Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Wednesday, August 14, 2013

সোনার আমদানি শুল্ক বাড়ল ২ শতাংশ, দাম ৩০ হাজারে

সোনার আমদানি শুল্ক বাড়ল ২ শতাংশ, দাম ৩০ হাজারে

সোনার আমদানি শুল্ক বাড়ল ২ শতাংশ, দাম ৩০ হাজারে
এই সময়: সোনার উপর আমদানি শুল্ক আট শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করল সরকার৷ রুপোর আমদানি শুল্ক ছ'শতাংশ থেকে বেড়ে হল ১০ শতাংশ৷ সোনার বারে আমদানি শুল্ক সাত শতাংশ থেকে বাড়িয়ে ন'শতাংশ করা হয়েছে৷ প্ল্যাটিনামের আমদানি শুল্ক আট শতাংশ থেকে বেড়ে হয়েছে ১০ শতাংশ৷ মঙ্গলবার ঘোষণা হতেই সোনার দাম এক ধাক্কায় ৬০০ টাকা বেড়ে পৌঁছে যায় ৩০ হাজারের কাছাকাছি৷ এদিন কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দর ছিল ২৯,৯৬৫ টাকা৷ ৫৭০ টাকা বেড়ে ১০ গ্রাম গয়না সোনার হয় ২৮,৪৩০ টাকা৷ কেজি প্রতি রুপোর দাম ২২৫০ টাকা বেড়ে হয় ৪৬,৩৫০ টাকা৷ 


সোমবারই সংসদে টাকাকে চাঙ্গা করতে এবং চলতি খাতের ঘাটতি রুখতে সোনা ও তেলের আমদানিতে রাশ টানার কথা বলেছিলেন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ চলতি খাতের ঘাটতিকে জিডিপির ৩.৭ শতাংশে বেঁধে রাখতে সোনা-রুপো-তেল এবং অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যের শুল্ক হার বৃদ্ধির ঘোষণা করেছিলেন তিনি৷ সেই মতো মঙ্গলবার সোনা-রুপো ও প্ল্যাটিনামের উপর বর্ধিত শুল্ক হার ঘোষণা করল সরকার৷ গত বছর ফেব্রুয়ারি থেকে এই নিয়ে চার বার সোনার আমদানি শুল্ক বাড়ানো হল৷ গত দেড় বছরে দু'শতাংশ থেকে সোনার আমদানি শুল্ক বেড়ে হয়েছে ১০ শতাংশ৷ ১৮ মাসে পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে সোনার আমদানি শুল্ক৷ 

অর্থমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সোনা-রুপো ও প্ল্যাটিনামের উপর অতিরিক্ত শুল্ক বসিয়ে চলতি অর্থবর্ষে ৪,৮৩০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখছে সরকার৷ সোমবার সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী বলেন, এ বছর সোনার আমদানি খরচ গত বছরের তুলনায় ৪০০ কোটি মার্কিন ডলার কম রাখার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার৷ 

সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের ভুগতে হবে বলে সাফ জানিয়েছেন জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের ডিরেক্টর বাচ্ছারাজ বামালওয়াল৷ গত মাসেই অর্থমন্ত্রীকে সোনার উপর অতিরিক্ত শুল্ক না বসানোর আর্জি জানিয়েছিল এই সংগঠনটি৷ টাকার অবমূল্যায়নের পরিস্থিতিতে সরকারকে সাহায্য করতে এবং চলতি খাতের ঘাটতি ঠেকাতে সোনার -বার ও কয়েন বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেয় জেমস অ্যান্ড জুয়েলারি ফেডারেশন৷ বাচ্ছারাজ বামালওয়ার দাবি, সংগঠনের ডাকে সাড়া দিয়ে সদস্য সোনা কারবারিরা সোনার বা-কয়েন বিক্রি বন্ধ করে দেয়৷ বার-কয়েনের বিক্রি বন্ধ হয়ে যাওয়ার জন্য জুন এবং জুলাইতে সোনার আমদানি কমেছে বলে দাবি করেছেন বামালওয়াল৷ সোমবারই আমদানি-রপ্তানি পরিসংখ্যান প্রকাশ করেছে সরকার৷ দেখা গিয়েছে, এ বছর জুলাইয়ে সোনার আমদানি গত বছর জুলাইয়ের তুলনায় ৩৪ শতাংশ কমেছে৷ তবে এ বছর জুনের তুলনায় জুলাইতে সোনার আমদানি বেড়েছে৷ জুনে ২৪৫ কোটি মার্কিন ডলারের সোনা আমদানি হয়েছে৷ জুলাইয়ে হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলারের আমদানি৷ এ প্রসঙ্গে বাচ্ছারাজ বামালওয়ার ব্যাখ্যা, 'ধনতেরাসের সোনা তৈরির জন্য সোনা কারবারিরা জুলাইতে একটু বেশি সোনা কেনেন৷ এটা সম্পূর্ণ অলঙ্কার ক্ষেত্রের চাহিদা৷ শুধু এ বছর নয়, প্রতি বছরই জুলাইতে সোনার আমদানি ঊর্ধ্বমুখী থাকে৷ কিন্ত্ত গত বছরের পরিপ্রেক্ষিতে এই জুলাইতে সোনা আমদানি কমেছে অন্তত ৩৫ শতাংশ৷ 

বার-কয়েনের বিক্রি বন্ধের সিদ্ধান্তেই এটা হয়েছে৷ তবে আমাদের আর্জি সোনা করবারিরা আর কতদিন শুনবেন জানি না৷ সংগঠনের আবেদন শুনেই বার-কয়েন বিক্রি বন্ধ করছিল তারা৷ সরকারকে বলা হয়েছিল, শুল্ক বাড়াবেন না, আমরা 'বুলিয়ন সেল' বন্ধ করছি৷ সরকার আমাদের আর্জি শোনেনি৷ আজকেও আমি জেজিএফের সদস্যদের বুলিয়ন বিক্রি বন্ধ রাখতে আর্জি জানিয়েছি৷ কিন্ত্ত তারা এ বার আমার আর্জি শুনবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না৷' 

বাচ্ছারাজ বামালওয়া আরও বলেন, 'অর্থমন্ত্রী বলেছেন, সোনার আমদানি খরচ ৪০০ কোটি ডলার কমাবেন৷ আমি বলছি, লিখে নিন এ বছর সোনার আমদানি অন্তত ১০০০ কোটি ডলার কমবে৷ গত বছর ৪৭০০ কোটি ডলারের সোনা আমদানি হয়েছিল৷ এ বার হবে হয়তো ৩৫০০ কোটি ডলারের কাছাকাছি৷' 

অলঙ্কার প্রস্ত্তকারক পি সি জুয়েলার্সের তরফে সঞ্জীব ভাটিয়া বলেছেন, বর্ধিত শুল্কের বোঝা গ্রাহকদের উপরই চাপানো হবে৷ গয়নার দাম আরও বাড়বে৷ 

আমদানি শুল্ক বাড়ানোর জেরে সোনার চোরাকারবার বাড়বে বলেও আশঙ্কা করছেন বাচ্ছারাজ বামালওয়া৷ অর্থমন্ত্রক ইতিমধ্যেই এক বিবৃতিতে বলেছিল, শুল্ক-হীন সোনা পাকিস্তান থেকে চোরাপথে ভারতে আসছে৷ কারণ ভারতের পড়শি পাকিস্তান-নেপাল-শ্রীলঙ্কায় সোনার আমদানি শুল্ক অনেক কম৷ তাই সে দেশ থেকে ঘুরপথে সোনা প্রবেশ করছে এখানে৷ এদিন রাজ্যসভাতেও অর্থপ্রতিমন্ত্রী জে ডি সালিম বলেছেন, সোনা-পাচারের আশঙ্কা থাকছেই৷ এপ্রিল-জুলাইতে মোট ২৯৪ কোডি বা ৭৫ কোটি টাকা মূল্যের অবৈধ ভাবে আনা সোনা বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর৷ 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...