ধ অবস্থান অন্যান্য সমাজের কাছে কিছুটা ঈর্ষা এবং অনেকটাই অগ্রহণযোগ্য ব্যাপার স্যাপার। তাছাড়া সামাজিক সংকটের মূহূর্তে কৈবর্ত সমাজ যেভাবে একজোট হয়ে যায় তাতে অনেকেই পরাজিত হয়ে এই সমাজের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে এবং কলে-কৌশলে এদের দৃঢ় সামাজিক পরিকাঠামোটাকেই ধ্বংস করতে চায়। তাই অতি গোপনে বঞ্চনার সুনিপুণ রুপরেখা তৈরি করে চাতুর্যের সাথে তা কার্যকর করা হয়। সহজ সরল কৈবর্ত সমাজ সে সব কদাচিৎ টের পায়! তাছাড়া দীর্ঘদিন এক জায়গায় একসাথে বসবাস করার ফলে তাদের নিজেদের মধ্যেও খেয়া-খেয়ি, রেষারেষির একটা চোরাস্রোত সব সময় প্রবাহমান থাকে ফলস্বরূপ মাঝেমাঝে তারা 'নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ' করে, সমাজের বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দেয় এবং ঐক্যের বাঁধন খান খান হয়ে যায়।
ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই সুচতুর শাসকশ্রেণী অতি সন্তর্পনে কৈবর্ত জাতির দৃঢ়, মজবুত মেরুদণ্ডকে ধীরে ধীরে দুর্বলকরে দিতে তাদের বঞ্চিত করেছে শিক্ষার আলো থেকে, সংস্কার করেনি তাদের বাসভূমির যোগাযোগ ব্যবস্থার বরং দিনে দিনে কৈবর্ত জাতির জীবন ধারণের মানকে নরক সদৃশ করে তুলতে গ্রহণ করেছে যাবতীয় কর্মসূচীর। সুশিক্ষিত মেধাবী এবং সুযোগ্য কৈবর্তদের উঠে আসার পথকে দুর্গম করে তোলা হয়েছে। অনেক ক্ষেত্রে তো এক লাফে বহুদূর এগিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে গোড়াতেই নষ্ট করে দেওয়া হয়েছে কৈবর্ত সমাজের তরুণ প্রতিভা। স্বাধীনতার অর্ধশতাব্দি পেরিয়েও 'সেই ট্রেডিশন সমানে চলেছে'। কৈবর্ত জাতিকৈবর্ত জাতি কখন বুঝবে এইকথা?
বর্তমান দিনে বরাক উপত্যকার কৈবর্ত সমাজ অধ্যূষিত এলাকাগুলি যেমন- কাঠিগড়া, চাতলা, বক্রিহাওর, শনবিল, পুটিছড়া, মালিনীবিল, তপোবননগর, রংপুর, তাপাং, কালিবাড়িচর প্রভৃতিকে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রাখা হয়েছে অমানবিকভাবে। অধিকাংশ এলাকাতেই নেই প্রাথমিক বিদ্যালয়। কোন কোন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দু-একটি বিদ্যালয় থাকলেও সে সবের হাল হকিকত খোঁজ করার মানসিকতা নেই কোন সরকারি কর্মকর্তার। কোন অজ্ঞাত কারণে এই এলাকাগুলিতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগও নেওয়া হয়নি অথচ সমগ্র আসামে শিক্ষাক্ষেত্রে চলছে আমূল সংস্কার। স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থাকে এমনভাবে পঙ্গু করে রাখা হয়েছে যে সাধারণ রোগে ভোগলেও সদর হাসপাতালে পৌঁছতে পৌঁছতে এই এলাকাগুলির মানুষকে 'যমের দোয়ার' দেখতে হয়। সহজেই অনুমেয় কী হয় রোগির যখন মূমূর্ষূ অবস্থা। তাছাড়া ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা এবং অপ্রতুল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রজন্মের পর প্রজন্ম কৈবর্ত সমাজ বঞ্চিত হয়ে আছে উচ্চশিক্ষা লাভ থেকে ফলস্বরূপ সরকারি চাকুরিয়ানের সংখ্যা অতি নগণ্য এই সমাজে। তাই বিভিন্ন সরকারি প্রকল্প বা সুযোগ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত