Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Tuesday, August 20, 2013

মুম্বইয়ে কামদুনিকে আমন্ত্রণ আমিরের

মুম্বইয়ে কামদুনিকে আমন্ত্রণ আমিরের

মুম্বইয়ে কামদুনিকে আমন্ত্রণ আমিরের
বারাসত: মোবাইল ফোনে অচেনা নম্বর দেখে চমকে উঠেছিলেন মাস্টারমশাই৷ কারণ, কামদুনির আন্দোলন নিয়ে হইচই হওয়ার পর থেকে তিনি প্রায়ই নানা হুমকি-ফোন পাচ্ছিলেন৷ তাঁকে জড়িয়ে অশ্লীল পোস্টারও পড়েছিল মধ্যমগ্রামের পাড়ায়৷ সেই সব পোস্টারে শাসকদলের যুব সংগঠনের নাম ছিল৷ তাই মাস্টারমশাই এখন সাবধানী৷

রবিবার সন্ধ্যায় তাই অচেনা নম্বর দেখে কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় ফোন কলটি রিসিভ করবেন কি না, তা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন৷ একবার ফোনটি কেটেও দেন৷ কিছুক্ষণ পর ফের সেই নম্বর থেকেই ফোন৷ এ বার তিনি মোবাইলের কল রিসিভ করলেন৷ ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এল, 'মাস্টারজি, ম্যায় আমির খান বোল রহা হুঁ৷' কে আমির খান? অবাক মাস্টারমশাই৷ আবার শোনা গেল, 'মুম্বই সে আমির খান৷' দ্বিধা কাটল৷ প্রদীপবাবু বুঝলেন, মুম্বই থেকে চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা আমির খানের ফোন৷ তখন আর উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না প্রদীপবাবু৷ আমির তাঁকে এবং কামদুনির আরও চার জনকে মুম্বইয়ে আমন্ত্রণ জানিয়েছেন৷ আমিরের বিখ্যাত প্রযোজনা 'সত্যমেব জয়তে'র শ্যুটিংয়ে প্রদীপবাবুদের হাজির থাকার আমন্ত্রণ এল৷ আমির বললেন, 'কবে যেতে হবে, তা পরে জানিয়ে দেব৷ আপনার সঙ্গে কামদুনির প্রতিবাদী মহিলা মৌসুমি কয়াল, টুম্পা কয়াল এবং অপরাজিতার দুই ভাইকেও আসতে বলছি৷' এখানেই শেষ নয়৷ তিনি প্রদীপবাবুকে আরও জানালেন, কামদুনির এই প্রতিবাদী আন্দোলন সারা দেশে সাড়া ফেলে দিয়েছে৷ তিনি নিজেও এই আন্দোলনের গতিপ্রকৃতি দেখে অভিভূত৷ ফোন ছাড়ার পরও প্রদীপবাবুর বিশ্বাস হচ্ছিল না, আমির তাঁকে ফোন করতে পারেন৷ রাতেই তিনি মৌসুমিদের ফোন করে এ কথা জানিয়ে দেন৷ আমিরের আমন্ত্রণ পেয়ে খুশি মৌসুমি, টুম্পা এবং অপরাজিতার ভাইয়েরাও৷

মাস খানেক আগেই আমিরের টিমের কয়েক জন কামদুনিতে এসে প্রাথমিক কাজ সেরে গিয়েছিলেন৷ তাঁরা প্রদীপবাবু, মৌসুমি, টুম্পা এবং অপরাজিতার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেন৷ সেদিনই মৌসুমিরা আমিরের প্রতিনিধি এক মহিলার কাছে আবেদন জানিয়েছিলেন, আমির নিজে যদি একবার কামদুনিতে আসেন, তা হলে তাঁরা খুশি হবেন৷ ওই মহিলা মৌসুমিদের আবেদন আমিরের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন৷

বারাসতের অদূরে আর এক প্রতিবাদী তরুণ স্কুল শিক্ষক দুষ্কৃতীদের হাতে নিহত বরুণ বিশ্বাসের কর্মকাণ্ডকে সামনে রেখে তৈরি বাংলা সিনেমা 'প্রলয়' চলছে রমরম করে৷ কামদুনির প্রতিবাদ নিয়েও বাংলা সিনেমা করতে চলেছেন অবসরপ্রাপ্ত এক রাজ্য সরকারি অফিসার৷ এর মধ্যেই যদি আমিরের 'সত্যমেব জয়তে'-তে কামদুনি জায়গা পেয়ে যায়, তা হলে প্রদীপবাবু-মৌসুমিদের প্রতিবাদী আন্দোলনের কথা সারা দেশে ছড়িয়ে পড়বে৷

সম্প্রতি কলকাতা হাইকোর্ট কামদুনির মামলা বারাসত আদালত থেকে কলকাতার নগর দায়রা আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে৷ সেটা নিয়ে কামদুনিবাসী অসন্ত্তষ্ট৷ তাঁরা চান, এই মামলা বারাসতেই চলুক৷ তা হলে গ্রামবাসীরা আদালতে উপস্থিত থাকতে পারবেন৷ এই ইস্যুতে তাঁরা সুপ্রিম কোর্টেও আবেদন করতে চলেছেন৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...