Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Wednesday, August 14, 2013

মুম্বই উপকূলে সাবমেরিনে বিস্ফোরণ, মৃত ১৮ নৌ-সেনা

মুম্বই উপকূলে সাবমেরিনে বিস্ফোরণ, মৃত ১৮ নৌ-সেনা
মুম্বই উপকূলে সাবমেরিনে বিস্ফোরণ, মৃত ১৮ নৌ-সেনা
মুম্বই: স্বাধীনতা দিবসের ঠিক আগে বড়সড় দুর্ঘটনা ভারতীয় নৌ-বাহিনীতে। বুধবার ভোররাতে বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল নৌ-বাহিনীর সাবমেরিন আইএনএস সিন্ধুরক্ষক। নৌ-বাহিনীর তিন আধিকারিক সহ জাহাজে থাকা মোট আঠেরো জনই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি।
প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে এই ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন তিনি।

মুম্বই উপকূলে বুধবার ভোররাতে এই ঘটনা ঘটে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে উপকূল এলাকা। বিস্ফোরণের পরই আগুন ধরে যায় আইএনএস সিন্ধুরক্ষকে। খবর পেয়ে ছুটে আসে নৌ-বাহিনীর নিজস্ব অগ্নি সুরক্ষা দফতরের কর্মী ও মুম্বইয়ের দমকল বাহিনী। কিন্তু সাবমেরিন বা এর যাত্রীদের কাউকেই রক্ষা করা যায়নি। কিছুক্ষণের মধ্যেই আরব সাগরে সলিল সমাধি হয় জাহাজটির। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে ভারতীয় নৌ-বাহিনী।

রাশিয়ান এই সাবমেরিনটির ওজন ছিল ২৩০০ টন। ডিজেল জেনারেটর ও ইলেকট্রিক ব্যাটারির সমন্বয়ে চলত সাবমেরিনটি। জাহাজটিকে যান্ত্রিক ভাবে আরও উন্নত
করার জন্য সম্প্রতি রাশিয়া পাঠানো হয়েছিল। তিন-চার মাস আগেই রাশিয়া থেকে ফিরে আসে এটি। বর্তমানে এটি জাহাজবিধ্বংসী ক্লাব মিসাইল বহনে সক্ষম ছিল।

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...