কৈবর্ত সমাজ। সমগ্র দেশে যখন গ্রামীণ বৈদ্যুতিকরণ প্রকল্প শুরু হয়েছে ঢাক-ঢোল পিটিয়ে তখন কৈবর্ত সমাজ অধ্যূষিত বরাকের অঞ্চলগুলি সুর্যাস্তের সাথে সাথে টুপ করে অন্ধকারে ডুবে যায় । টিনের কৌঠায় মহার্ঘ্য কেরোসিন তেল ভরে ছেঁড়া কাপড়ের সলতে পাঁকিয়ে বর্তিকা বানিয়ে কৈবর্ত মায়েরা তাদের সন্তানদের ভবিষ্যত ক্ষীণ উজ্জ্বলতর করার প্রয়াস করে করে ক্লান্ত হয়ে যায়। বিশুদ্ধ পানীয় জল এই এলাকাগুলিতে সরবরাহ করা হয় 'আকাল বৃষ্টি'র ন্যায়।
শিক্ষার মাধ্যমে কৈবর্ত সমাজের সমষ্টিগত মুক্তির পথ প্রায় বন্ধ, কারণ কৈবর্ত সমাজ অধ্যূষিত এলাকাগুলির স্কুলগুলিকে অকেজো করে দেওয়া হয়েছে কোন অদৃষ্ট হাতের ইশারায়। কৈবর্ত সমাজের যারা ব্যক্তিগতভাবে শিক্ষা লাভ করে অগ্রসর হয়েছে তারা সমাজের পাশে না দাঁড়িয়ে আত্মগোপন করেছে একান্তভাবেই বাঁচার তাগিদে অথবা শাসকশ্রেণী কর্তৃক কৈবর্ত সমাজকে দাবিয়ে রাখার গোপন অভিসন্ধি বুঝতে পেরে ওরা সরে গেছে বৃহত্তর সমাজ ছেড়ে আপন সন্তান-সন্ততির মঙ্গল কামনায়। অতএব কৈবর্ত সমাজের সামগ্রিক উত্তোরণের জন্য একমাত্র রাজনৈতিক পথটাই খোলা। গণতন্ত্রে গুণের চেয়ে সংখ্যাকেই প্রাধান্য দেওয়া হয়। বরাক উপত্যকার দুটি লোকসভা সমষ্টিতে কৈবর্ত সমাজের ভোটার সংখ্যা নেহাত কম নয়। করিমগঞ্জে তো কী-ফ্যাক্টর। তাছাড়া শিলচর, আলগাপুর, কাঠিগড়া, রাতাবাড়ি প্রমুখ বিধানসভা সমষ্টিগুলির প্রার্থীদের জয়-পরাজয়ে কৈবর্ত ভোটারদের একটাপ্রভাব থেকেই যায়। দলব্ধভাবে বসবাস করার মত যদি সম্মিলিতভাবে কেবল মাত্র একটি রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে সেই দলের আস্থা অর্জন করা যায় তাহলে মন থেকে না চাইলেও রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে হলেও কোন কোন নেতা বা নেত্রী প্রতিনিয়ত ব্রতী হবে কৈবর্ত সমাজের সার্বিক মঙ্গল কামনায়। প্রচলিত ধ্যান-ধারণা বদলে উন্নয়ণের স্বার্থে সুযোগ্য ব্যক্তিত্বের পাশে একজোট হয়ে দাঁড়ালে কৈবর্ত জাতির নরকযন্ত্রণা ভোগ কিছু লাঘব হওয়ারই কথা। তবে এক্ষেত্রে কৈবর্ত সমাজকে পা ফেলতে হবে সতর্কতার সাথে, কারো একনিষ্ট সমর্থক হলেও যেন ক্রীড়নক না হয় গোটা সমাজ। সময়ের সাথে সাথে পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে চলতে হবে, একপেশে সঠিক সিদ্ধান্ত সব সময় মঙ্গলজনক নাও হতে পারে।
Sushanta Kar, Nagraj Chandal and 14 others like this.
Sagor Niaz একটা জাতি সম্বন্ধে ধারণা পেলাম । তবে এলোমেলো ।
October 5 at 11:23pm via mobile · Like · 1
Dharani Kanta When that particular society will realize that they r legging behind compared to that of d other, exactly frm dat moment they will start developing...itz frm my point of view....
October 6 at 12:26am via mobile · Like · 1
Moni Bhushan Choudhury Sailen, tumi amar chuto, kintu anek samay chutoreo borora ijjat day. Tumi tar jugyo, ami tumar quality respect kori. Kaiborto samaj niya Khub bhalo lekso bhai, bhogoban tumar din din aroyo unnoti koroin jeno ei prarthona kori.
October 6 at 12:29am via mobile · Like · 1
Sailen Das Sagor Niaz এলোমেলো কেন?
Sailen Das Moni Bhushan Choudhury আমার স্বজাতির পাশে দাঁড়ালে, ওদের ভালোর জন্য কিছু করলেই আমাকে সম্মান করা হবে.... তুমি ব্যক্তিগতভাবে তা করেও থাকো, এবার সমষ্টিগতভাবে সহায়তা চাই.
October 6 at 8:31am · Like · 2
Sailen Das Dharani Kanta 'When that particular society will realize that they r legging behind .. এই ভাবনাটা আমার মধ্যে এসেছে... অন্যদেরকেও সজাগ করে দিতে হবে... অন্যতায় কৈবর্ত জাতি কখন বুঝবে এইকথা?
October 6 at 8:54am · Like · 1
আমি আমার মতো sobar proti sobar valobasa chilo ebong seta chirokal thakbe !
October 6 at 8:22pm · Like · 1
Sushanta Kar খুব ভালো লিখেছেন। এই নিয়ে আরো লিখতে থাকুন। " কৈবর্ত সমাজের যারা ব্যক্তিগতভাবে শিক্ষা লাভ করে অগ্রসর হয়েছে তারা সমাজের পাশে না দাঁড়িয়ে আত্মগোপন করেছে একান্তভাবেই বাঁচার তাগিদে অথবা শাসকশ্রেণী কর্তৃক কৈবর্ত সমাজকে দাবিয়ে রাখার গোপন অভিসন্ধি বুঝতে পেরে ও...See More
Sailen Das Sushanta Kar দাদা, অনেক সাহস করে লেখাটা এখানে দিয়েছি, আমার পরিচিত অনেকই হয়ত খারাপ পেতে পারেন এই ভেবে যে আমি হঠাৎ স্বজাতির পক্ষ নিয়ে একপেশে লেখে ফেলেছি.....
Imad Uddin Bulbul It will take time. We shall co operate. Thanks for this query.
Tushar Bhattacharjee shared दीक्षित आशीष सागर's photo.
Allahabad High Court Uttar Pradesh ने गंगा और यमुना नदी में तत्काल प्रभाव से मूर्ति विसर्जन पर रोक लगा दी है , अगर ये हाई कोर्ट का अलहदा आदेश किसी को हिन्दू आस्...See More
Akhilesh Yadav
Allahabad
Like · · Share · 6 hours ago via mobile ·
Sumit Guha
AAJ NABANNE...
Like · · Share · about an hour ago ·
Sumit Guha added a new photo.
Like · · Share · about an hour ago ·
2 people like this.
Yashwant Singh
छत्तीसगढ़ में ये हाल है सत्ताधारी भाजपा का... एक भाजपाई ने दलित लड़की से रेप किया और मीडिया को पैसे बांट दिए की खबर कतई न छपे... अब सोशल मीडिया का सहारा है... आप सभी से अनुरोध है कि इसे शेयर करें और आगे बढ़ाएं ताकि छत्तीसगढ़ के रमन सिंह सरकार के कुशासन का पर्दाफाश हो सके...
छत्तीसगढ़ में भाजपा नेता ने किया दलित लड़की से रेप, मीडिया पैसे लेकर चुप
http://www.bhadas4media.com/vividh/15017-2013-10-07-18-14-20.html
Samit Carr and 3 other friends shared a link.
CBI to say Ishrat Jehan was "innocent college girl" in next chargesheet
Public hearing to ensure human dignity against on bonded labour and children labour
Friday, October 25 at 11:05am
You were invited by Lenin Raghuvanshi
24 Ghanta
আজ থেকে বাড়ল রেলের যাত্রীভাড়া, আগে টিকিট কাটলেও গুনতে হবে বাড়তি ভাড়া
http://zeenews.india.com/bengali/kolkata/rail-fair-increasing-from-today_17000.html
Like · · Share · 61650103 · 15 hours ag
Reuters India
Vodafone will file an application this month with India's foreign investment promotion board to seek clearance for the investment, the Financial Times reported, citing two people familiar with the situation.
Vodafone plans $2 billion investment to raise stake in India unit - FT
ibnlive.com
The toilet map of India http://bit.ly/15Svlup
#toilet
Like · · Share · 999141455 · 7 hours ago ·
আইপিএলের সংসার থেকে `তাড়িয়ে` শ্রীনিবাসনকে চেয়ার ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট
হাইকোর্টের জোড়া ফল রায়- কলেজ সার্ভিসে ফল প্রকাশে স্থগিতাদেশ, শর্তসাপেক্ষে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় ফলপ্রকাশ করতে পারবে রাজ্য
আমরি কাণ্ডে রাজ্যের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
নিজের স্ত্রীকে খুন করে উনুনে পুড়িয়ে ফেলার ঘটনায় প্রাক্তন কংগ্রেস নেতার ফাঁসি রদ, বদলে যাবজ্জীবন কারাদণ্ড
Kolkata
লা মার্টিনিয়ার ফর বয়েজের শতাব্দী প্রাচীন দেওয়াল ভাঙতেই বেরিয়ে এল পাখির দেহবশেষ
SpecialMunicipality Election
NEWSKenya mall attack
Photo gallery | terror attackGorkhaland
Nation
১৫ দিনের মাথায় কেরন সেক্টরে শেষ হল অভিযান, উদ্ধার আট অনুপ্রবেশকারীর দেহ, প্রত্যক্ষ পাক মদতের প্রমাণ দিল সেনা
লালুর সঙ্গে জেলে দেখা করলেন রাষ্ট্রপতির ছেলে তথা সাংসদ অভিজিত্ মুখার্জি
তেলেঙ্গানা LIVE: অন্ধ্রের অন্ধকারের জন্য কংগ্রেসকে দায়ী করল বিজেপি
লড়াইয়ের ১৪ তম দিনেও পাক অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় সেনার তুমুল সংঘর্ষ
World
এ বার থ্রিডি টুথব্রাশে দাঁত মেজে দাঁত ঝকঝকে পরিষ্কার করুন মাত্র ৬ সেকেন্ডে
বাংলাদেশে জামাতের প্রাসঙ্গিকতার উপরেই প্রশ্ন তুললেন জামাত-ই-ইসলামির প্রতিষ্ঠাতার ছেলে
গ্রিড সংযুক্তির মাধ্যমে বাংলাদেশকে বিদ্যুৎ সরবারহ শুরু ভারতের
ধেয়ে আসছে সামুদ্রিক ঝড় ক্যারেন, শাটডাউনে বিপর্যস্ত মার্কিন মুলুক নতুন বিপর্যয়ের সম্মুখীন
Entertainment
Opinion Poll
লালুপ্রসাদের জেল কি লোকসভা ভোটে নতুন জোট সমীকরণের পথ খুলে দিল?
হ্যাঁনাজানি নামতামত
State
সিপিআইএম নেতা খুনের প্রতিবাদে বন্ধ চলছে কাটোয়ায়
দরপত্র খোলা হল না হলদিয়া পেট্রোকেমের, নিলামে অংশ নেয়নি রিলায়েন্স
পুজোয় আনন্দের টাকা জোগাড় করতে খুড়তুতো ভাইকে কিডন্যাপ করল দাদা
Lifestyle
Sports
ধোনির ব্যাটে টাকার ছক্কা, মাহির `গদা` পেতে চলেছে আট কোটি টাকার স্পন্সরশিপ
আজীবন নির্বাসিত হওয়ার মুখে ব্যাডমিন্টনের 'গ্ল্যামার গার্ল' জোয়ালা গুট্টা
নতুন তদন্ত কমিটির কথা বলে শ্রীনিবাসনকে ধাক্কা দিল সুপ্রিম কোর্ট
This Week Review
টোকা, তবু ক্যামেরার কাজেই বাজিমাত
ছবির নাম ওয়ার্নিং (থ্রি ডি) রেটিং- ***
এ বার থ্রিডি টুথব্রাশে দাঁত মেজে দাঁত ঝকঝকে পরিষ্কার করুন মাত্র ৬ সেকেন্ডে
লা মার্টিনিয়ার ফর বয়েজের শতাব্দী প্রাচীন দেওয়াল ভাঙতেই বেরিয়ে এল পাখির দেহবশেষ
গান চালিয়ে, পুলিসকে হেনস্থা করে গ্রেফতার বলিউডের `কভারস্টোরি` নায়িকা
স্টেট ব্যাঙ্কের ইতিহাসে প্রথম মহিলা চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব নিলেন অরুন্ধতী ভট্টাচার্য
http://zeenews.india.com/bengali/
No comments:
Post a Comment